নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান

০৯ ই মে, ২০১৪ রাত ১১:২১

কোন এক বিকেলে আমি ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। বিকেলটা অন্যান্য বিকেলের মতই ছিলো। নরম মায়াবী আলো ছড়িয়ে দিচ্ছিল চারদিকে। আমি এই নরম মায়াবী আলোর দিকে তাকিয়ে হঠাৎ অনুভব করলাম ঈশ্বর বলে কিছু নেই। মানুষ ধর্মপ্রাপ্ত হয় , আর আমি ধর্মহীন হলাম। আজন্ম লালিত সব বিশ্বাসে একটা টান অনুভব করলাম। আমি আমার নিজের ভেতর পতনের শব্দ শুনতে পেয়েছিলাম। হুড়মুড় করে ভেঙে পড়ছে সব। এত ক্ষীণ ভিত্তির উপর এত বড় একটি বিশ্বাস কিভাবে দাড়িয়ে ছিলো , তাই ভেবেছিলাম। হঠাৎ নিজেকে মুক্ত মনে হয়েছিল।



আমি ধর্মপ্রাণ ছিলাম কিনা জানিনা , তবে ধর্মের প্রতি একটা ভয় কাজ করতো। খুব ভোরে উঠে নামাজ পড়তে মসজিদে যেতাম। কোনদিন অনেক আগেই মসজিদে পৌছে যেতাম, সেদিন ইমাম সাহেব আমাকে আজান দিতে বলতেন। আমার প্রিয় স্মৃতির একটি হলো, আমি চোখ বন্ধ করে তন্ময় হয়ে আজান দিচ্ছি। একদিন বাবা আমাকে সুন্দর একটি টর্চ কিনে এনে দিলেন, যাতে মসজিদে যেতে সমস্যা না হয়। একটি নতুন দিনের আগমনের জন্য ভোরের আয়োজণটা সবচেয়ে ভালো লাগতো। অন্ধকার সরে দিনের আলো ফুটছে, পাখিরা জেগে উঠছে , অসাধারণ একটি দৃশ্য। আমি তখন স্রষ্টার কথা ভাবতাম , তার অপার সৃষ্টির কথা ভাবতাম।



আমি ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, এটা আমি কাউকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাসের বিপরীত যে অবিশ্বাস , সেটা দ্রুত বাড়তে লাগলো। একসময় অবিশ্বাস শব্দটাই জায়গা দখল করে নিলো। আমি আমার নতুন বিশ্বাসের কথা কাউকে বলতে পারিনি। বললে সবার দৃষ্টি অন্যরকম হয়ে যেতো। মানুষ তার বিশ্বাসের বাইরে গিয়ে কোন কিছু চিন্তা করতে পারেনা। সে সবসময় নিজের বিশ্বাসটাকেই প্রাধাণ্য দিতে চায়। সে মনে করে শুধু তার বিশ্বাসটাই টিক , বাকীদেরটা ভুল। তাদের চোখে অন্যরা অবিশ্বাসী। নিশ্চিন্তে তারা বিশ্বাসের পূর্বে অ বর্ণ বসিয়ে দেয়। (চলবে...)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন:




চলুক ... লিখা টানছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.