![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।
আমার ভিনদেশী তারা - শুনতে ক্লিক করুন
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে,
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে!
ঠিক সন্ধ্যা নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে,
মুখ লুকিয়ে কার বুকে,
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী,
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ী!
আমার আকাশ দেখা ঘুড়ি,
কিছু মিথ্যে বাহাদুরি,
আমার চোখ বেধে দাও আলো,
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতই ভালো
আমি একলা-টি পথ হাটি ।
আমার বিচ্ছিরি এক তারা,
তুমি নাও না কথা কানি
তোমার কিসের এতো তাড়া?
রাস্তা পার হবে সাবধানি ।
তোমার গায়ে লাগেনা ধুলো
আমার দু-মুঠো চাল-চুলো,
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে,
please ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে।
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ী,
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী।
©somewhere in net ltd.