| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমতিয়াজ ইমন
কবিতায় শুরু কবিতা শেষ
ধর্মব্যাবসায়ীরা ধর্মের ঢুগঢুগি বাজায়,
ধর্মের আফিমে ডুবিয়ে দেয় রঙিণ জগতে।
নেশার ঘোরে ছেলেটি ভুলে যায় সে একজন মানুষ,
তার একটি পৃথিবী আছে।
একদিন ছেলেটি জঙ্গীবাদী হয়ে যায়।
বাবার চোখের ছানি,
মায়ের অশ্রু,
বিবাহযোগ্য বোনের দীর্ঘশ্বাস,
কোন কিছুই তাকে থামাতে পারেনা।
শুধু একদিন সে জঙ্গী হয়ে যায়।
একদিন লাশ হয়ে ঘরে ফিরে সে।
বাবার ছানি পড়া চোখ অশ্রু বিসর্জণ করতে করতে ক্লান্ত হয়,
মায়ের পুরাতন শাড়ী আরো পুরাতন হয়,
বোনটি চলে যায় অন্ধকার পথে।
ধর্মের ঢুগঢুগি তখনো বেজে চলে,
আফিমের ব্যাবসা চলতে থাকে।
শুধু সেই কবির মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়,
যিনি বলেছিলেন,
'আফিম সে তো ভালো,
ধর্ম সে তো হেমলক ব্যাবসা।'
©somewhere in net ltd.