![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
সরদারজি গেছেন পতাকা কিনতে। সরদারজি বললেন, 'আমাকে একটা বড় পতাকা দিন তো। আজ তো ক্রিকেট ম্যাচ আছে, পতাকা নিয়ে মাঠে যাব।'
দোকানদার পতাকা দেখালেন। সরদারজিও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পরখ করলেন। অতঃপর বললেন, 'কাপড়টা তো ভালোই, অন্য কোনো রং হবে?'
পতাকা জিনিসটাকে যারা শুধু এক টুকরো কাপড় মনে করেন, তাদের কাছে নিজ দেশের পতাকা এবং অন্য দেশের পতাকার মধ্যে কোন পার্থক্য নেই। তাই তারা সস্তা ফুটবল আবেগের বহিঃপ্রকাশ অন্য দেশের পতাকা উড়িয়ে করতেই পারেন।
এতে যদি কেউ বাধা দেয় , কেউ যদি জাতীয়
পতাকার অবমাননা হচ্ছে ভেবে জাতীয় পতাকা আইনের কথা বলে, তাহলে তাকে অবশ্যই গালি প্রদান করতে হবে।
যশোরের জেলা প্রশাসকের কুশপুত্তলিকা দাহ করতে হবে। এদেশের ফুটবল প্রেমীদের আবেগের বহিঃপ্রকাশে বাধা দান করেছেন। এই রকম গুরুতর অপরাধ গত কয়েক দশকে কেউ করেছে কিনা তাতে সন্দেহ আছে। কিন্তু আফসোসের বিষয়, এ রকম অপরাধীর সংখ্যাটা এদেশে অনেক কম।
আপনি কোন দেশের ফুটবল পছন্দ করেন ,
তাহলে সে দেশের জার্সি পড়ে আপনার আবেগ প্রকাশ করুন। আপনার আবেগ যখন পতাকায় চলে যায় তখনই সমস্যা। কারণ আপনার অতি আবেগের ভিন্ন দেশের পতাকার ভীড়ে এই দেশের লাল সবুজ পতাকাটিকে একটি মাস মাথা নিচু করে থাকতে হয়।
১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৫
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ। আশা করি একদিন পরিবর্তণ আসবে।
২| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:২৫
নিজাম বলেছেন: আপনাকে ধন্যবাদ। যশোরের ডিসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কী লজ্জা!! ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার আকাশ ছেয়ে গেছে ভিনদেশী পতাকায়!! এর নাম কী আবেগ? শত ধিক এই আবেগকে। আমিও ফুটবল ভালবাসি, ফুটবল দেখি, বিশ্বকাপ আমাকেও আন্দোলিত করে হৃদয়ে। মনে মনে অন্য একটি দেশকে সমর্থন করি। কিন্তু অন্য দেশের পতাকা কেন বাংলার আকাশে। এত রীতিমতো আত্মমর্যাদা হানিকর। বিবেকবান মানুষ একটু ভেবে দেখবেন কী? ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে খেলে, সেখানে আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিলের কোন খবর নেই। তাই বলে কী আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকার আকাশে বাংলাদেশে পতাকা ওড়ে? পৃথিবীর কোন দেশে কী বাংলাদেশের পতাকা ওড়ে????
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সকাল ১০:২১
হেডস্যার বলেছেন:
পতাকা বিষয়ক পোষ্টগুলার মধ্যে অত্যন্ত চমৎকার পোষ্ট।
++++++
সমর্থন জানানোর জন্য খালি পতাকাই উড়াইতে হবে কেন সেইটা আমারো প্রশ্ন।
অন্যদেশের পতাকা উড়াইয়া সস্তা আবেগ প্রকাশ করতে যাদের একটু ও খারাপ লাগে না দেশের পতাকার প্রতি তাদের শ্রদ্ধাবোধ সহজেই অনুমেয়। মুখে তারা যাই বলুক না কেন।