![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
সেদিন কেউ ভাবে নাই,
এই দেশের জনগণের আবেগ বিক্রি
কইরা অতীতেও খাইছে শাসকেরা।
বাচ্চা পোলা শ্লোগান দেয় ফাঁসি চাই,
কতদিন হইয়া গেলো,
লাল পাঞ্জাবী বদলাইয়া নীল হইয়া গেছে,
ফাঁসী হইছে? না হয়নাই, হবেওনা।
সবাই পরিবর্তনের সপ্ন দেখে জেগে উঠে,
তারপর ভুলে যায়, কেন জেগে উঠেছিল।
ক্ষমতার স্বাদ, টেনে নেয় প্রভুর পায়ের কাছে,
মোমবাতি আর মশাল জ্বলে,
আস্তিক আর নাস্তিক হয় মানুষ,
শুধু ফাঁসী হয়না, হবেওনা।
ধর্মেরে গালি দিয়া নিজেরে চিনাও,
এইডা তো হগলেই পারে,
ধর্মের ঘাড়ে চেপে সবাই আখের গুছাও।
কতজন বিক্রি হইছে?
কতজন এখন পানে বত্রিশ পুরে মুখে দেয়?
কতজন আবেগ বিক্রি করে নেতা হইতে চায়?
কার ভাগে কতটুকু পরছে?
কার ছবি বেশী আসছে পত্রিকা, টেলিভিশনে?
রিকশাওয়ালা শ্লোগান দেয় ফাঁসী চাই,
স্কুল ছাত্র শ্লোগান দেয় ফাঁসী চাই,
প্রেমিক শ্লোগান দেয় ফাঁসী চাই,
বৃদ্ধ, যুবক সবাই শ্লোগান দেয় ফাঁসী চাই।
আর কিছু পা চাটা শুনে, নেতা চাই,
যতদিন রাজাকার বেঁচে থাকবে,
ততদিন শ্লোগান হবে,
ততদিন সে নেতা থাকবে।
শালা পা চাটার দল।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
২য় জীবনানন্দ বলেছেন: এত রাগ কেন রে ভাই