![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
সার্ফ এক্সেলের বিজ্ঞাপনটা দেখেছেন? একটি ছোট্ট ছেলে আর তার বোন শার্টে 'মা' লিখে উপরে ধরে। তারপর তারা তাদের মাকে খুঁজে পায়। ক্রিকেট মাঠে অনেক বাংলাদেশীকেও দেখলাম যারা শরীরে পাকিস্তানের পতাকা একে কিংবা পাকিস্তানের পতাকা উড়িয়ে কাকে যেনো খুঁজে বেড়াচ্ছে। পাকিস্তানে তাদের কে আছে জানি না। তবে তাদের জন্য শুভকামনা, আশা করি তোমরা তোমাদের বাবা কিংবা মাকে খুঁজে পাবে। উপরোক্ত লেখাটি, যেসব বাংলাদেশী ভারতের পতাকা নেড়েছেন, তাদের জন্যও প্রযোজ্য।
ব্যপারটা শুরু হয়েছিল গত এশিয়া কাপে, কতিপয় বাংলাদেশী তরুণ শরীরে পাকিস্তানের পতাকা আঁকা অবস্থায় স্টেডিয়ামে যায়। অনেক বাংলাদেশী আবার বিশাল সাইজের পতাকা উড়িয়ে পাকিস্তানকে সমর্থণ দেয়। কতিপয় তরুণী "ম্যারি মি আফ্রিদী" প্লেকার্ড নেড়ে উচ্ছাস প্রকাশ করে। আগেও পাকিস্তানের সমর্থক ছিলো, কিন্তু এর এত নগ্ন প্রকাশ হবে তা ভাবতে পারিনি।
গত এশিয়া কাপ থেকেই তাই আন্দোলন চলছে যাতে ক্রিকেট মাঠে কোন বাংলাদেশী অন্য দেশের পতাকা নিয়ে যেতে না পারে। এখন প্রতিটা ম্যাচের আন্তর্জাতিক সম্প্রচার হচ্ছে। আর এই মাঠের দর্শকেরা রিপ্রেজেন্ট করছেন মাঠের বাইরের সমর্থকদের। তাই এই বাংলাদেশীদের এই পতাকা উড়ানো কিংবা গালে শরীরে ভিন্ন দেশের পতাকা আঁকা , অন্য দেশের কাছে এই দেশকে ভুল ভাবে তুলে ধরছে।
আপনার নিজের দেশ যেখানে বিশ্বকাপ খেলছে, সেখানে আপনি অন্য দেশের পতাকা উড়িয়ে তাদের কেন সমর্থণ দেবেন? নাকি ঐ পাকিস্তানী পতাকার প্রতি জন্মগতভাবে আকর্ষণ বোধ করেন? এই দেশে অনেক কুলাঙ্গার আছে যাদের বাংলাদেশের চেয়ে পাকিস্তান কিংবা ভারতপ্রীতি বেশী। এই কুলাঙ্গারেরা বারবার অপমানিত করে চলেছে দেশকে।
পতাকা কেন নেয়া যাবেনা, সেটার আইনগত ব্যাখ্যা ফ্যাখ্যা দিয়ে লাভ নেই। সহজকথা এই কুলাঙ্গারেরা যাতে অন্য দেশের পতাকা নিয়ে মাঠে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করুন। আজ আবার ভারত-পাকিস্তান ম্যাচ। আবার হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাই সরকারের প্রতি অনুরোধ, আজকের ম্যাচ থেকেই ক্রিকেট মাঠে যাতে কোন বাংলাদেশী দর্শক অন্য দেশের পতাকা উড়াতে না পারে সেই ব্যাবস্থা নিন।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৩
ইমতিয়াজ ইমন বলেছেন: তার বিরুদ্ধে লিখছি কিনা, একটু দেখে আসতে পারেন।
২| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১২
শাহ আজিজ বলেছেন: পিতাজি ম্যায় ইধার হু
পিতাজি আপ মেরি মাকো বলাৎকার কিয়া থা
ম্যায় ফাকিস্তান জানা চাহতা হু
আম্মিনে আপকো বহুত ইয়াদ করতি হ্যায়
মেরা বহেন আফ্রিদি কো সাথ লটরপটর করনা মাংতে হ্যায়
পিতাজি মাত ভুলো হাম লোগোকো
এগুলো ওদের পোস্টারের ভাষা হওয়া উচিৎ ।।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৩
ইমতিয়াজ ইমন বলেছেন: :-D:-D:-D
৩| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭
ফেরদাউস আল আমিন বলেছেন: এত পাকিস্তান - ভারত ঐ সকল ভাবাবেগ কে আপনার ভাবাবেগ দিয়ে ব্যখ্যা দেয়া বা বিশ্লষন করা ভাল; একই যুক্তি আসে ফুটবলে যখন ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা দালানে দালানে ওড়ানো হয়েছিল। তখন অবশ্য কেউ বলেনি "পিতাজি" ....
