নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

এই সন্তানের পিতা কে? -শার্লক হোমস্

১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

বাংলা সিনেমার সেই চিরায়ত রহস্য 'এই সন্তানের পিতা কে?' এই রহস্য যেনো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকেও হার মানিয়েছে। আর এইসব রহস্য দেখে বড় হওয়া বাঙালীরাও রহস্যপ্রিয় হয়ে উঠেছেন। তাই তারা সবসময় রহস্য তৈরী করতে পছন্দ করেন। জাতির সামনে বারবার প্রশ্ন রাখেন 'এই সন্তানের পিতা কে?'



লাখো কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া নিয়ে ফেসবুক, ব্লগে চলে চরম সমালোচনা। এই সমালোচনার মুখে হাসানুল হক ইনু যখন এই টাকা দিয়ে জাতীয় সংগীত গাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন। অপরদিকে আসাদুজ্জামান নূর বলেন যে ইসলামী ব্যাংকের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি। ঠিক একটু পরেই আবার ইসলামী ব্যাংক থেকে জানানো হয় যে সরকারের কাছে তিন কোটি টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। এই ত্রিমুখী রহস্যের জাল মাসুদ রানা ছাড়া ছিন্ন করা সম্ভব নয়।



একদিকে যখন মালেশিয়ান বিমান নিখোজ হওয়ার ঘটনায় জাতি বিমান রহস্য নিয়ে চিন্তিত, ঠিক তখনই জাতির সামণে আবার এই ত্রিমুখী রহস্য। এই জাতির ভবিষ্যৎ সন্তানেরা শার্লক হোমস্ না হয়ে যাবে কোথায়?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~

সরকারের হয়েছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা!!!!

একদিকে গরমাগরম চেতনার চেতনা
অন্যদিকে নগদা নারায়নের হাতছানি

;)

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬

ইমতিয়াজ ইমন বলেছেন: চেতনা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে।

২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাহলে আমরা কি উপসংহার পেলাম!!-

আমাদের মন্ত্রীরা সুবিধাবাদী!!

তারা সত্য বলে না!

তারা মিত্যা বলে!

তারা টাকা খেয়েও অস্বীকার করে!

শাহাবাগী চেতনা বেপারীরা কই!!!! গলা সাধতে গেছে মুনে হয়!!!! রাজাকারের টেকায় গিনেস রেকর্ড করে চেতনার শান মান বাড়াতে গলদঘর্ম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.