নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবন... খোলা চিঠি...

তেলাপোকা হয়ে না, যে কদিন বাঁচব, মানুষের মতো করে বাঁচতে চাই। ঠকছি... শিখছি...

শিক্ষার্থি

মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।

শিক্ষার্থি › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক : চিঠি ১

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭



(কিছু চিঠি ধারাবাহিক ভাবে পোস্ট করব। কিছুটা পড়লেই হয়তো বোঝা যাবে ঘটনা ও প্রেক্ষাপট। চিঠিগুলার উত্তরে কি লেখা বা বলা হয়েছিল, বা relation টা কোন পর্যন্ত এগিয়েছিল, তার ও সরল সীকোরক্তি জানা যাবে।



একজন conservative boyfriend, যে কিছুদিনের মধ্যে তার girlfriend কে বিয়ে করতে চায়, নিজের conservativeness সে এভাবেইচিঠির মাধ্যমে প্রকাশ করেছিলো...)





আমি কখনো আমার বউ কে আলাদা করে কোন privacy দিতে পারবো না। হ্যা, এভাবে যদি বলো যে তার আলাদা করে personal life বলে কিছু থাকবে কিনা, then হ্যা থাকবে না। like yahoo Facebook password share করা। কারন share না করলে trust build up হয় না। আমি এটা মনে প্রানে বিশ্বাস করি।



চলার পথে হাজারো মানুষ হাজারো ভাবে knock করে। সব সময় তাদের দু'একটা কথা বলে না বলে ফেলা বা sorry বলে সরে আসা যায় না। then consequence হিসাবে অনেক situation আসে যেগুলো আসা উচিত না। এক কথায় খারাপ বা unethical ঘটনা বা relation. Like এমন কিছু যা ঠিক না। আমি এসব মানুষ গুলোকে এবং situation গুলাকে মনে প্রানে ঘেন্না করি। বিবাহিত মেয়েদের কাছে যায়, তাদের knock করে। তাদের সাথে relation করে, রাখে FRIENDSHIP এর দোহায় দিয়ে... modern society এর part হিসাবে, বা নিঃসঙ্গতা দূর করার জন্যে। এরা কাছে আসে, থাকে।



I HATE IT. এটা আমি কোন ভাবেই সহ্য করবনা। এটা হয়তো অনেকেই বলবে এগুলা কোন ব্যপার না। কিন্তু এ ব্যপারে আমি অনেক strict cause আমি conservative. like যখন wife এর মন খারাপ, instead of trying to come to nearer to husband, wife will go to so called friends for support like mental relief or anything. Most of the time these cause extra marital affairs. এসব husband wife এর relation কে নড়বড়ে করে দেয়। আমি সারাজীবন ভালবাসা থেকে দূরে থাকব কিন্তু আমার রিলেশন কে কখনো দূষিত হতে দিবোনা।



কিন্তু দুঃখের কথা হচ্ছে যে তুমি হয়তো এতে একমত হবানা। কিন্তু তোমার যেই অনেক friend আর senior junior friend/ভাই আছেন, তারাও খুব পরিশোধিত বা দেবতা জাতীয় মানুষ না। তর্ক করবা না আশা করি কারন তুমিও জানো যে কথাটা সত্যি। আমাদের বিয়েটা না হওয়াই উচিত হবে। কিন্তু মনে রেখ পৃথিবীতে নিজের wife এর ব্যাপারে conservative না এমন মানুষ পাবা কিনা জানিনা। আর পেলেও "সে কতটুকু তোমার নিজের হবে" তা হয়তো কেউ বলতে পারবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.