![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
হেফাজতে ইসলাম তাদের তেরো দফা দাবী পেশ করেছে। এই দাবিগুলোর প্রথম দাবিটি হল,
"সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা।"
হেফাজতে ইসলাম এটা বলেনি যে, কোরআন কে সংবিধান হিসেবে মানতে হবে। কোরআন যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, তাই তাদের উচিত ছিল, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করা, কোরআন কে সংবিধান করার জন্য আন্দোলন করা।
কিন্তু তারা তা না করে, মানুষের তৈরি একটি সংবিধানে আল্লাহর নাম সংযুক্ত করার জন্য আন্দোলন করছে। এটা কি তাদের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী নয়। নাকি এটা তাদের দুর্বলতা?
পৃথিবীর অনেক দেশেই কোরআনকে সংবিধান হিসেবে মানা হয়। যেমন, সৌদি আরব। আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠের অহংকার করছেন, তাহলে আপনারা এই দাবী না করে একটি দুর্বল দাবী করেছেন কেন?
এই সংবিধানে আল্লাহর নাম সংযুক্ত করলেও এই সংবিধানের কোন পরিবর্তন হবে না। তার চেয়ে আপনারা বলুন যে আপনারা
কোরআন কে সংবিধান হিসেবে চান।
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
ইমতিয়াজ ইমন বলেছেন: The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunnah.
http://www.saudiembassy.net
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
ইমতিয়াজ ইমন বলেছেন: তাদের টার্গেট আসলে পুরাই ফাস হয়ে গেছে। মাহমুদুর রহমানের জন্য যখন আন্দোলন করা শুরু করলো তখন সেটা আরও প্রকাশ্য হল। হেফাজত মানুষের আইন মেনে নিচ্ছে, এটা কি ইসলামের জন্য অবমাননা কর নয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪
নায়করাজ বলেছেন: হেফাজতে ইসলামের মূল টার্গেট হল যুদ্ধাপরাধীদের বাচানো। সে জন্য দেশে অরাজকতা তৈরি করা। সুতরাং তারা উল্টাপাল্টা দাবী করবেই।
সৌদি হল রাজতান্ত্রিক দেশ, ইসলামিক শাসন ব্যবস্থা খেলাফত সৌদিতে নেই। তবে তাদের আইনের উৎস কোরান ও সুন্নাহ।
http://en.wikipedia.org/wiki/Saudi_Arabia
Click This Link