![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাটা স্রেফ খেলা হিসাবেই নেওয়া উচিৎ। এখান থেকে শুধুই আনন্দ নেওয়া যেতে পারে। এর সাথে জাতীয়তাবাদ, দেশপ্রেম ইত্যাদি জড়িয়ে ফেলে হার মেনে নেওয়াকে কষ্টদায়ক জায়গায় নিয়ে যাওয়া স্রেফ অর্থহীন। এমনিতেই খেলার সাথে ব্যাপক অর্থের ইনভল্বমেন্ট খেলার সৌন্দর্য্য অনেকটাই নষ্ট করেছে। এরসাথে জাতীয়তাবাদ, দেশপ্রেম নামক কল্পনাপ্রসূত শব্দ জড়ালে হার হলে আপনার মনের সৌন্দর্য্য নষ্ট হবে। হতেই পারে আপনার দেশ খেলায় হারছে। যারা হার মানতে পারেন না হারের পর তারা 11 জন সোনার ছেলেদেরকে ........বানাতে ছাড়বেন না। সুতরাং হার মেনে নেওয়ার মানষিকতা ক্রীড়া সূলভ হওয়া উচিৎ। বিজয় মাল্যতো তার গলাই শোভা পাওয়া উচিৎ যে হাসি মুখে পরাজয় বরণ করতে পারে। সবশেষে জিতলে 1৬ কোটি, হারলে 11 সেটা যেন না হয়।
©somewhere in net ltd.