নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

আমাদের নির্লজ্জ অর্থমন্ত্রী হাত মেলালেন ইসলামী ব্যাংকের সাথে

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে নিয়ে জাতির আর কিছু বলার নেই। উনার হাসিমুখ দেখে এখন আমরাও হাসছি। সর্বশেষ তার হাসি দেখলাম পত্রিকার পাতায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পড়ুন পাকিস্তান) লিমিটেডের পরিচালকের সাথে।



ইসলামী ব্যাংক এক কোটি টাকার অনুদান দিচ্ছে, বাংলাদেশ গেমসের সফল আয়োজনের জন্য। বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা চিন্তা দেখে মুগ্ধ। শাহবাগ থেকে যখন ইসলামী ব্যাংককে বর্জন করার ঘোষণা দেয়া হল, জনগণ তখন স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেয়।

কিন্তু অর্থমন্ত্রীর এ রকম নির্লজ্জ কাজে আমরা হতাশ।



কয়েকদিন আগে তুষার কে ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক রাখার জন্য অনেক কটু কথা শুনতে হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয় এখন কি আশা করতে পারেন?



উনার ভাব দেখে মনে হচ্ছে টাকা পেলে উনি হয়তো হেফাজতের সমাবেশেও চলে যাবেন। আসলেই তিনি অর্থমন্ত্রী , কারণ তিনি শুধু অর্থের ব্যাপারটাই ভালো বুঝেন।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

রাফি মানিক বলেছেন: এখন উনাকে নব্য রাজাকার বলবেন না???

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

ইমতিয়াজ ইমন বলেছেন: বলা যায়

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

নীলতিমি বলেছেন: রাফি মানিক বলেছেন: এখন উনাকে নব্য রাজাকার বলবেন না??? /:) /:)

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

শরিফ নজমুল বলেছেন: "শাহবাগ থেকে যখন ইসলামী ব্যাংককে বর্জন করার ঘোষণা দেয়া হল, জনগণ তখন স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেয়।"

জনগণ স্বতঃস্ফূর্ত দিলে এতদিনে তো ব্যংকের সব একাউন্ট বন্ধ হয়ে যাবার কথা, তাইনা?

বলবেন কি এদেশে জনগণ কারা?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

ইমতিয়াজ ইমন বলেছেন: জনগণ সাড়া দিয়েছিল কিনা সেটা ইসলামি ব্যাংক বুঝতে পেরেছে। এখন তারা সেটা কাটিয়ে উঠার জন্য বিভিন্ন কার্যকলাপ করছে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

এ সামাদ বলেছেন: তুষার আবার কোন মন্ত্রী একে তো চিনলাম না।

আর তোরা ইসলামী ব্যাংকের মত একটি বানিয়ে বল যে, এখানে এসো ওই দোযখে আর যেওনা।

ওখানে সব খারাপ কাজ হয়।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

ইমতিয়াজ ইমন বলেছেন: এই রকম আরেক পিছ তৈরি না হওয়াই ভালো। জঙ্গিদের টাকা যে ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় সে ব্যাপারে কয়েকদিন আগে একটি রিপোর্ট হয়েছিল। আশা করি সেটা পড়েছেন।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

আশিকুর রহমান ১ বলেছেন: দেশের জনগন স্বতঃস্ফুর্ত ভাবে সাড়া দিয়েছে!

ভাই দাঁড়ান একটু হাইসা লই। শাহবাগ দেকে আমারদেশ পড়তে নিষেধ করা হলো, বাস্তবে দেখা গেলো তাদের বিক্রি আরো বহুগুনে বেড়ে গেলো! এবং কি এটা বর্তমানে বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রিত পত্রিকা।

ইসলামী ব্যাংক বর্জনের আহব্বান জানানো হলো!

দেখা গেলো আওয়ামীপন্তী সালামান এফ রহমান থেকে শুরু করে মুহিত সাহেব এবং অনেক লীগ নেতা ইসলামী ব্যাংকের গুনগান গাইতেছেন!

দিগন্ত টিভি বর্জনের ঘোষনা দেয়া হলো
বাস্তবে দেখা গেলো শাহবাগীরাও সংবাদে ব্যালান্সড আনার জন্য কিছুক্ষন পর পর দিগন্ত টিভি দেখে!

আসলে বাঙালী জাতির অভ্যাসই এইরকম! যেটা নিষেধ করা হয় তা আরো বেশি করে :D

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

ইমতিয়াজ ইমন বলেছেন: জামাত কে নিষিদ্ধ করা হোক, তাহলে হয়তো ,তাদের প্রতি আকর্ষণ বাড়বে জনগণের

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

এ সামাদ বলেছেন: হ্যা তাহলে যারা বিদেশে থাকে তারা সবাই জঙ্গি। কেননা বিদেশ থেকে রেমিটেন্স বেশী আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবার লেখক কি বলনে?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

ইমতিয়াজ ইমন বলেছেন: জনগণরে মূলা অনেক দেখাইছেন। বর্তমান অবস্থা বলেন

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

পৃথিবী আমারে চাই না বলেছেন: শাহবাগ থেকে যখন ইসলামী ব্যাংককে বর্জন করার ঘোষণা দেয়া হল, জনগণ তখন স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দেয়।

বাংলা ভাষায় একটা প্রবাদ আছে:

পাগলের সুখ মনে মনে
রাত জেগে তারা গোনে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

ইমতিয়াজ ইমন বলেছেন: মওদুদি সাহেব এই ব্যাপারে কি বলেছেন?

