নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম এবং অন্যান্য

১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১১

সকালবেলা ঘুম থেকে উঠেই প্রাণ খুলে হাসলাম, আমার এক বিএনপি পন্থী বন্ধুর তীব্র আশাবাদের কথা শুনে। সে বলছে,

-আর কয়েকদিন পর নামিয়ে ফেলবো।

-কি নামাবি?

-আম্লীগ সরকারকে।

-কিভাবে নামাবি?

-ম্যাডাম একটা সিদ্ধান্ত নিশ্চয়ই দেবেন।

-কোন ম্যাডাম?

-ম্যাডাম জিয়া।

-ও, আমি ভেবেছিলাম ম্যাডাম ফুলি।

-কয়েকদিন পর বাপ বাপ করেও মাফ পাবে না।

-হুম। রাজপুত্রের কি খবর?

-রাজপুত্র কে?

-তারেক ভাইয়া। ওনার দন্ড কি সোজা হয়েছে?

-কি দন্ড?

-আরে, মেরুদন্ডের কথা বলছিলাম।



বন্ধুর মেজাজ গরম হওয়া শুরু হয়েছে। আমার এখানে কফি বানিয়ে খাবে, এইজন্য দুটা ইনস্ট্যান্ট কফির প্যাকেট নিয়ে এসেছে। সে এই মুহুর্তে আমাকে কফি খাওয়াবে কিনা, সেটা নিয়ে সংশয়ে পড়ে গেলাম। তাই ভাবলাম তার পালে একটু হাওয়া দেই।

-একটু ধর্য্য ধর। সব কিছুই হবে। টি টুয়েন্টি বিশ্বকাপটা চলে যাক। তাহলেই হবে।

-মানে?

-আরে মানুষ এখন ক্রিকেট খেলা নিয়ে ব্যাস্ত, তাই ম্যাডামের কথা শুনছে না। খেলা শেষ হয়ে যাক তারপর দেখবি জনগণ ম্যাডামের কথায় উঠছে বসছে।

-ফাইজলামি করস।

-না বন্ধু, এইসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামি করা যায়। চিন্তা করছি, সামনে আবার ফুটবল বিশ্বকাপ।



বন্ধু আর সহ্য করল না। সে কফির প্যাকেটগুলো নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। টিভি অন করলাম। গতকালের বাসি টক শো হচ্ছে। অতিথি মিয়ানো মুড়ি হতে বের হওয়া আওয়াজের মত আওয়াজ করছেন। তিনি বোধহয় সময়ের অপেক্ষায় আছেন। সময় আসলেই তার গলা দিয়ে আবার ব্যাঘ্র স্বর বের হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

আরিফ রুবেল বলেছেন: আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়বে তখন বিএনপি ক্ষমতায় আসবে।

সংবিধানের মূলনীতিতে 'গণতন্ত্র' শব্দটা সংযুক্ত আছে। এখন যদি প্রশ্ন ওঠে জনগণ কি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় ?

সংখ্যাগরিষ্ঠের উত্তর আসবে 'না'

যদি প্রশ্ন হয়, জনগণ কি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় ?

সংখ্যাগরিষ্ঠের উত্তর আসবে 'না'

আমরা নির্বাচনটা করি জনগণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কাকে ক্ষমতায় দেখতে চায় ?

সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ব্যপকভাবে অংশগ্রহন করে এদের দুইজনের মধ্যে একজনকে বেছে নেয়। অদ্ভুত ব্যাপার হল এটাও 'গণতন্ত্র'

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

ইমতিয়াজ ইমন বলেছেন: খারাপদের মধ্য থেকে অধিকতর ভালোকে বেছে নেওয়াই হল গণতন্ত্র।

২| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭

সীমাহীন ভালবাসা বলেছেন: এটা ঠিক আন্দোলন হচ্ছে না ক্রিকেট বিশ্ব কাপের জন্য তবে আপনার আওয়ামীলীগ সরকার এখন না নামলে ও পরে নামবে,, দ্রব্য মূল্যের দাম যেমন বারে তেমন আওয়ামীলীগ এর বিনিময় ও তেমন ভালো করেই পাবে তবে বি এন পি স্বাভাবিক ভাবেই ভোটের কথা চিন্তা করে এখন কিছু করবে না,তবে আওয়ামীলীগ তো নির্লজ্জ এবং বেহাইয়া যারা জোর করে ক্ষমতায় থাকতে চায়

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ক্ষমতায় যাওয়ার একমাত্র রাস্তা নির্বাচন। বিএনপিকে সেটাতে বিশ্বাস রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.