নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ভূয়া চিকিৎসক সমাচার এবং আপনার দায়িত্ব

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২

আমার পরিচিত একজনের মেয়ের বিয়ে। উনি আমাদের বাসায় ইনভাইটেশন কার্ড দিয়ে গেলেন। কার্ড খুলে দেখলাম উনার নামের পাশে ডাক্তার লাগানো। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম যে ঐ আঙ্কেল আবার ডাক্তার হলেন কখন? আব্বুর কাছ থেকে জানতে পারলাম যে ঐ আঙ্কেল নাকি গলির মুখে একটা ছোট্ট ফার্মেসী দিয়েছেন। ফার্মেসী দেয়ার সুবাধে উনি এখন ডাক্তার লাগাচ্ছেন।



এ দেশের অনেক মানুষই বাল্যকালে 'বড় হইয়া ডাক্তার হমু' টাইপ কথা এইম ইন লাইফ রচনায় লিখে থাকেন। অনেকেই জীবনের লক্ষ্য পূরণ করতে না পারলেও, মনের অজান্তে ডাক্তার শব্দটা নামের পূর্বে বসিয়ে দেন। এই যেমন গতকাল রাজধানীতে একটি ভুয়া হাসপাতালের সন্ধান পেয়েছে র্যাব; যেখানে এসএসসি পাস মালিক অ্যানেস্থেশিয়লজিস্ট

হিসেবে কাজ করতেন, আর অস্ত্রোপচার করতেন পঞ্চম শ্রেণি পাস একজন।

এ রকম হাজার হাজার ডাক্তার ছড়িয়ে ছিটিয়ে আছেন সমগ্র দেশ জুড়ে। এ নিয়ে জনগণ কিংবা প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। বরং হাঁতুড়ে ডাক্তারেরা পাশ করা ডাক্তারের রোজগারে ভাগ বসাচ্ছে, এই ভেবে তার বিমলানন্দ ভোগ করেন।



এক দিয়ে জনগণের কাছে হাঁতুড়েরাই বেশী পছন্দের। হাঁতুড়ে ডাক্তার টেস্ট ফেস্ট দিচ্ছেনা, যাওয়ার সাথে সাথেই চিকিৎসা। জনসাধারণের বদ্ধমূল ধারণা ডাক্তাররা টেস্ট দিচ্ছে টাকা মারার জন্য। কিন্তু অন্যান্য দেশে যেখানে রোগ নির্ণয়ের জন্য সম্পূর্ণ টেস্ট করাতে হয়, সেখানে এ দেশের ডাক্তারেরা মোটামুটি হাতের দক্ষতায় সেই রোগ নির্ণয় করে ফেলেন।



যাই হোক হাঁতুড়েদের কথায় আসি। আপনি একটু খেয়াল করলেই আপনার পাড়ায় কিংবা আশে পাশেই এদের দেখতে পাবেন। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার উচিত এইসব হাঁতুড়েদের ধরিয়ে দেয়া। নয়তো এইসব ভূয়া চিকিৎসকের হাতে আপনারই কোন আত্মীয় স্বজন প্রতারিত হতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

ঢাকাবাসী বলেছেন: ঐসব ঘুষখোর মন্ত্রনালয় স্টাফ আর স্বাস্হ্য অধিদপ্তরের ঘুষ কমিশন খেকো অফিসারদের ধরেন।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১

আপেক্ষিক বলেছেন: লেখাটা অনেক সত্য। আমাদের বাসার এক ভাড়াটিয়ার আত্মীয়ার বিয়ে হয়েছে এরকমই এক ভূয়া ডাক্তারের সাথে। মজার ব্যাপার হল যখন আমি খোজ নিলাম মেডিকেলের ব্যাপারে,কিছুই সে বলতে পারেন নাই। যা ই বলেছেন উল্টাপাল্টা। আমি মেডিকেলের ছাত্র হওয়ার সুবাদে ধরে ফেলসিলাম। এই পোস্ট টা শেয়ার দিলাম এফ বি তে।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.