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

এ সামাদ বলেছেন: এবার লেখক কি বলবেন?

আমি নিজের চোখে দেখেছি দক্ষিণ কোরিয়া থেকে অনেক হিন্দু ইসলামী ব্যাংকে টাকা পাঠায়।

আমার খুব পরিচিত একজন হিন্দু গত মাসে টাকা পাঠিয়েছে।

তাহলে হিন্দুরাও এখন ইসলামী জঙ্গি।

এবার লেখকের তো মাথা খারাপ হয়ে যাবে বলে মনে হচ্চে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

ইমতিয়াজ ইমন বলেছেন: অন্য লোকজন যখন টাকা লেনদেন করে তখন বেশী থাকাবেন না। লোকজন অন্যকিছু ভাবতে পারে

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

এ সামাদ বলেছেন: ঢাবি ভিসি বলে তুমি হিন্দু শিবিরের নেত।

তাহলে লেখক আর কিইবা বলতে পারে।

যেনে ভালো লাগছে যে, হিন্দুরাও এখন জামাত শিবির করে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

ইমতিয়াজ ইমন বলেছেন: জামাতের আমীর দাবী করেছিলেন যে তার দলে ৪০০০০ হিন্দু কর্মী আছে। শুনে খুশি হয়েছিলাম

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

ভাইটামিন বদি বলেছেন: ইসলামী ব্যাংক বাদ দিয়া ঝনঘন সব ঝাপদিয়া সব সুনালি ব্যাংকে যাইতাছে!!!!


একটু চোখের পর্দাটা উঠান....বাস্তবতা দেখেন।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

ইমতিয়াজ ইমন বলেছেন: শাহবাগে আন্দোলনের সময় বাস্তবতা দেখা গিয়েছিল, যখন জনগণ ইসলামী ব্যাংক পুড়িয়েছিল তখন।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

জাতির চাচা বলেছেন: শাহবাগী ইমরান আর তার চ্যালারা ছাড়া সব্বাই রাজাকার।বিসিএসে শাহবাগী কোটা রাখার দাবী জানানো যেতে পারে।এই দাবীর যুক্তি আছে।শাহবাগে থাকার কারনে পড়াশোনার সময় পাই নাই।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

ইমতিয়াজ ইমন বলেছেন: রাজাকার কোটা রাখলে মন্দ হয়না

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: আওমীলীগের পক্ষ থেকে উনাকে কিছু বলা হবেনা জানা কথা। কিন্তু অন্যান্য দল বা আওমী বিরোধী শক্তি কেন উনার সমালোচনার জন্য আওমীলীগের মুখেপেক্ষী হয়ে থাকবে!!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

ইমতিয়াজ ইমন বলেছেন: অর্থমন্ত্রীর বিরুদ্ধে সবাই বলুক

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

ভুক্তভোগী বলেছেন: ইসলামী ব্যাংকের গুড় একটু বেশীই মিষ্টি ।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

ইমতিয়াজ ইমন বলেছেন: আমাদের অর্থমন্ত্রী নিশ্চয়ই সে জন্যই গিয়েছেন

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

ইমতিয়াজ ইমন বলেছেন: Under tremendous international pressure, three Kuwaiti institutions have planned to sell off their stakes that are in Islami Bank, sponsored and controlled by Bangladesh Jamaat-e-Islami.

Things have started to change after the recent protest held across the country centering Gono Jagaran Mancha, at Shahbag in the capital. Protestors here claimed ban against Jamaat and its student wing, Islami Chhatra Shibir, along with the Jamaat-Shibir operated and controlled goods and services. The representatives of three Kuwaiti institutions-- The Public Institute of Social Security, Kuwait Awqaf Public Foundation and Kuwait Finance House, sponsor shareholders in the bank, recently wrote to the Ministry of Foreign Affairs about the procedure to offload stocks. Earlier, the bank sought assistance from the Bangladesh Bank after it plunged into a massive crisis in the wake of calls by activists of the Shahbagh movement. (ref: news)

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

সাফায়াত কাদির বলেছেন: যত্তসব!!!
মার্কেন্টাইল ব্যাংক আ: জলিল-এর দুর্নিতীর টাকায় গঠিত।
ওয়ান ব্যাংক তারেক চোরার বন্ধু মামুনের।
এই সরকার রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংক অনুমোদন দিল।
শুধু ইসলামী ব্যাংক-এর দোষ কেন?
সবার আগে ছাত্রলীগ নিষিদ্ধ করা উচিত।
৯৭ এ মানিকের কথা ভুলে গেছেন যে একাই ১০০ ধর্ষণ করছে?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

ইমতিয়াজ ইমন বলেছেন: ইসলামী ব্যাংক জামাতের তাই, ইসলামী ব্যাংক জঙ্গিদের তাই।
ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবি করুন, করতেই পারেন।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

অহন_৮০ বলেছেন: এইসব নিয়া টানাটানি বন্ধ করেন

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

ইমতিয়াজ ইমন বলেছেন: আসলে সবকিছুই বন্ধ করা উচিত

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

নিকষ বলেছেন: বাংলাদেশ গেমস জঙ্গী অর্থায়নে!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

ইমতিয়াজ ইমন বলেছেন: বিচিত্র এই দেশ

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

একজন ঘূণপোকা বলেছেন: নিকষ বলেছেন: বাংলাদেশ গেমস জঙ্গী অর্থায়নে! :P :P :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

ইমতিয়াজ ইমন বলেছেন: হায় বাংলাদেশ গেমস তুমি অপবিত্র হয়ে গেলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.