![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আমরা সবাই দেখেছি যে শাহবাগ আন্দোলনের প্রথম দিক ছাড়া বাকিটা সময় এবং হেফাজতের আন্দোলন রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে। তারপরও আমরা জনতার জাগরণ বলে গলা ফাটাচ্ছি। আসলে সবাই জানে কি হচ্ছে, তারপরও বলা যাবেনা। বলা যাবেনা এগুলো আদর্শকে ব্যবহার করে রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির আন্দোলন।
শতকোটি টাকা ঘুষ গ্রহণ করেও মন্ত্রীসাহেব হাসিমুখে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। তিনি নির্দ্বিধায় ঘোষণা করলেন যে, তিনি একজন সৎ লোক। আমরা মেনে নিলাম।
বলে দিলাম যে যেহেতু মন্ত্রী সাহেব বলেছেন, তিনি সৎ লোক, সুতরাং তিনি সৎ লোক।
এ দেশে যাই ঘটুক, আমরা কিছুই বলতে পারবোনা। বলতে গেলেই আগে একটা ট্যাগ লাগিয়ে নিতে হবে,
"এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে এর কোন মিল নেই, কেউ যদি মিল খুঁজে পান তাহলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ঘটনা মাত্র।"
কি অদ্ভুত, কি বিচিত্র মত প্রকাশের স্বাধীনতা। এখানে মত প্রকাশ বড় নয়, কার বিরুদ্ধে বলছি, সেটাই বড় বিষয়।
ওরা বাস্তবে ঘটনা ঘটাতে পারবে, আর এগুলো বলতে গেলেই আমাদের বলতে হবে এগুলো কাল্পনিক।
বাস্তব কে বাস্তব বলতে হবে, কাল্পনিক তত্ত্ব থেকে বেরিয়ে আসার সময় এখনই।
©somewhere in net ltd.