![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত RAB সদস্যরা মনে হচ্ছে পার পাবে না। মিডিয়া এবং জনগণের চাপেই হোক কিংবা ন্যয়বিচারের(!!) স্বার্থেই হোক তাদেরকে আইনের মুখোমুখি হতেই হবে। এ ক্ষেত্রে তাদের বাঁচাতে গেলে সরকারের বাঁচার সম্ভাবণা শূন্য । এখন এই RAB সদস্যরা যদি অতীতে যে সকল রাজনৈতিক ক্রসফায়ার করেছেন , সেগুলোর তথ্য ফাঁস করে দেন তাহলে অনেক রাজনীতিবিদও হয়তো ফেঁসে যাবেন।
RAB তৈরী হওয়ার পর থেকেই যারা সরকারে ছিলো , তারা চেষ্টা করেছে RAB কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য। ক্রসফায়ারের নামে বিরোধীপক্ষের অনেককেই খুন করা হয়েছে। রাজনৈতিক নেতারা নিজের আখের গোছানোর জন্য ব্যবহার করেছে RAB কে।
RAB এর উচিত এই সব তথ্য ফাঁস করে দেয়া। কে কবে নির্দেশ দিয়েছেন সেগুলো প্রকাশ করে দেয়া।
RAB যখন তৈরী হয়েছিল, তখন সবাই RAB এর কার্যক্রমে স্বস্থির নিঃশ্বাস ফেলেছিল। সন্ত্রাসীদের যখন ক্রসফায়ার করার খবর পড়ে তখন মানুষ উল্লাস প্রকাশ করতো। কিন্তু RAB এখন আতংকের কারণ হয়ে দাড়িয়েছে।
তাই RAB এর কাছে প্রত্যাশা তারা কোন রাজনৈতিক নেতার ইচ্ছাপূরণের মাধ্যম না হয়ে, আবার তার আগের অবস্থায় ফিরে যাবে। মানুষকে আস্থা ফিরিয়ে দেবে। সন্ত্রাস নির্মূল করে জনজীবনে আবার শান্তি ফিরিয়ে আনবে এই প্রত্যাশা।
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৬
ইমতিয়াজ ইমন বলেছেন: আসল কথা এটাই , জনগণ ভালো না হলে কোন কিছুতেই কাজ হবে না।
২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৫
আহসানের ব্লগ বলেছেন: হুম কিন্তু আজ এই র্যাবই ত্রাসের সৃষ্টি করছে
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৭
ইমতিয়াজ ইমন বলেছেন: :-(:-(
৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:২১
নীল আকাশ ২০১৩ বলেছেন: র্যাবের কর্মকাণ্ড নিয়ে এতদিন মানুষ চুপ ছিল, কারণ তারা যাদের ক্রসফায়ার করত, তাদের মধ্যে সন্ত্রাসী পরিচয়ই মুখ্য ছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে র্যাবের কর্মকাণ্ড সীমাবদ্ধ হয়ে যায় লক্ষীপুর, গাইবান্ধা ও সাতক্ষীরার মত পলিটিক্যালি ক্রিটিক্যাল এলাকাগুলোতে। তবে এখন আর র্যাব ক্রসফায়ার করেনা, করে বন্দুকযুদ্ধ
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:০৮
ইমতিয়াজ ইমন বলেছেন: এই বন্দুকযুদ্ধ ব্যাপারটাই বেশী রহস্যময়।
৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:২২
ঢাকাবাসী বলেছেন: দুনিয়ার কোথাও এরকম একটা বাহিনী নেই!
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:১০
ইমতিয়াজ ইমন বলেছেন: দুনিয়ার অন্য কোথাও যা নেই , তা বাংলাদেশে থাকাটাই স্বাভাবিক।
৫| ১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আইন শৃঙ্খলা দমনে বিশেষ বাহিনী অনেক দেশেই আছে।
আমাদের দেশেও সে নামেই গঠন করা হয়েছিলো, কিন্তু যারা এর শুরু করেছে, তাদেরও উদ্দেশ্য ভালো ছিলো না। যারা ব্যবহার করছে, তাদেরও না।
১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৪২
ইমতিয়াজ ইমন বলেছেন: RAB এখন অনেকটা রাজনৈতিক দলের অঙ্গসংগঠণের মত হয়ে গেছে।
৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৫২
একজন ঘূণপোকা বলেছেন: RAB যদি থলের বিড়ালকে জনসম্মুখে ছেড়ে দেয় তাহলে কি হবে?
--- তার আগেই যারা এটা করতে যাবে, তাদের গুম করে দেয়া হবে।
১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৯
ইমতিয়াজ ইমন বলেছেন: থলে , বিড়াল এবং থলের মালিক সবই গুম হয়ে যাবে।
৭| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৩
ইসপাত কঠিন বলেছেন: একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করছি। র্যাবের শুরুর দিকে বিরোধীপক্ষের লোকজনের চেয়ে অনেকগুন বেশী পরিমানে সরকারপক্ষের লোকজন মারা পড়েছে।
১৪ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬
ইমতিয়াজ ইমন বলেছেন: প্রথম ভালোই ছিলো। কিন্তু পরবর্তীতে রাজনীতিবিদেরা দেখলেন, বিরোধীপক্ষকে দমনের জন্য RAB সবচেয়ে উত্তম।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩
নতুন বলেছেন: মিথ্যা কখনোই ভাল কিছু আনতে পারেনা....
RAB বানানো হয়েছিলো সন্ত্রাস দমনে...কিন্তু মিথ্যার চাদর দিয়ে ঢাকা ছিলো তাদের কাজ...
দানব এক সময় কিন্তু টের পায় তার ক্ষমতা...এবং এক সময় মালিকের কথার বাইরেও কাজ করতে শুরু করে.... যে এখন RAB করছে...
তাই সদা সত্য বলিব ছাড়া উপায় নাই....
জনগন যতদিন ভাল না হবে ততদিন RAB কেন TAB>> SAB >> NAB দিয়ে সন্ত্রাস নিমূল করা যাবেনা...