নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন আবার ফিরে আসবেন এই বাংলায়

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

সকালবেলা মক্তবের যে হুজুর ছোট্ট মেয়েটার স্পর্শকাতর স্থানে হাত রেখেছিলেন , যে মধ্যবয়সী লোকটি পাশের বাড়ির স্কুল পড়ুয়া মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকান, কিংবা যে গৃহিনী পরকীয়া প্রেমে মগ্ন তারাও তসলিমা নাসরিনের দেশে ফেরার কথা উঠলে চমকে উঠেন। গেল গেল রব তুলে চারদিকে শোরগোল তৈরী করে ফেলেন। ধর্ম রক্ষার নামে , দেশ রক্ষার নামে তারা ঝাপিয়ে পড়েন।



কেউ যখন স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক নিয়ে লিখেন তাহলে আমাদের মহান অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। আমরা আবার গেল গেল রব তুলি। কিন্তু যখন লিখেন ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক কেমন হওয়া উচিত। আমরা বলি বেশ লিখেছেন , খাসা লিখেছেন। এখন সবকিছু স্যুগার কোটেড কুইনাইন এর মত ধর্ম কোটেড হতে হবে। ধর্ম কোডেড যৌনতাই এখানে গ্রহণযোগ্য।



দেশে ফেরার আশায় কিছুদিন পরপরই তসলিমা নাসরিন ছুটে যান বাংলাদেশী দূতাবাসে। কিন্তু প্রতিবারই তাঁকে হতাশ হয়ে ফিরতে হয়। সরকার বদলায় , তিনি আশাবাদী হন। কিন্তু এদেশের সবাই সেই অন্ধকারের কাছেই এখনো মাথা নত করে রেখেছে।



তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিট বাতিল করেছে ভারত সরকার। এর বদলে তাঁকে দুই মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে দেশটি। ফলে তার ভারতে অবস্থান

করাটা অনিশ্চিত হয়ে পড়েছে। তসলিমা নাসরিনের মতে এই দুই মাসের ভিসাটা দেয়ার মানে হলো যে তুমি এখন তল্পিতল্পা গোটাও।



তসলিমা নাসরিন এখনোও দেশে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার এই বাংলায় ফিরে আসবেন তিনি, এই বাংলার বায়ুতে নিঃশ্বাস নিবেন এই আশা বুকের ভেতর লালন করেন তিনি। একদিন হয়তো এদেশের সরকার আর অন্ধকারের কাছে মাথা নত করবে না , তসলিমা নাসরিনকে আবার ফিরিয়ে আনবে এই বাংলার বুকে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৩

নতুন বলেছেন: মতপ্রকাশের অধিকার তাসলিমা নাসরিনের অবশ্যই আছে... বাংলাদেশে থাকার অধিকার তার জন্মগত...

কিন্তু তার লেখায় তিনি ধম`কে আঘাত করে আলোচিত হবার চেস্টা থাকে যেটা ভাল লাগেনি...

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ইমতিয়াজ ইমন বলেছেন: একটা বিষয় কারো ভাল লাগবে , কারো মন্দ। সেটার সমাধাণ যুক্তি দিয়ে করা উচিত , গায়ের জোরে নয়।

২| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

শয়তান শাহীন বলেছেন: নতুন বলেছেন: মতপ্রকাশের অধিকার তাসলিমা নাসরিনের অবশ্যই আছে... বাংলাদেশে থাকার অধিকার তার জন্মগত...

কিন্তু তার লেখায় তিনি ধম`কে আঘাত করে আলোচিত হবার চেস্টা থাকে যেটা ভাল লাগেনি...

একমত

৩| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

স্বপ্নতরী (রাজু) বলেছেন: তসলিমার একটি উপন্যাস পড়েছিলাম "শোধ"

সংক্ষেপঃ
গল্পের নায়িকা প্রেম করে বিয়ে করেছেন।
তার বান্ধবি যখন অন্তঃসত্বা হয়েছে তখন তার স্বামী তাকে কোলে তুলে নেচেছেন এটা তিনি জানালা দিয়ে দেখেছেন।

তিনি যখন গর্ভবতী হয়েছেন তার স্বামী এটা নিয়ে ততটা আহ্লাদ করেন নি। পারিবারিক চাপে তিনি প্রথম সন্তান গর্ভপাত করান।

পরে তিনি নিচ তলার ভাবির চোট ভাই এর সাথে সেক্স করে সন্তানের মা হয়ে স্বামীর উপর "শোধ" নিয়েছেন।

_______
দৃশ্যপট টা আপনার আশে পাশে ভাবুন।

আপনার সন্তান জারজ। আপনার বোনের সন্তান জারজ। আপনার ভাই এর সন্তান জারজ।

তসলিমার শোধ নেয়া যদি সব নারী শুরু করেন তবে দুনিয়াটা জারজের বাগান হয়ে যাবে।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ইমতিয়াজ ইমন বলেছেন: এক বইয়ের পাঠকরা সবসময় ভয়ংকর হয়। তাই এক বইয়ের পাঠক থেকে সাবধাণ থাকতে বলেছিলেন একজন লেখক।

৪| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

মামুন্‌ বলেছেন: ধর্ম সম্পরকে তার ব্যাক্তিভঙ্গ থাকতেই পারে কিন্তু তিনি আরেকজনের ধর্ম বিশ্বাস কে আহত করতে পারেন্না

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ইমতিয়াজ ইমন বলেছেন: কেউ যখন বলে সৃষ্টিকর্তা আছেন , তখন একজনের নাস্তিকে অনুভূতিতেও কিন্তু আঘাত লাগে।

৫| ০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫

দ্যা লায়ন বলেছেন: ধর্মের কথা আমি বাদ দিলাম,সে প্রকৃতির বিরুদ্ধেও কথা বলে।তাসলিমা এমন কোন মানুষ নয় যে তাকে দেশ থেকে বের করে দিতে হবে।সে দেশের অনেক পঙ্গু পঁচন জিনিসের মতই একটা বস্তু।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ইমতিয়াজ ইমন বলেছেন: সমস্যা হলো এই মানুষগুলোর সংখ্যা খুবই কম। এরকম আরো কিছু পঙ্গু,পঁচনশীল মানুষ যদি এদেশে থাকতো তাহলে বোধহয় দেশটা অন্যরকম হত।

৬| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

অদ্বিত বলেছেন: দুর্দান্ত পোষ্ট।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২২

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৭| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

rakibmbstu বলেছেন: -------------

৮| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:৩৮

সাইফুল ইসলাম নিপু বলেছেন: রাগ মেয়েরে করে বেশ্যা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.