নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি নেতৃত্ব সংকট কাটানোর জন্য রিয়েলিটি শো এর আয়োজন করছে

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

দিগন্ত টিভিতে শুরু হচ্ছে এক নতুন ধরণের রিয়েলিটি শো এর।

"নেতা তোমাকেই খুঁজছে বিএনপি" এই নামে শুরু হতে যাওয়া অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে জনগনের মধ্যে।

সব শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহন করতে পারবে। বিচারক হিসেবে থাকবেন ১৮ দলের নেতৃবৃন্দ। বিএনপিতে বিচারক হওয়ার মত লোক না থাকায় এই ব্যাবস্থা।



বিএনপি'র বর্তমান অবস্থা-



শীর্ষ নেতা ও দলের মুখপাত্রদের একের পর এক গ্রেফতারের ফলে নেতাশুন্য হয়ে পড়ছে বিএনপির দলীয় কার্যালয়গুলো। একারণে আনুষ্ঠানিক কর্মসুচি ও প্রতিক্রিয়া জানাতে এবং বাস্তবায়নের প্রয়োজনে নেতাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে, এতদিন পর্যন্ত দলীয় সংবাদ সম্মেলন করে আসছিলেন, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। দু’জনই কারাবন্দী বলে দায়িত্ব আসে দলের আরেক যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদের কাঁধে। সোমবার রাতে তাকেও গ্রেফতার করা হয়। এরপর এ দায়িত্ব দেয়া হয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে।

সরকারের কঠোর অবস্থানের ফলে, পুরনো অভিযোগ ছাড়াও বিরোধী দলের অনেক নেতাই নতুন করে মামলায় পড়ছেন। বিএনপির ১৮ জনের স্থায়ী কমিটির চারজনই কারাবন্দী। এর মধ্যে মারা গেছেন একজন, তিনজন চিকিৎসাধীন আর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দু্ইজন।

৩২ উপদেষ্টার মধ্যে সবচেয়ে সক্রিয় সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কারাবন্দী। একজন মারা গেছেন, দুইজন অসুস্থ্ এবং ১২ জনই নিষ্ক্রিয়। ১৬ জন ভাইস-চেয়ারম্যানের মধ্যে আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা ও আবদুস সালাম পিন্টু কারাগারে। তিন জন অসুস্থ্। সাত জন যুগ্মমহাসচিবের মধ্যে পাঁচজনই কারাগারে। এরা হলেন– আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী। বাকি দুজনও কয়েকটি মামলার আসামী।

এছাড়া, বিরোধী দলের উপনেতা জয়নুল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানিসহ রাজপথের অনেক লড়াকু সৈনিকও এখন কারাগারে। ছয় জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে গুম হয়েছেন একজন। দুই জন প্রায় নিষ্ক্রিয়।

এ অবস্থায় দলের সমন্বয়ক বা মুখপাত্র ঠিক করতে ইতিমধ্যে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।



বিএনপি তাদের নেতৃত্ব সংকট কাটিয়ে আবার মাঠে ফিরুক, এই শুভকামনা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.