![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
[অনুষ্ঠাণ শুরুর পূর্বে:
হিমু: আপনি আমার সাক্ষাতকার নিবেন, কোন মেয়ে সঞ্চালক নেই।
সঞ্চালক: এই পোগ্রামটা আমিই করি।
হিমু: আপনাকে এখানে মানাচ্ছেনা। আপনাকে পান খাওয়া ঘুষখোর পুলিশ অফিসার হিসেবে বেশী মানাতো।
সঞ্চালক: স্যার আমাদের প্রোগ্রাম এখন শুরু করতে হবে।
হিমু: আগে টাকার ব্যাপারটা ক্লিয়ার করেন। কত দিবেন?
সঞ্চালক: সবাইকেই ৫০০০ দেই। স্যার এবার প্রোগ্রাম শুরু করবো।
হিমু: হ্যা, শুরু করুন।]
কয়েকটা গৎবাধা কথা বলার পর প্রশ্ন শুরু হলো।
প্রশ্ন: সবচেয়ে আলোচিত বিষয়, ঐশীর ব্যাপারে আপনার মন্তব্য কি?
হিমু: দেখুন, ঐশী তার বাবা মাকে হত্যা করেছে। আর আপনারা ফেসবুক, ব্লগ, মিডিয়াতে তাকে ধর্ষণ করেছেন, কারণ সে মেয়ে। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা।
প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার দিবে কি দিবেনা, এই ব্যাপারে আপনার মন্তব্য কি?
হিমু: দেখুন রাজতন্ত্রের নিয়মে একটা রাজ পরিবার থাকে, কিন্তু আমাদের দুইটা, এটাই সমস্যা।ভবিষ্যৎ উত্তরাধিকারীদের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে দুই পরিবার এক হলেই এই সমস্যার সমাধাণ সম্ভব।
প্রশ্ন: ঈদে অনেকগুলো ছিনেমা মুক্তি পেয়েছে। নিঃস্বার্থ ভালোবাসা দেখেছেন?
হিমু: শিল্প আর ব্যাবসা এক না। তারপরেও স্বার্থপরতার এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা ব্যাপারটা খারাপ না। এখনো দেখি নাই। পাইরেটেড ডিভিডি পেলে বাদলের সাথে বসে দেখবো।
প্রশ্ন: সীমান্তে হত্যা নিয়ে আপনার মতামত কি?
হিমু: পুরু কি বলেছিলেন মনে আছে। রাজার মতো আচরণ চাই। আমাদের মেরুদন্ড ভাঙ্গা নেতারা মাথা তোলবে কি করে বলুন। এই হত্যা ঘৃণ্য কাজ। ঘৃণ্য ভাবেই এর জবাব দেয়া উচিত।
প্রশ্ন: রাজনীতিতে জয়, তারেকের আগমনকে আপনি কি ভাবে দেখছেন?
হিমু: জন্ম টিক জায়গায় না হলে একজন বিসিএসে কোটা বাতিলের দাবীতে আন্দোলণ করতো আর একজন রাস্তার পাশে ফলের দোকান দিতো। কিন্তু জন্মই তাদের আজন্ম পূণ্য।
প্রশ্ন: হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর অনেকেই তার মতো করে লেখার চেষ্টা করছেন। আপনি কি এটাকে ঠিক মনে করেন?
হিমু: বানরের কাজ কি? কপি করা। তবে এই বানরগুলো হুমায়ুন আহমেদ নিজেই তৈরী করেছেন।
এরই মাঝে একজন দর্শক ফোন করলেন।
সঞ্চালক: হ্যা দর্শক ,কথা বলুন।
দর্শক: হিমু, কেমন আছো?
হিমু: ভালো, তুমি কেমন আছো রূপা?
রূপা: তোমার সাথে কতোদিন কথা হলো বলতো?
হিমু: হিসেব করে বলতে হবে, ঘন্টা, মিনিট, সেকেন্ডও কি বলতে হবে?
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
মামুinসামু বলেছেন: ক্যারি অন
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
অমিতানন্দ বলেছেন: বানরের কাজ কি? কপি করা। তবে এই বানরগুলো হুমায়ুন আহমেদ নিজেই তৈরী করেছেন।
চরম ১টা কথা
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
ইমতিয়াজ ইমন বলেছেন: পরবর্তীতে বড় করে লিখবো, শিস্তালি ভাই।
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ, মামুinসামু।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
ইমতিয়াজ ইমন বলেছেন: আমি নিজেও কপি করার চেষ্ট করি অমিত দা।
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: রাজপরিবার সংকট সমাধানে দারুন এটা ফরমুলা। কিন্তু সমস্য হলো এ প্রজন্মের তো সব ইয়ে হয়ে গেছে আর এ দুই প্রধানের প্রডাক্সনেরও কোন সম্ভবনা নাই। তাহলে উপায় কি? তৃতীয় প্রজন্মের তো বহু দেরী।
৮| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১
এস. এম. মাসুদ রহমান বলেছেন: valo laglo.... r kisu hok na hok, himu k diye uchit kotha bolano gese!
৯| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
ইমতিয়াজ ইমন বলেছেন: তৃতীয় প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।
১০| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই
১১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
নিকোলাস বিপ্স বলেছেন: ভালো হয় নাই।
১২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
ইমতিয়াজ ইমন বলেছেন: পরের লেখাটি ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ।
১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
আমিনুর রহমান বলেছেন:
চরম +++
১৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
আপনি যখন কারো কমেন্টস এর রিপ্লাই দিবেন তখন যার কমেন্টসের রিপ্লাই দিবেন তার কমেন্টস ঘরের উপরে ডান পাশে চারটা বাটন পাবেন তার সর্বডানেরটায় ক্লিক করে কমেন্টস রিপ্লাই দিন তাতে সকলের বুঝতে সুবিধা হবে। নিচে আমি একটা স্ক্রীন শর্ট দিলাম।
১৫| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। দুঃখজনক কথা হলো যে ল্যাপটপে একটু প্রবলেম হওয়ায় উত্তরগুলো মোবাইলে দিচ্ছি। এ জন্য এ ধরণের সমস্যা।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
অসাধারন
১৭| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
১৮| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
শ্রাবণধারা বলেছেন: অতি চমৎকার.............।
১৯| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৭
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
তারেক হিমু বলেছেন: হিমুর মুখ দিয়ে একদম উচিৎ কথাগুলোই বলিয়েছেন। খুব মজা পেলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬
শিস্তালি বলেছেন: কিন্তু জন্মই তাদের আজন্ম পূণ্য। হাহাহা!!! লেখাটা হুট করে শেষ হয়ে গেল