![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
দুই দলের দুই প্রার্থী একটি পতিতা পল্লীতে গিয়েছেন নির্বাচনী প্রচারণার জন্য। একজনকে তারা জিজ্ঞেস করলো , 'আপনি নির্বাচিত হলে কি করবেন?'
-'আমি তোমাদের এই পেশা থেকে ভালো পেশায় নিয়ে যাবো।'
তার এই কথা শুনে সবাই খেপে উঠলো, 'কি আমাদের ব্যবসা বন্ধ করে দিবে, না আপনাকে আমরা ভোট দেবনা।'
দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো, 'আপনি কি করবেন?'
-'আমি আমার দলের লোকদের তোমাদের এখানে আসতে বলবো।'
তার এই নির্বাচনী প্রতিশ্রুতিতে সবাই খুশী হল এবং কথা দিলো তাকে ভোট দিবে।
আমরা জনগণরা এখন সেই পতিতাদের মত। আমরা নেতা হিসেবে খুঁজি একজন দালাল যে বেশী খদ্দের পাঠাতে পারবে। এই রাজনীতিবিদ শুয়োরগুলোকে দেখলে ইদানীং বমি আসে। এইগুলো টিভি পর্দা থেকে শুরু করে আমাদের মস্তিষ্ক সবকিছুই দখল করে নিচ্ছে। একদিন জনগণের বলে কিছুই থাকবেনা। জনগণের খাওয়া-দাওয়া, চিন্তা ভাবনা, জন্ম-মৃত্যু সবকিছুই নির্ধারণ হবে এই বিকৃত মস্তিষ্কের লোকদের নির্দেশে।
গতকাল নির্বাচন হল। নির্বাচন না বলে একে দুই শুয়োরের লড়াই বলাই ভালো। দুই বর্বর শুয়োর নির্বাচনের নামে শক্তি প্রদর্শণীতে নামে। আর আমরা হাততালি দেই, তাদের আলোচনা কিংবা সমালোচনা করি। পত্রিকা, টিভিতে চলে বিশ্লেষণ। কয়টা লাশ পড়লো সেই নিয়ে চলে আলোচনা। কিন্তু সেটা কেউ খুঁজে দেখেনা, একটা মৃত্যুতে কতটুকু অশ্রু ঝরে সন্তানহারা মায়ের চোখ থেকে, স্বামীহারা স্ত্রীর চোখ থেকে। এইসব মৃত্যুতে কারো কিছুই হয়না, এইসব মৃত্যু শুধু পরিসংখ্যাণই বাড়িয়ে চলে।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪
ইমতিয়াজ ইমন বলেছেন: ঠিক ধরেছেন।:-)
২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
বনসাই বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নেই।
সবাই করছে শুধু মিঁউ মিঁউ।
আমি তাকিয়ে আছি আপনার দিকে- আপনি আমার দিকে।
দালালেরা চলেছে পতাকা ঊড়িয়ে অথবা চাচ্ছে পতাকা উড়াতে।
আমাদের নিজ নিজ কাজ দায়িত্ব নিয়ে করতে পারলে পরিবর্তন আসবে এবং হবেই। আমরা সেটা না করে খদ্দের নিয়ে টানাটানি করছি। ফলে সেটাও কেউ পাচ্ছি না।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
ইমতিয়াজ ইমন বলেছেন: দোষটা আসলে আমাদেরই। আমরা যেদিন সচেতন হব, সেদিন এরা থাকতে পারবে না। কিন্তু সচেতন হব কবে? সেটাই কেউ জানি না।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
কাকভেজা বলেছেন: আপনি সচেতন হন, আমি সচেতন হই আগমী ২০ বছরের মধ্যে দেশে পরিবর্তন আনা সম্ভব।
৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
মূর্খ রুমেল বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নেই। সবাই করছে শুধু মিঁউ মিঁউ। আমি তাকিয়ে আছি আপনার দিকে- আপনি আমার দিকে।
৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭
আমিনুর রহমান বলেছেন:
হুম ...
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
ঢাকাবাসী বলেছেন: এলোমেলো কথা!