নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

এক আত্মসম্মাণহীন জাতির কথা

২১ শে মে, ২০১৪ দুপুর ২:৩৫

এ দেশের শিশুরাও এখন বুঝে গেছে যে, বাংলাদেশের প্রধাণমন্ত্রী কে হবেন , তা নির্ভর করে ভারতীয় প্রভুদের উপর। তারা যাকে চাইবেন , সেই ক্ষমতায় বসবে। এজন্য ভোট লাগবে না, নির্বাচন

লাগবে না, জনগণ লাগবে না। ভারতীয় প্রভুদের সমর্থণ হলেই চলবে। তাই ভারতের প্রধাণমন্ত্রী এবং সরকারী দলের পদলেহনকে আমাদের নেতা নেত্রীরা পূণ্য কাজ

বলে মনে করেন।



তাই এদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনে যে এদেশের এক তৃতীয়াংশ ভূমি চায়, তার জন্য ফুলের মালা পাঠান। লালাসিক্ত কন্ঠস্বরে অভিনন্দন জানান। নিঃশর্ত ট্রানজিট, বিদ্যুত সবই গিয়েছে। বাকী ছিলো একটু মুক্তিযুদ্ধের গৌরব । এবার সেটাও বোধহয় যাবে।



প্রথম আলোর আর কি দোষ বলেন? ভারতের নির্বাচন ও নির্বাচনের

ফলাফল নিয়ে এদেশে যে রঙ্গ তামাশা হল , তাতে মনেই ছিলনা যে এটা বাংলাদেশ। আজ হোক , কাল হোক মুক্তিযুদ্ধের

ইতিহাসটাও হয়তো ভারতেরই হয়ে যাবে। প্রথম আলো একটু দ্রুত লিখে ফেলেছে এই আর কি।



আমাদের দূর্ভাগ্য যে , আমরা বড় হচ্ছি এমন

একটা সময়ে, যে সময়ে জাতি তার আত্মসম্মাণটুকু হারাচ্ছে। যে সময়ে আমাদের কোন রাষ্ট্র নেই , আমাদের কে শাষণ করবে তা নির্বাচন করার ক্ষমতা আমাদের নেই। রাষ্ট্র মানে এখন কতিপয় ঠিকানাবিহীন বুলেট। রাষ্ট্র মানে এক গর্বিত জাতির নষ্ট হওয়ার উপাখ্যাণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.