নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

মাঠ গরমের আন্দোলন নাকি মাঠে মারা যাবে আন্দোলন?

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

'গাছে তুলে মই কেড়ে নেয়া' নামে বাংলায় একটি সুন্দর প্রবাদ আছে। এই প্রবাদটা পড়লেই কল্পনায় ভেসে উঠে, একজন মানুষ গাছের মগডাল জড়িয়ে ধরে কো কো করছেন , আর একজন মই কাঁধে করে হেটে চলে যাচ্ছেন। বিএনপির বর্তমান অবস্থা দেখে এই প্রবাদটা আবার মনে হল। এক্ষেত্রে মগডালে বিএনপি বসে আছে , আর জামাত শিবির মই কাঁধে হেলেদুলে হেটে যাচ্ছে। এটাই স্বাভাবিক। অতীতে জামায়েতের আন্দোলনে

বিএনপির কর্মীদের কর্মকাণ্ডই এর জন্য দায়ী।



জামাতহীন বিএনপির অবস্থা কতটা করুণ তা বর্তমানের বিএনপির গলাবাজি থেকেই বুঝা যায়। গত একমাস যাবত তারা শুধু গলাবাজিই করে যাচ্ছেন । তাও আবার আগের সেই পুরোনো ভঙ্গিতেই , যেটা খুবই বিরক্তিকর। বিএনপির এখন নিজের অবস্থাটা বুঝা উচিত। তাদের মধ্যে আর জাতীয় পার্টির মধ্যে শক্তিগত পার্থক্য এইমূহুর্তে নেই বললেই চলে। পার্থক্য একটাই একদলের আমীর মহিলা আর এক দলের পুরুষ।



আওয়ামীলীগের কতিপয় অতি উৎসাহী নেতা অবশ্য পাল্টা গলাবাজি চালিয়ে যাচ্ছেন। এর ফলে শুধু মাইক্রোফোনই গরম হচ্ছে। মাঠ গরমের চেয়ে এখন মিডিয়া গরমই সবার মূল্য লক্ষ্য হয়ে দাড়িয়েছে।



অনেকদিন ধরেই দেশে কোন আন্দোলন নেই। বিএনপি ঈদের পরে আন্দোলনে যাবে এ শুনে দেশের আপামর ছাত্র সমাজ, টিভি চ্যানেল এবং পত্রিকাগুলো আশাবাদী হয়ে উঠেছিল। আন্দোলন মানেই ছাত্রদের জন্য ছুটির দিন , টিভি চ্যানেলের টিআরপি বৃদ্ধি, পত্রিকার কাটতি বেড়ে যাওয়া। কিন্তু বিএনপি সে আশায় ছাই ঢেলে দিল। এরকম অবস্থা চলতে থাকলে আগামীতে হয়তো ছাত্র ছাত্রী , টিভি চ্যানেল আর পত্রিকাগুলো আন্দোলনের দাবীতে আন্দোলন ঢেকে বসবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

লেখোয়াড় বলেছেন:
গত ৭ বছর ধরে শুনে আসছি বি এন পি ঈদের পরে ভীষণ আন্দোলন করবে।
কিন্তু কিছুই করতে পারে নি।

এখন পারবে কিনা জানিনা।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

ইমতিয়াজ ইমন বলেছেন: বিএনপির আন্দোলন এখন জোকস্ হয়ে গেছে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

নীল আকাশ ২০১৪ বলেছেন: বিএনপির আন্দোলনের খবর এখন রাজনীতি পাতায় না দিয়ে বিনোদন পাতায় ছাপানো উচিত।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩

ইমতিয়াজ ইমন বলেছেন: আন্দোলন নাই দেখে ভাবলাম উনারা বোধহয় মীরাক্কেল ৮ এ অংশগ্রহণ করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.