নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিলের খেলা এবং তিন সমর্থকের চাওয়া

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:১৯

ব্রাজিলের

খেলা উপলক্ষ্যে হাসিনা,

খালেদা এবং রওশন

এরশাদ তিন জনই

নফল রোজা রেখেছেন। কারণ তারা তিন জনই ব্রাজিলের হার্ডকোর সমর্থক। এবং তারা এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে, এ ছাড়া আর কোন গতি নেই। তারা তিনজন তিনটি জিনিস চেয়েছেন এই নফল রোজার বিনিময়ে। তাদের চাওয়াগুলো অদ্ভূত হলেও , চাওয়াগুলো সময়োপযোগী।

কি চেয়েছেন , এই তিনজন?



শেখ হাসিনার চাওয়া হলো, রেফারী তিনজন যাতে অতীতের মতো এবারও ব্রাজিলের

পক্ষে থাকে। রেফারী থাকলে জয় কে আটকায়। উনি যে কোন পন্থায় ব্রাজিলের জয় চান।



রওশন এরশাদের চাওয়া হলো , ব্রাজিল হারলেও যেনো সম্মাণজনকভাবে হারে। একটু ভালো খেলে হারে।



আর খালেদা জিয়ার

চাওয়া হলো, চিলির

খেলোয়াররা যেনো খারাপ

খেলে , দুই তিনজনের

ইনজুরি হলে মন্দ হয়

না। ব্রাজিল টিম এর অবস্থা দেখে তিনি তাদের উপর ভরসা করতে পারছেন না। তাই তার একমাত্র চাওয়া হলো চিলি দলের খারাপ খেলা।



এই অদ্ভূত ইচ্ছেগুলো পূর্ণ হবে তো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৪০

গাধা গরু বলেছেন: প্রত্যেকের ইচ্ছাই পূরণ হবে।

:D :D :D :D :D

৩ মহিলার ক্ষমতায় টিকে থাকার কৌশলটা খেলার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন ভাই।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৫২

ইমতিয়াজ ইমন বলেছেন: উনাদের মত লোকদের ইচ্ছে কি আর অপূর্ণ থাকে।

২| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৫২

এবি মিনহাজ বলেছেন: আর আমার চাওয়া হল স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের রেফারিং হোক খেলাটিতে। বারবার নির্লজ্জ পক্ষপাত ভালো লাগে না।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:০৩

ইমতিয়াজ ইমন বলেছেন: সেটাই চাওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.