![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
লাবণ্যের সাথে প্রথম পরিচয়েই তার প্রেমে পড়ে যাই। তার সাথে যখন পরিচয় হয়, তখন মাত্র কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনার চাপ নেই, অফুরন্ত সময়। এমনই এক বিকেলে তার সাথে পরিচয়। পরিচয়টা হয়েছিল অসাধারণভাবে। প্রথম পরিচয়েই আমি অভিভূত হয়ে পরেছিলাম। যতটা সময় ছিলাম, তার প্রতি মুগ্ধতা শুধু বাড়ছিল। সেদিন সারা রাত তাকে নিয়ে ভেবেছি। তারপর অনেক দুপুর , অনেক বিকেল তাকে খুঁজে ফিরেছি। তাকে খুঁজে পাইনি।
একটা উপনাস্যের চরিত্রের প্রেমে পড়েছিলাম। 'শেষের কবিতার' লাবণ্যের প্রেমে। তারপর যার সাথেই পরিচয় হয়েছে, তাকেই লাবণ্যের সাথে তুলনা করতাম। না লাবণ্যের মত চরিত্র বাস্তবে সম্ভব নয়। তাই লাবণ্য শুধু হতাশাই বাড়িয়েছে। এখনও 'শেষের কবিতা' বারবার পড়ি, বারবার লাবণ্যের কাছে যাওয়ার জন্য।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধার অন্যতম কারণ লাবণ্য। লাবণ্যের স্রষ্টার আজ জন্মদিন। তাঁর জন্মদিনে তাই তাঁর প্রতি শ্রদ্ধা। যে জগতে তিনি এখন আছেন , সেখানেও যেনো তিনি কবিগুরু হয়েই থাকেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: শ্রেষ্ঠ উপন্যাস...