![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
এ সমাজ বড় অদ্ভূত। এখানে খুব সুন্দর অভিনয় চলে। অভিনেতা- অভিনেত্রীর বড় নিখুত অভিনয় করেন।
নারী দিবস নিয়ে অনেক আলোচনা, সেমিনার হল। রবীন্দ্র, নজরুলের কবিতা কিংবা গানের লাইন বক্তব্যের ফাক ফোকরে ঢুকিয়ে অনেকে নারীবাদী সাজিলেন। বউ পিটানো লোকটিও আজ নারী দিবসের মিছিলে নামলো।
অনেক জায়গায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠাণের মাধ্যমে বললেন নারীর মাহাত্ম্য। কিছুদিন আগে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা লোকটি নাকের জল আর চোখের জল এক করে মা যে একজন নারী এবং তাঁকে সম্মাণ করতে হবে সে কথা বললো।
যাই হোক, এইসব অযথা প্যাঁচাল লিখে লাভ নেই। যা বলার জন্য এই লেখা, বাংলাদেশে এক জবরদস্ত পরিসংখ্যাণ করে দেখা গেল, এ দেশে নারী পতিতার সংখ্যা এক লক্ষের মত। ঠিক অপরদিকে আর একটা হিসেবে দেখা যায় যে, এ দেশ মোট এনজিওর (NGO) এর সংখ্যা এক লক্ষেরও বেশী। প্রতিটা এনজিও যদি একজন করে নারী পতিতার দায়িত্ব নেয় তাহলে এদেশে পতিতাবৃত্তির মত পেশা থাকে না। কিন্তু এটা করলে কি হবে? পতিতা না থাকলে কাকে নিয়ে আলোচনা করবেন? কাকে নিয়ে নারীবাদ, মানবতাবাদ দেখাবেন?
ভিক্ষুকের শরীরে ঘায়ের মত এক জিইয়ে রাখতে হবে। চুলকাতেও আরাম আবার এটা দেখিয়ে ভালো ভিক্ষাও পাওয়া যায়।
এ দেশের মূল সমস্যা কোথায়? এ দেশের মূল সমস্যা হল ফালতু কাজ দিয়ে মূল উদ্দেশ্য ঢেকে ফেলা। এ থেকে যতদিন না বের হবে, ততোদিন কিছুই হবে না। রঙিণ ফেস্টুন আর রঙ চঙে আলোয় আর কত ঢাকবে?
১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৫
নিরীহ বালক বলেছেন: ভিক্ষুকের শরীরে ঘায়ের মত একে জিইয়ে রাখতে হবে। চুলকাতেও আরাম আবার এটা দেখিয়ে ভালো ভিক্ষাও পাওয়া যায়।
ভাল বলেছেন
১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮
ইমতিয়াজ ইমন বলেছেন: মানিক বন্দ্যোপাধ্যায়ের 'প্রাগৈতিহাসিক' থেকে এই লাইনটি ধার করা। ধন্যবাদ।
৩| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জোস বলছেন
১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪০
দালাল০০৭০০৭ বলেছেন: ভিক্ষুকের শরীরে ঘায়ের মত একে জিইয়ে রাখতে হবে। চুলকাতেও আরাম আবার এটা দেখিয়ে ভালো ভিক্ষাও পাওয়া যায়। খুব সুন্দর করে বলেছেন।
১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
সীমানা ছাড়িয়ে বলেছেন: কিছু গুনী (!) লোকজন আবার বলে যে পতিতা আছে বলেই দেশের যুব সমাজ এখনো খুব বখে যায় নাই। কি অসুস্থ মানসিকতা!
১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
ইমতিয়াজ ইমন বলেছেন: আসলে ঐ গুণী ব্যাক্তিরাই বখে গেছেন।
৬| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯
খাটাস বলেছেন: মর্মভেদী বাস্তবতার কথ্য তে ভাল লাগা ও সমর্থন জানান ছাড়া আপাতত কোন উপায় নেই।