![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।
ও আমাকে আর কখনো ফোন দিবে না। ও আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না। কখনো সখনো আমার কথা হয়তো ওর মনে পড়ে, পড়বে। কিন্তু ততদিনে কিংবা এতদিনে ও অন্য কোনো সঙ্গ আঁকড়ে ধরে এগিয়ে চলেছে। ও আমার মতো থেমে থাকার দলের না।
কথাগুলো যে মুহূর্তে ভাবলাম, বুকের মধ্যে হু হু করে বিশাল বিশাল বিষণ্ণতার ঢেউ আছড়ে পড়ল। প্রচণ্ড ভয় পাওয়া কোন বুকের মত ধক ধক করে উঠল হৃদপিণ্ড। তারপর বুকটা আমার বেশ হাল্কা হয়ে গেল। হাল্কা লাগলো এই জন্যে যে, ও তো ভালোই আছে। দু’ জনা খারাপ থাকার চেয়ে একজনা খারাপ থাকুক। এভাবে পৃথিবীর দু' তৃতীয়াংশ মানুষ ভাল থাকবে। আর এক তৃতীয়াংশ মানুষ অন্যের ভালো থাকা দেখে ভালো থাকবে।
মুশকিল হয়ে যায় আজকের মতো কিছু নিঃসঙ্গ বিকেলে। সময় টা কেমন যেন থমকে যায়। কপালটা ঝিম ঝিম করছে। প্রচণ্ড মাথা ব্যাথা, চোখের দৃষ্টি ঘোলা আর অস্পষ্ট লাগছে, মনে হচ্ছে চোখের দৃষ্টি হঠাৎ ক্ষীণ হয়ে গেছে। অথচ চোখে বা মনে এক ফোঁটাও ঘুম নেই। ঘরের লাগোয়া বারান্দা দিয়ে নানা শব্দ ইতস্তত ভেসে আসছে; কাঠে পেরেক ঠোকার শব্দ, কিছু বাচ্চা রাস্তায় ছোঁয়া ছুঁই খেলতে খেলতে আনন্দে চিৎকার করছে।
হঠাৎ কে যেন তাচ্ছিল্য করে মনে করায় দিলোঃ আমার কেউ নেই। সবাই আছে, সবার আছে, শুধু আমারই কেউ নেই। কিই বা এমন চাওয়া ছিলো আমার, কিই বা এমন অভিমান ছিল আমার, যে কেউ এলো না একবার এগিয়ে, এসে বলল না- "বাবুটা, মন খারাপ করেছ কেন বোকা ছেলে, সব ঠিক হয়ে যাবে"। এক ফোটা স্নেহ নিয়ে মাথায় চুলে হাত বুলিয়ে দিলোনা।
সে তো ভালো আছে। এটাই কি আমি চাইনি? ও ভালো থাকুক ওর মনের মতো করে। তাহলে আজ এই মৃত বিকেলের বিষণ্ণতা কেন আমার দেহ আর মনটাকে ছেয়ে আছে?
আমি সৎ এটাই কি আমার দোষ?
আমার ভালবাসার দৃঢ় আলিঙ্গনে ওর দম বন্ধ হয়ে আসছিল, এটাই ছিল আমার নির্বুদ্ধিতা !
ইমু
শুক্রবার ৫ই এপ্রিল ২০১৩, ২২ চৈত্র ১৪১৯
©somewhere in net ltd.