আপনি আমি সবাই মিলে দূষিত রাজনীতিকে প্রথমে ঠিক করি এবং সম্মিলিত ভাবে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তখন দেখবেন অনেক কিছুই ঠিক হয়ে গেছে। পাকিস্তান - ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনার সন্মন্ধে কেউ সাপোর্ট দিক বা না দিক কেউ এই সকল ভাবাবেগে জড়াবে না আমার বিশ্বাস।
আসুন প্রথমে দূষিত রাজনীতিকে প্রথমে ঠিক করি ।
২১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০০
ইমতিয়াজ ইমন বলেছেন: অবশ্যই দূষিত রাজনীতিকে ঠিক করতে হবে, সেই সাথে ঠিক করতে হবে দূষিত মানুষদের।
৪| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪
মামুন রশিদ বলেছেন: সহমত ।
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: ফেরদাউস আল আমিন বলেছেন: এত পাকিস্তান - ভারত ঐ সকল ভাবাবেগ কে আপনার ভাবাবেগ দিয়ে ব্যখ্যা দেয়া বা বিশ্লষন করা ভাল;[/sb
ভালো বলেছেন । আমি আমাকে জিজ্ঞেস করব "ওরে তোর দুর্ভাগ্য , কেন ৭১ দেখেছিলি , কেন পাকিদের গালাগাল করা যাবেনা , কেন আত্ম বিস্মৃত জাতিতে রয়ে গেলি , তার চেয়ে তো মরন ছিল ভালো"
কায়মনাবাক্যে বলব আমাকে তুমি রাজাকার শ্রেষ্ঠ করে দাও হে খোদা ----------------------------------------------।।
২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪২
ইমতিয়াজ ইমন বলেছেন: ৪৩ বছর পরেও রাজাকারেরা বহাল তবিয়তে আছে, চীৎকার করে ফাকিস্তানকে সমর্থণ করছে এই দৃশ্যটা অনেক কষ্টদায়ক। আপনার যারা যুদ্ধ দেখেছেন তাঁদের দুঃখটা তো আরও বেশী।
৬| ২১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতি গেটে চেক করা হয়, বোমা, ইট প্রভৃতি।
পতাকাও চেক কতে হবে, পাকি পতাকা পাওয়া গেলে পিটিয়ে পাছার ছাল উঠিয়ে ফেলতে হবে।
২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
ইমতিয়াজ ইমন বলেছেন: সহমত
৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৮
আমিনুর রহমান বলেছেন:
ভালো বলেছেন!
২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১১
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২০
দি সুফি বলেছেন: অন্য দেশের পতাকা বানিয়ে গনহারে বিক্রী করে কেন?? ফুটবল বিশ্বকাপের সময়তো আরো ব্যাপক হারে এটা বেড়ে যায়!
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৩
ইমতিয়াজ ইমন বলেছেন: অন্য দেশের পতাকা উড়ানোর মত কিছু বিকৃত মানসিকতার মানুষ এ দেশে এখনো আছে তাই।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৯
হাসিব০৭ বলেছেন: আগে নিজের দেশের নেতা নেতীদের বলেন দেশপ্রেমটাকে জাগ্রত করতে। নেতারা দেশটারে পুটু মাইরা যাইতাছে সেইটার বিরুদ্ধে আগে লেখালেখি করেন নইলে পরে লেখালেখি করারও কিছু পাইবেন না