নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস। আপনার, আমার কিংবা অক্ষম সরকারের দায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

মেডিকেলের ভর্তির প্রশ্নপত্র ফাঁস হল। অসংখ্য প্রমাণ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তারপরও সরকার তার একগুয়েমিতেই অটল। এটা যদি অন্য কোন পেশা হত, তাহলে এতটা ক্ষতিকর হত না। যে পেশাটায় মানুষের জীবন জড়িত , সেখানে এরকম অযোগ্যদের স্থান দেয়া একটি আত্মঘাতি সিদ্ধান্ত। আজ যারা প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হচ্ছে, তারাই একদিন ডাক্তার হবে। আপনি , আমি সবাইকেই এদের কাছেই যেতে হবে চিকিৎসার জন্য। যেহেতু ক্ষমতাসীনেরা তাদের চিকিৎসা বিদেশে করান, তাদের কথা আলাদা। তাই এর প্রতিবাদের দায়টা শুধু যারা বঞ্চিত হল তাদের নয়, দায়িত্বটা আমাদের সবার।

আমি এই মূহুর্তে সিদ্ধান্ত নিলাম যে ভবিষ্যতে সর্বশক্তি দিয়ে দূর্নীতি করবো। এরকম যদি এবারের কোন মেডিকেল ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রী ভাবে তাহলে অবাক হওয়ার কিছু নেই। বারো বছর যাবত পড়াশুনা করে আসার পর , সবারই ইচ্ছে থেকে ভালো একটি জায়গায় পড়ার। বাংলাদেশের কথা বিবেচনায় ছাত্র ছাত্রীদের কাছে মেডিকেলের স্থান প্রথম। সবাই ভর্তি হতে পারেনা। কিন্তু সবাই চায় পরীক্ষাটা সুষ্ঠু হোক। রাষ্টের কাছে এই চাওয়াটা অণ্যায় কিছু নয়। কিন্তু রাষ্ট্র এবং তথাকথিত সরকার এই চাওয়া পূরণে পুরোপুরি ব্যর্থ।

ভর্তি পরীক্ষার প্রশ্ন যেখানে ঢালাওভাবে ফাঁস হলো, সেখানে টিনের চশমা পরা স্বাস্থ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছেন, পরীক্ষাটা সুষ্ঠু হয়েছে। মোঘল সম্রাটদের হেরেমে পাহারার জন্য খোজা রাখা হত। তারা যাতে হেরেমের গোপণ কথা শুনতে না পারে, সেজন্য এদের কানে গলন্ত সীসা ঢেলে দেয়া হয়। আমাদের মন্ত্রীরাও অনেকটা ঐ খোজাদের মত। মন্ত্রীত্ব দেয়ার আগে ওদের চোখ কান দুটোই বন্ধ করে দেয়া হয়, যাতে জনগণের প্রতিবাদ ওদের চোখ কিংবা কানে না পৌছায়। মাননীয়! মন্ত্রী দয়া করে একটু চোখ কান খোলে মানুষের কথা গুলো শুনেন। নাহলে মনে রাখবেন , এই দিন, দিন নয়, আরো দিন আছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

সুজন চন্দ্র পাল বলেছেন: এই দিন, দিন নয়, আরো দিন আছে।
আরো দিন আছে , আরো ফাস হবে। যেহেতু আগেও দিন ছিল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

ইমতিয়াজ ইমন বলেছেন: রাজাকারদের বিচার যে বিয়াল্লিশ বছর পরেও হবে, এটা স্বয়ং রাজাকাররাও ভাবতে পারেনি।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

ফয়সাল হোসেন শুভ বলেছেন: ওই দিনেও ফাঁস হত, এই দিনেও হচ্ছে, সেই দিনেও হবে। যে-ই পাওয়ারে থাকুক, দিনগুলিতে ব্যাতিক্রম আসবেনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

ইমতিয়াজ ইমন বলেছেন: সেটার জন্য আমাদের দায়টাই বেশী। আন্দোলনকারীদের অন্তত নৈতিক সমর্থণটা দিলেও এটা আজ আর হত না।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

Sharifariyan বলেছেন: সব পরিক্ষার প্রশ্ন ফাঁস হয়,, এটা কেন বাকি থাকবে

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

ইমতিয়াজ ইমন বলেছেন: একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করা একটি রাজনৈতিক পদ্ধতি। এটা আমাদের রাজনীতিবিদদের জন্য , সাধারণ মানুষের জন্য নয়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

ফয়সাল হোসেন শুভ বলেছেন: ওই দিনেও ফাঁস হত, এই দিনেও হচ্ছে, সেই দিনেও হবে। যে-ই পাওয়ারে থাকুক, দিনগুলিতে ব্যাতিক্রম আসবেনা।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//মোঘল সম্রাটদের হেরেমে পাহারার জন্য খোজা রাখা হত। তারা যাতে হেরেমের গোপণ কথা শুনতে না পারে, সেজন্য এদের কানে গলন্ত সীসা ঢেলে দেয়া হয়। আমাদের মন্ত্রীরাও অনেকটা ঐ খোজাদের মত। মন্ত্রীত্ব দেয়ার আগে ওদের চোখ কান দুটোই বন্ধ করে দেয়া হয়, যাতে জনগণের প্রতিবাদ ওদের চোখ কিংবা কানে না পৌছায়।//

ছেলেমেয়েরা কী প্রেরণা নিয়ে যে বড় হচ্ছে... ভেবে চিন্তিত হই :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

ইমতিয়াজ ইমন বলেছেন: সকালে শুনলাম, মেডিকেলে চান্স না পাওয়ায়, কুমিল্লায় একজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এদেশ জন্ম নেয়াটাই যেন এখন অপরাধ হয়ে গিয়েছে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

