![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মন্ত্রীর কাছে দাবি তুলেছেন যে,
‘ছাত্রলীগকর্মীদের চাকরি পেতে রেজাল্ট প্রয়োজন নেই’।
আসুন দেখি ছাত্রলীগকর্মীদের আর কি কি সুবিধা দেয়া যায়।
১. ছাত্রলীগকর্মীদের সন্তানের জনক হওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম হওয়ার প্রয়োজণ নেই।
২. প্রতিটা ছাত্রলীগকর্মীর জন্য একটা গাড়ি একটা বাড়ি প্রকল্প গ্রহণ করা হোক।
৩. যেহেতু এখন ক্রিকেটারদের অনেক দাম। তাই প্রতিটা ছাত্রলীগকর্মীকে অন্তত একটি ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ দেয়া হোক।
৪. প্রতিটা ছাত্রলীগ কর্মীকে বিনা পয়সায় কল করার সুযোগ দেয়া হোক।
৫. ছাত্রলীগ কর্মীদের সন্তান এবং নাতিপুতিদের জন্য চাকরী ক্ষেত্রে আলাদা কোঠা রাখা হোক।
৬. প্রতিটা ছাত্রলীগকর্মীর জন্য সরকারি উদ্যোগে সুন্দরী ও চরিত্রবাণপাত্রীর ব্যাবস্থা করে দেয়া হোক।
৭. অনেক ছাত্রলীগকর্মী ব্লগে লেখালেখি করেন। তারা যাই লিখুন না কেন, সেই পোস্টগুলো স্টিকি করা হোক।
৮. ছাত্রলীগকর্মীদের ফেসবুক স্ট্যাটাসে লাইক প্রদান বাধ্যতামূলক করা হোক।
৯. প্রতিপক্ষ কিংবা নিজ পক্ষের হামলায় শহীদ! ছাত্রলীগকর্মীদের নামে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপণার নামাকরণ করা হোক।
১০. একুশে পদক কিংবা স্বাধীনতা পদকে ভূষিত করা হোক।
এতকিছু বলার কি প্রয়োজণ। পুরো দেশটাকেই উনাদের মধ্যে ভাগ করে দিন। আমরা আমরাই তো।
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯
ইমতিয়াজ ইমন বলেছেন: এগুলো কিন্তু প্রাণের দাবী :-):-)
২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: হা হা হা। চরম!
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৩
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
পদ্মা_েমঘনা বলেছেন: ভাবতেও লজ্জা লাগছে এই লোক ঢাকা ভার্সিটির শিক্ষক! কিভাবে হল?
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
ইমতিয়াজ ইমন বলেছেন: বোধহয় একই প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রভাবে শিক্ষক হয়েছে।
৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২
মেমননীয় বলেছেন: সবার আগে শিক্ষক নামের গাদাটার চাকরি চলে যাওয়া উচিৎ, কিন্তু ও ব্যটাই সবার আগে প্রফেসর হবে!
এদের শিক্ষাই জাতির মেরুদণ্ডহীনতার কারন!
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮
ইমতিয়াজ ইমন বলেছেন: এই চাটুকারগুলোই দলের ভরাডুবির অন্যতম কারণ।
৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬
দড়ি বাবা বলেছেন: সকল ছাত্রলিগ মেম্বারদের জন্য একটি করে স্যানেটারি ল্যট্রিন বরাদ্দ করা হোক যাতে অন্তত রাস্তা-ঘাটটা পরিস্কার থাকে
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
ইমতিয়াজ ইমন বলেছেন: শিক্ষক মহোদয়ের জন্যও একটা বরাদ্দ দেয়া উচিত।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ বলেছেন, বংগবন্ধুর স্বপ্ন পূরণে এগুলো করতেই হবে...