নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংক, দেশপ্রেম, প্রেমিক এবং লম্পটেরা

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

ইসলামী ব্যাংকের দেশপ্রেম জাগ্রত হয়েছে। আর তাদের এই জাগ্রত দেশপ্রেম দেখে আমাদের চেতনাধারী সরকার ও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তাই মহান রাজাকারদের অর্থের মূল উৎস ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা গ্রহণ করতে সরকার মহাশয় দ্বিধাবোধ করেননি। করবেনই বা কেন? সব শালাই তো একই চরিত্রের, শুধু খোলসটা আলাদা। এই টাকা দিয়ে আবার দেশপ্রেম দেখানো হবে। লাখো কন্ঠে জাতীয় সংগীত হবে, বিশ্বরেকর্ড হবে দেশদ্রোহীদের টাকায়। যে সংগঠণ একদিকে জঙ্গীদের অর্থায়ণ করে অপরদিকে তারাই আমাদের তথাকথিত দেশপ্রেমিকদের অর্থায়ণ করে। বঙ্গজননী আসলেই তোমার দেশপ্রেমিকেরা বড়ই বিচিত্র। তারা যে কখন প্রেমিক আর কখন লম্পট তা বোঝা বড় মুশকিল।



বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর

সহযোগিতায় আগামী ২৬শে মার্চ মহান বিজয় দিবসে তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কন্ঠে ধ্বনিত হবে আমাদের জাতীয় সংগীত। সেই অনুষ্ঠাণকে সফল করার জন্য তিন কোটি টাকার অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক। আর সেই টাকার চেক গ্রহণ করেছেন আমাদের মাননীয় প্রধাণমন্ত্রী।



গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় জামাত শিবিরের যেসব প্রতিষ্ঠাণকে বর্জণ করার জন্য বলা হয়েছিল, তার মধ্যে ইসলামী ব্যাংক ছিল প্রথম। তখন অনেকেই গাল ফুলিয়ে, সিনা টান টান করে অনেক কথাই বলেছিলেন। কিন্তু তারা যে শুধু কথাতেই সীমাবদ্ধ ,আমরা আমজনতা তা বোঝতে পারিনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

নীলতিমি বলেছেন: চেক নেয়ার মুহূর্তে- খুশিতে আত্মহারা ভঙ্গি- দেখে আমি বিস্মিত হয়েছি! /:) /:)

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

ইমতিয়াজ ইমন বলেছেন: দেশপ্রেমিকের হাত ধরেও তারা হাসেন, দেশদ্রোহীদের হাত ধরেও হাসেন।

২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

মোমেরমানুষ৭১ বলেছেন: সত্য কথা এভাবে বলতে নেই

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৫

ইমতিয়াজ ইমন বলেছেন: ঠিক বলেছেন :-):-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.