এস কাজী বলেছেন: শুধু দুঃখজনক হলে ভুল বলা হবে!!! কিভাবে এরকম ডাক্তার একটা রাষ্ট্র প্রডিউস করবে?? ছিঃ ছিঃ লজ্জা লজ্জা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

ইমতিয়াজ ইমন বলেছেন: একজন চোর সবসময়ই চায়, তার আশেপাশের সবাই চোর হোক। এতে সে সংখ্যাগরিষ্ঠ হতে পারবে। রাষ্ট্র যারা চালাচ্ছে, তাদের মনোভাবটাও অনেকটা এইরকম।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

সুমন কর বলেছেন: আজ আবার দেখলাম, "ভর্তি পরীক্ষার ফল যাতে প্রকাশ না করা হয় রুলে সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। আদালত রিটটি খারিজ করে দেওয়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু করতে আইনগত কোনো বাধা নেই।"

সুতরাং, সরকার কিছু করবে না। দেশ এভাবেই শিক্ষিত হবে। X((
এসএসসি ও এইচএসসি- প্রশ্ন পেয়ে পাশ এবার ভর্তির প্রশ্ন পেয়ে উচ্চ শিক্ষিত !!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

ইমতিয়াজ ইমন বলেছেন: আদালত তো আর মন্ত্রীসাহেবদের কথার বাইরে কিছুই বলবে না। কর্তার ইচ্ছায় কর্ম ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

খালিদ আলম বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

ইমতিয়াজ ইমন বলেছেন: :-D:-D । বাংলাদেশে এর রিমেক হবে, 'নাসিম কাকু এমবিবিএস' ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪

মোহাম্মদ জামিল বলেছেন: আসুন আমরা সবাই মিলে অসৎ/মন্দ হয়/দুর্নীতি পরায়ন/ ঘুষখোর/ শিশু নির্যাতক হই। এ সুযোগ আওয়ামীলীগ সরকার এর পক্ষ থেকে তারা ক্ষমতায় থাকা অবদি দেওয়া হল। যা কামানোর এই সরকারের আমলে কামাইয়া লন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১

ইমতিয়াজ ইমন বলেছেন: অসাধারণ অফার। এই অফার দেখলে বন্ধ সিম মানে মৃত মানুষেরাও জীবিত হয়ে যাবে।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৬

নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: প্রশ্নপত্র ফাঁস হওয়াতে খুবই ভালো হবে.....!!! কারন ডাঃ এরা আগামীতে রুগীর চিকিৎসা না করে আন্দোলনে অংশগ্রহন করবে.... আন্দোলন করতে গেলে সুশিক্ষিত হবার প্রয়োজন নেই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

ইমতিয়াজ ইমন বলেছেন: তারপর স্বাচিপ করবে ড্যাব করবে। এক একজন ডাক্তার হবে রাজনৈতিক দলগুলোর দাসানুদাস।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৫

ওসেল মাহমুদ বলেছেন: শুধু আমাদের দেশেই এটা হয় কেনো ??!! এদিন সেদিন কোনো মানে নেই !? বদলে যান ! বদলে দিন !!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

ইমতিয়াজ ইমন বলেছেন: পৃথিবীর একমাত্র দেশ বোধহয় আমরাই, যেখানে প্রশ্ন ফাঁস হয়। এমনকি পাকিস্তানেও প্রশ্ন ফাঁস হয় না।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হীরক রাজার দেশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

ইমতিয়াজ ইমন বলেছেন: দড়ি ধরে দিব টান,
রাজা হবে খান খান।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

হামিদ আহসান বলেছেন: অামরা অারও নামবো......নামতেই থাকবো৷

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

ইমতিয়াজ ইমন বলেছেন: যতদিন নষ্ট রাজনীতিবিদদের হাতে দেশ, পথ খুজে পাবে না বাংলাদেশ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: ফেইসবুকে বর্তমানে সবচেয়ে চালু কৌতুক।

নার্সঃহায় হায় ডাক্তার ,এইটা কি করলেন ?আপনে কি ২০১৫ ব্যাচ?
ডাক্তারঃ কেনো? কি হইছে?
নার্সঃ আপনে ডেলিভারির সময় বাচ্চার নাড়ি না কেটে,নুনু কেটে ফেলেছেন। :D

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

ইমতিয়াজ ইমন বলেছেন: :-):-)

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: এইবার তো শুধু প্রশ্নপত্রনা, রেসাল্টও নাকি কয়েক ঘন্টা আগে ফাস হয়ে গেসে B-) =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

ইমতিয়াজ ইমন বলেছেন: রেজাল্টেও ঝামেলা আছে। নাম্বার কমানোর অভিযোগ করেছে অনেকেই।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আরে মশাই, আবার পরীক্ষা নিলে পুরো সিন্ডিকেটের টাকা ফেরত দিতে হবে সেটা কি আপনি জানেন?




আবার পরীক্ষা নিতে হবে - যতসব ফালতু কথা -------------------------

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

এ সামাদ বলেছেন: কি আর কইতাম রে ভাইঃ মন্ত্রী দয়া করে একটু চোখ কান খোলে মানুষের কথা গুলো শুনেন। নাহলে মনে রাখবেন , এই দিন, দিন নয়, আরো দিন আছে।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ইমদাদুল্লাহ বলেছেন: আরে বাবা!!! আমরা ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার নিয়েছি, যদি প্রশ্নপত্র ফাঁস না হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নের জোয়ার এনেছি বুঝাবো কেমনে, আসলে আমরা নৈতিকতাবোধ হারিয়ে ফেলেছি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.