![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
মাহি বি চৌধুরীর ফ্যান ক্লাব অনুষ্ঠান আপনারা হয়তো দেখেছেন। লোপা আপুর টি শার্ট আর টাইট জিন্স পরা দৌড়ঝাপ দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। মাহি ভাইয়ার দৌড়ঝাঁপও মন্দ লাগেনি। তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি তরুণীদের সাথে ভালই সময় কাটিয়েছেন । তিনি আমাদের এবার মুগ্ধ করেছেন তার ধর্মকথা দিয়ে। উনার মুখে এগুলো শুনে এত মুগ্ধ হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করতে পারছিনা। যাই হোক ভবিষ্যতে তিনি ওয়াজ মাহফিল করেও জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য আমাদের শুভকামনা।
বিএনপি থেকে বের হয়ে ভেবেছিলেন তরুন প্রজন্মকে নিয়ে তিনি বিপ্লব ঘটিয়ে ফেলবেন। কিন্তু সেখানে তিনি সাফল্যের সহিত ব্যার্থ হলেন। না তিনি অবশ্য ভগ্ন মনোরথ হননি।
তিনি উনার স্ত্রীকে নিয়ে মিডিয়া জগত কাঁপাতে নামলেন। ভালই চলছিল। অনুষ্ঠান উপস্থাপনা থেকে শুরু করে নাটক পর্যন্ত করলেন। আসলে প্রতিভা থাকলে বিকশিত হবেই। মিডিয়া জগতে প্রবেশ করে তিনি সেটা আবার প্রমাণ করলেন।
যাই হোক ৪২ বছরের তরুন মাহি বি তারপর নিজেকে দাবি করলেন তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে। করতেই পারেন , কাজী নজরুল বলে গেছেন, "অনেক বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের উর্দির নিচে জ্বলজ্বলে তারুন্য। " তরুন সমাজ এতে ব্যাপক বিনোদন পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
চলুন ধরে নেয়া যাক মাহি বি একজন তরুন। তরুনেরা তাই তার কাছে আশা করতে পারে যে তিনি চামচামির রাজনীতিতে যাবেন না। কিন্তু তিনি একই পথে হাঁটলেন। ভুলে গেলেন তার বাবার অপমান।জীবন অবশ্য বাংলা ছিনেমা না, তাই মাহি বি বলেন নি, "তোরা আমার বাবাকে.........।"
তিনি শাহবাগ আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাকে নাকি পাত্তা দেয়া হয়নি। উনি এইটা বুঝলেন না যে এখানে কেউ পাত্তা পাওয়ার জন্য আসেনি। যাই হোক উনি তরুণ প্রজন্মের নেতা হিসেবে এই দাবি করতেই পারেন। ভবিষ্যতে আন্দোলন হলে সমন্বয়করা তার কথা একটু ভেবে দেখবেন।
উনি গতকাল আরটিভির অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিছু বলার নাই। উনি এটা বলেছেন যাতে নির্বাচনে একটা আসনে দাঁড়ানোর সুযোগ পান। অনুষ্ঠানে উনার ভাব দেখে মনে হয়েছিল যে উনার মত নেতা পেয়ে বাংলাদেশ ধন্য।
কিন্তু একটা কথা কি যে, মাহি বি এর বাবা রাজনীতি না করলে তার মত একজন বাচালের কোন যোগ্যতাই ছিলনা এ রকম একটা অনুষ্ঠানে যাওয়ার। অপরদিকে আরিফ জেবতিকের কথাগুলো নিশ্চয়ই শুনেছেন। মেধা আর বাচালতা যে এক জিনিস নয়, আরিফ ভাই তা বুঝিয়ে দিয়েছেন।
মাহি বি কে নিয়ে বলার কিছুই নাই। ভবিষ্যতে আমরা তার কাছ আরও অনেক মধুর বানী শুনবো সেই অপেক্ষায়।
(অনেকগুলো ছবি পেয়েছি নেটে , আপলোড করলাম না। কেউ দেখতে চাইলে একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ।)
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
ইমতিয়াজ ইমন বলেছেন: মিডিয়া জগতে মাহি বি এর সাফল্য কামনা করি। ভবিষ্যতে উনি বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পাবেন সেই প্রত্যাশা রইল।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
স্বাধীন জামিল বলেছেন: আপনার লেখা পড়ে বুঝলাম আপনি প্রগ্রাম টা দেখেন নাই।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
ইমতিয়াজ ইমন বলেছেন: আপনি আরও বেশী বুঝবেন, ভবিষ্যতে সেটাই আশা করছি
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
বীলজেবাব বলেছেন: উনি বললেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল । খুব ভালো । যুদ্ধ হয়েছিলো ২ টি ইসলামী দেশের মাঝে যাতে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর বোধকরি নাস্তিক অংশ নিয়েছিলেন , সরাসরি সাহায্য করেছিল হিন্দু একটি রাষ্ট্র । আরেকটি খ্রিস্টান রাষ্ট্র যোগ দিতে আসছিলো । কিন্তু আফসুস সউদি আরব আসে নাই ওইদিন ইসলাম প্রতিষ্ঠায় ।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১
ইমতিয়াজ ইমন বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
ফ্রিঞ্জ বলেছেন: মনে করায়া দিলেন।
মাহি লোপার ভালোবাসার অনুষ্ঠান টা ভালই লাগতো।
সব শালা ডিগবাজি দেয় টাইম বুইঝা।