নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবন... খোলা চিঠি...

তেলাপোকা হয়ে না, যে কদিন বাঁচব, মানুষের মতো করে বাঁচতে চাই। ঠকছি... শিখছি...

শিক্ষার্থি

মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।

শিক্ষার্থি › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত দুপুরের গান ১

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।

হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে॥

বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,

স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে॥

সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ–

নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।

তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার–

কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে॥

জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,

যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।

জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর–

তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে॥



নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে

/:)

==============================



চার পায়ার ওই ঘুমের গাড়ি

আসমান ভরা জোছনার তরী

পাল ভিড়াইয়্যা উঠানে মোর

সাদা জোছনার চাদর পরি (২)



শুইয়্যা একজন আজ দিবে পাড়ী

রাইখা স্বাদের বসত বাড়ী (২)

স্বাধের সংসার পিছে থুইয়্যা

আজ দেবে পাড়ী (২)

চার পায়ার ওই ঘুমের গাড়ি

আসমান ভরা জোছনার তরী

পাল ভিড়াইয়্যা উঠানে মোর

সাদা জোছনার চাদর পরি



ঘুম গাড়ি তোর যায়রে চইলা

আট পায়েতে কইরা ভর

আট কুঠুরী নয় দরজা

বন্ধ হইল চিরতর (২)



জমিন আছে ছাদ যে তাহার নাই

সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)

প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে

হায় রে

প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে



চার পায়ার ওই ঘুমের গাড়ি

আসমান ভরা জোছনার তরী

পাল ভিড়াইয়্যা উঠানে মোর

সাদা জোছনার চাদর পরি (২)



ঘুম গাড়ি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.