নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

বিশেষ দ্রষ্টব্য: আমরা কিন্তু সভ্য!!!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৫

দেহ যখন পণ্য হিসেবে গণ্য হলো,

তখন আমরা বললাম সভ্য হতে হলে এরকম একটু আধটু করতে হয়।

নেশা আর সীসা আক্রান্ত সমাজ যখন খুক খুক করে কাশে,

তখন আমরা বললাম, এইতো আমরা সভ্য হচ্ছি।

আমাদের শিশুরাও এখন ১৮+ বিষয়ে জ্ঞান অর্জণ করছে,

উহু, কিছুই বলা যাবেনা আমরা সভ্য হচ্ছি।

শিল্প এখন কীট আর আবর্জণাভূকের দখলে,

সাবধান, কিছু বলোনা, আমরা যে সভ্য হচ্ছি।

বুদ্ধিজীবীরা আজ বুদ্ধির মলমূত্র ত্যাগ করে টিভি টকশোতে,

চুপ রও, আমরা সভ্য হচ্ছি।

আধুনিকতা রূপ নিচ্ছে নগ্নতায়,

আরে ভাই, আমরাতো সভ্য হচ্ছি।

চোরেরাই আজ আমাদের নেতা,

চুরি করাও যে সভ্যতার অংশ।

স্বাধীনতা, মুক্তবুদ্ধি, দেশপ্রেম, ধর্মরক্ষা, আরো কতো গালভরা বুলি।

আমরা কিন্তু সভ্য হচ্ছি।

আর কতোকাল এভাবেই সভ্য হবো বলো?

যেখানে আমাদের স্মৃতি বহন করে চলে আদিম অসভ্যতা।

বাদ দেয়া যায়না এই নগ্ন সভ্যতার গা ভরা আবরণ,

অসভ্যতা ফিরে যেতে ইচ্ছে করে আবার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪০

নূর আদনান বলেছেন: আমরা কিন্তু সভ্য!!! সভ্য হইতাসি তো, তার কতো প্রমান পাওয়া যাচ্ছে....!!??

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

ইমতিয়াজ ইমন বলেছেন: মনে হয় একটু বেশী সভ্য হয়ে গেছি। আর এই বেশীটাই আমাদের সমস্যা।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

ইমতিয়াজ ইমন বলেছেন: একটু বেশী সভ্য, যেমন মিতা হক।

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

মেডিকো মাকড়সা বলেছেন: সভ্য অসভ্যের দোটানার যাতাকলে হচ্ছি পিস্ট, আর বলছি এইতো, আমরা যে হচ্ছি "সভ্য"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.