নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

হিমু এবং হলুদ পাঞ্জাবী বিষয়ক জটিলতা

১৬ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

হিমু এই মূহুর্তে বিশাল

সাইজের একটা প্যাকেট হাতে নিয়ে বসে আছে। একটু আগে সুন্দরবন কুরিয়ারের এক লোক তার কাছে প্যাকেট পৌছে দিয়ে গেছে এবং বিশ টাকা বখশিশও নিয়ে গেছে। বিশ টাকার জন্য হিমুর আফসোস হচ্ছে। সিন্দাবাদের ভূত কেউ ইচ্ছা করে কাঁধে নেয় না , কিন্তু হিমু নিয়েছে এবং তা নেয়ার জন্য বখশিশও দিয়েছে।



এই ধরণের বিপদজনক ঘটনা ঘটবে তা সে ভাবেনি। প্যাকেটের ভেতরে থাকা ছোট্ট চিঠিটা পড়ার পর এখনো তার হতভম্ব অবস্থা কাটেনি। চিঠিটা হুবুহু নিচে দেয়া হল।



'জনাব হিমু,

আমরা আপনার বিশাল ফ্যান। আপনাকে আদর্শ

মেনে চলি। কিন্তু বিশ্বকাপ মৌসুমে আপনার হলুদ পাঞ্জাবী আমাদের বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। ব্রাজিল সমর্থকেরা আপনাকে তাদের দলভুক্ত বলে চালানোর চেষ্টা করছে এবং এর পক্ষে আপনার হলুদ পাঞ্জাবীকে প্রমাণসরূপ দেখাচ্ছে। তাই

আপনার কাছে অনুরোধ, অন্তত এই বিশ্বকাপ মৌসুমে আপনার পাঞ্জাবীর

কালারটা পরিবর্তণ করুন। আর তা না হলে আমরা যে কোন দিন শহীদ মিনারে আন্দোলনে বসে যাবো, হাতে থাকবে প্ল্যাকার্ড।

তাই আপনার প্রতি অনুরোধ আমাদের আন্দোলন করতে বাধ্য করবেন না।

পুনশ্চঃ আমাদের তরফ থেকে, আপনার জন্য

আকাশি কালারের দুটি পাঞ্জাবী পাঠানো হয়েছে। সাইজ নিয়ে যাতে সমস্যা না হয় , সেজন্য দুই সাইজের দুটি পাঞ্জাবী পাঠানো হয়েছে।'



বিদ্যুৎ এবং জোছনা কোনটাই নেই। ঘুটঘুটে অন্ধকারে হলুদ পাঞ্জাবী কালো রং ধারণ করেছে। হিমুর মনে হলো, এই

অন্ধকারটাই ভালো,

যেখানে সবকিছুই বর্ণহীন হয়ে যায়। যেখানে আকাশি কিংবা হলুদের কোন ঝামেলা নেই।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

মাহদী হাসান শিহাব বলেছেন: ইমতেয়াজ ভাই, আপনার লেখাটি খুব ভাল লেগেছে।
মনে হচ্ছে আসল হিমুকেই পড়লাম।

১৬ ই জুন, ২০১৪ রাত ১২:৫৮

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:০৮

শুঁটকি মাছ বলেছেন: হলুদ কালারের এই এক সমস্যা। মাঝে হলুদ কালারের প্রোফাইল পিকচার দিছিলাম। পরে দেখি আমারে সবাই ব্রাজিলের সাপোর্টার ভাবে।অথচ আমি ফুটবল খেলাই দেখিনা।

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

ইমতিয়াজ ইমন বলেছেন: :-):-)

৩| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

সোহানী বলেছেন: বিস্বকাপ জ্বরে এর থেকে ভালো লিখা মনে হয় পড়িনি...++++++

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার একটা লেখা কেমনে মিস করলাম। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.