নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - জন্ম যেখানে আজন্ম পাপ

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০১

কোন এক কবি পরের জন্মে আবার বাংলাদেশে জন্মগ্রহণের ইচ্ছা পোষণ করেছিলেন। তিনি যদি বর্তমানে বেঁচে থাকতেন তাহলে এ ধরণের চিন্তা করতেন না। আর যদি করতেন তাহলে তিনি হতেন বর্তমান সময়ের সবচেয়ে সাহসী মানুষ।



আমাদের প্রতিটা দিনই এখানে রোমাঞ্চকর। আমাদের প্রতি দিনকার জীবন যাপন পৃথিবীর সেরা এডভেঞ্চার কাহিনীকেও হার মানায়। আপনি যদি গলির মুখের দোকানে এক হালি ডিম কিনতে যান, তাহলে সেখান থেকে ঘরে ফিরবেন কিনা সেটা আগে বলতে পারবেন না। কিছুক্ষণ পর হয়তো আপনার গুমের খবর টিভির স্ক্রলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে আবার ঘরের ছেলে ঘরে ফিরতে পারেন। কিংবা দুইদিন পর শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গায় আপনার লাশ ভেসে উঠবে। কি রোমাঞ্চকর না ব্যাপারটা? প্রতিটা মুহুর্তই টানটান উত্তেজণাপূর্ণ।



এই লাশ আর গুমের খবর আর কতদিন দেখবো? এদেশে জন্ম নেয়াটাই এখন অপরাধ হয়ে গেছে। অপমৃত্যু দিয়ে সেই অপরাধের প্রায়শ্চিত করতে হয়।



মাননীয় প্রধাণমন্ত্রী আমরা রাজনীতি বুঝিনা। কে আমাদের রাজা হলো ,সেটা নিয়ে মাথা ঘামাই না। সব চিন্তা ঐ এক বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা দিন। অন্তত আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই নিশ্চয়তা দিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাননীয় (অনির্বাচিত) প্রধাণমন্ত্রী আমরা রাজনীতি বুঝিনা। কে আমাদের রাজা হলো ,সেটা নিয়ে মাথা ঘামাই না। সব চিন্তা ঐ এক বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা দিন। অন্তত আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই নিশ্চয়তা দিন।

++++

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: মাননীয় (অনির্বাচিত) প্রধাণমন্ত্রী আমরা রাজনীতি বুঝিনা। কে আমাদের রাজা হলো ,সেটা নিয়ে মাথা ঘামাই না। সব চিন্তা ঐ এক বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা দিন। অন্তত আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই নিশ্চয়তা দিন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: মাননীয় প্রধাণমন্ত্রী আমরা রাজনীতি বুঝিনা। কে আমাদের রাজা হলো ,সেটা নিয়ে মাথা ঘামাই না। সব চিন্তা ঐ এক বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ। অন্তত বেঁচে থাকার নিশ্চয়তা দিন। অন্তত আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই নিশ্চয়তা দিন।

এ দেশের সকল মানুষের এই একটাই চাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.