নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো হেফাজত

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

আওয়ামী লীগ, সরকার এবং ছাত্রলীগকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো হেফাজতে ইসলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরই হেফাজতের আমীর লাইক এবং কমেন্ট ব্যাক করার বিষয়ে একটি আবেঘগণ এসএমএস পাঠান। তিনি আওয়ামী লীগের প্রতিটি স্ট্যাটাসে লাইক কমেন্ট করবেন সেই প্রতিশ্রুতি দেন। তিনি অতীতে আওয়ামী লীগকে ব্লক লিস্টে রাখার জন্য দুঃখ প্রকাশ করে এক স্ট্যাটাস দেন।



হেফাজত ইসলামের নাম কিছুদিন পরই হয়তো ইসলামী হেফাজত লীগ হয়ে যাবে। আল্লামা শফী ঘোষণা দিয়েছেন 'আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং সরকার তাঁদের বন্ধু'। অবশ্যই তারা বন্ধু হতে পারেন। কিন্তু এই বন্ধুত্বের উৎস কোথায়? গণজাগরণ মঞ্চের বিপক্ষে অবস্থাণ নিয়েছে সরকার, তাই কি এই বন্ধুত্ব। এক সময় যাদের নাস্তিক বলেছিলেন, এখন তারা বন্ধু হয়ে গেল। মূল সমস্যা তাহলে গণজাগরণ মঞ্চ। আর গণজাগরণ মঞ্চের চাওয়া তো একটাই যুদ্ধাপরাধীদের বিচার।



সরকারের কাছে যুদ্ধাপরাধীরা হলো সোনার ডিম পারা হাঁস। যতদিন যুদ্ধাপরাধী থাকবে, ততোদিন তাদের দেখিয়ে ভোট পাওয়া যাবে। যুদ্ধাপরাধীর বিচারের চেয়ে, বিচারের প্রতিশ্রুতিতে যে অনেক ভোট পাওয়া যায়। তাই কেউ যদি এই সোনার ডিম পারা হাঁসকে হত্যা করে ফেলতে চায়, তাহলে আওয়ামীলীগ তো এর বিরোধীতা করবেই। এ দেশে নেতারা যে দেশপ্রেমের চেয়ে রাজনীতিটাই বেশী ভালো বুঝেন।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-২

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

পথ হারা নাবিক বলেছেন: সন্দেহজনক!!

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮

ইমতিয়াজ ইমন বলেছেন: কে কখন কার পিছনে চলে আসে তা বোঝা দায়

২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

মোমেরমানুষ৭১ বলেছেন: আওয়ামী লীগকে কিাভবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো হেফাজত......?

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

ইমতিয়াজ ইমন বলেছেন: হেফাজতের আমীর ঘোষণা দিয়েছেন যে, আওয়ামীল ও ছাত্রলীগ নাকি তাদের বন্ধু

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

এম আশিক বলেছেন: হেফাজত নিয়ে একটু চুলকানী হয়েছে তাই ব্লগে চুলকিয়ে নেয়া হচ্ছে :-)

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪২

ইমতিয়াজ ইমন বলেছেন: উনারা পুরো জাতিকে যেভাবে চুলকাচ্ছেন, সেটা নাই বললাম।

৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

অগ্নি সারথি বলেছেন: খিক।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

ইমতিয়াজ ইমন বলেছেন: :-):-)

৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

আব্দল্লাহ আল মুন্নাফ বলেছেন: সোনার ডিম ! লুল

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

ইমতিয়াজ ইমন বলেছেন: :-)

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: বাংলাদেশের নাম পালটে কবে বাংলাদেশ লীগ হয়ে যায়, সেই টেনশনে আছি :(

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

ইমতিয়াজ ইমন বলেছেন: দেশ মনে হয় সেদিকেই আগাচ্ছে।

৭| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

রোহান খান বলেছেন: kothin akta bapar ghote giyese vai..daran misty loiya asi

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

ইমতিয়াজ ইমন বলেছেন: এখন মিষ্টি খাওয়ার মত আরো অনেক কাজই করবেন উনারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.