নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

কোন ধর্মটি সত্য?

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:২১

পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কত?

প্রায় সঠিক উত্তরটি হল, ৪২০০ ।

পৃথিবীর মোট ঈশ্বর কত জন?

প্রায় সঠিক উত্তরটি হল এক জন।

এই হিসেব মতে একটি ধর্ম সঠিক, বাকী ৪১৯৯ টি ধর্মই ভুল। এখন প্রশ্ন উঠতে পারে কোন ধর্মটি সঠিক? এই ক্ষেত্রে উত্তর হবে ৪২০০ রকম। আপন আপন ধর্মের ঢাক সবাই বাজাবে। কিন্তু আপনি যদি মূলে আসেন, তাহলে একটি ধর্মকেই সত্য মানতে হবে । কিন্তু সেই আসল ধর্ম আসলে কোনটি সেটা নির্ধারণ করাই সমস্যা।



মুসলমানের ছেলেকে মুসলমানই হতে হবে, হিন্দুর ছেলেকে হিন্দু। ধর্ম যেন অনেকটা পৈত্রিক সম্পত্তির মত , বংশানুক্রমে একের পর অন্য আরেক ভোগ করবে। কখনই কেউ প্রশ্ন তুলতে পারবে না , কিংবা জানতে চাইতে পারবে না যে সে যাকে সৃষ্টিকর্তা মানছে তিনিই কি আসল। সে জানতে চাইতে পারবে না তার পালনকৃত ধর্মটা কতটুকু সত্য। কেউ যদি ভুল করে জেনে ফেলতে চায়, তাহলেই হৈ হৈ করে সবাই তাকে থামাতে ছুটে যায়।



এখন আপনি বলতেই পারেন, যার যার কাছে তার ধর্মটাই সত্য। এটাও একটা উত্তর, কিন্তু সেটা কতটুকু মিথ্যে তা আপনিই বেশী ভালো জানেন। সত্যের কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয় নেই। সত্য এক এবং অদ্বিতীয়। তাই ধর্ম একটাই সত্য। বাকী সবগুলোই মিথ্যে। আর মিথ্যে একটা জিনিসকে আকড়ে ধরে রাখলে সেটা শুধু মানুষকে নিচের দিকেই নিয়ে যায়। তাই এইসব মিথ্যেগুলো অপসারিত হওয়া প্রয়োজন। সত্য ধর্মকে চিহ্নিত করে সেটাকেই লালন করুক সবাই। কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

চাদের আলোয় বলেছেন: এই ভাবনায় পার করছি দিনরাত্রি। কে তিনি.... দূরে বসে মজা দেখছেন?

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

ইমতিয়াজ ইমন বলেছেন: বিরাট চিন্তার বিষয়...

২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩২

জাগরূ৪৯ বলেছেন: জ্ঞানের কথা।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪০

নতুন বলেছেন: এমুন কইরা কেউই ভাইবা দেখে না... তাই ধমে`র নামে মানুষ হত্যাও করতে পারে...বা সমথ`ন করে অনেকেই...

এই জন্যই তো প্রশ্ন যাগে আসলেই কি কেউ আছে?

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪

ইমতিয়াজ ইমন বলেছেন: ধর্মে অন্ধ হয়ে যাওয়াদের সংখ্যাটাই আসলে বেশী।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: কুরানে আল্লাহ তায়ালা বলেছেন, "ইন্নাদ্দিনা ইন্দাল লাহিল ইসলাম"
অর্থাৎ "নিশ্চয়ই ইসলাম আল্লাহ্‌র মনোনীত একমাত্র দীন"

আমরা যেহেতু বিশ্বাস করি, কুরআন সত্য, কুরআন সেই এক ঈশ্বরের বানী, তাই সেই অনুযায়ী ইসলামই একমাত্র সত্য ধর্ম - বাকী সব ভুয়া।

কোন আপত্তি আছে?

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

খাটাস বলেছেন: নিজ ধর্মের বিসুদ্ধতা যাচাই এর বাধা ধর্মের অজ্ঞ রক্ষণশালিরা যারা না বুঝে বাপের সম্পত্তির সাথে ধর্ম ও পেয়েছে। প্রত্যেক ধর্মই কল্যাণের কথা বললে, অবশ্যই ধর্ম সম্পর্কে জানার জন্য ধর্মে বলা থাকবে। বর্তমানের ধর্মের ব্যবহারিক প্রয়োগ দেখে ধর্ম সম্পর্কে যে কোন বিবেকবান মানুষের বিতৃষ্ণা আসার ই কথা। কি আর করা। জানার চেষ্টা ।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

খাটাস বলেছেন: নিজ ধর্মের বিসুদ্ধতা যাচাই এর বাধা ধর্মের অজ্ঞ রক্ষণশালিরা যারা না বুঝে বাপের সম্পত্তির সাথে ধর্ম ও পেয়েছে। প্রত্যেক ধর্মই কল্যাণের কথা বললে, অবশ্যই ধর্ম সম্পর্কে জানার জন্য ধর্মে বলা থাকবে। বর্তমানের ধর্মের ব্যবহারিক প্রয়োগ দেখে ধর্ম সম্পর্কে যে কোন বিবেকবান মানুষের বিতৃষ্ণা আসার ই কথা। কি আর করা। জানার চেষ্টা ।

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

খাটাস বলেছেন: নিজ ধর্মের বিসুদ্ধতা যাচাই এর বাধা ধর্মের অজ্ঞ রক্ষণশালিরা যারা না বুঝে বাপের সম্পত্তির সাথে ধর্ম ও পেয়েছে। প্রত্যেক ধর্মই কল্যাণের কথা বললে, অবশ্যই ধর্ম সম্পর্কে জানার জন্য ধর্মে বলা থাকবে। বর্তমানের ধর্মের ব্যবহারিক প্রয়োগ দেখে ধর্ম সম্পর্কে যে কোন বিবেকবান মানুষের বিতৃষ্ণা আসার ই কথা। কি আর করা। জানার চেষ্টা ।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: এগুলাতো একদম বেসিক লেভেলের কথা। নতুন কিছু কন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.