![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।
আজ মিরপুর ১ এর ৩ টা পার্টি সেন্টার ঘুরে ভাল মন্দ যাচায় করে বেড়ালাম।
কিয়াংসী চাইনীজ, এটিএন পার্টি সেন্টার, প্রিন্স চাইনীজ এন্ড পার্টি সেন্টার
আপনাদেরও কাজে লাগবে হয়ত কখনো। বিস্তারিত একটু পরে লেখা শুরু করবো। আশা করি সাথে থাকবেন।
কিয়াংসী চাইনীজ -
একদম রাস্তার সাথে। মিরপুর ১ হতে টেকনিক্যাল যেতে ডান দিকে। বেশিদূর নয়, মাত্র ১৫০ ফুট এর মতো। চিনতে কোন অসুবিধা হবার প্রশ্নই আসেনা। পারকিং এর কোন অসুবিধা নেই কারন রাস্তার উপর পারকিং allowed. মিনিমাম ২৫টা কার পার্ক করা যাবে।
মুরুব্বি গেস্ট এর জন্য একটু অসুবিধা মনে হতে পারে কারন এটি শুধু "দোতালায়" পুরো ফ্লোর জুড়ে। এখানে আছে ছোটো বড় ও মাঝারী তিনটি হল রুম। ছোট রুমটি একটু বেশি ই ছোট মনে হয়েছে। যদিও তারা বলেছে শেখানে অনায়াশে ২৫জন খাওয়া দাওয়া করতে পারবে।
মাঝারি রুমটা তে ৭০ জন এবং
বড়টিতে ১৩০ জন মতো ।
ধরুন আপনি একটি বিয়ের অনুষ্ঠান করছেন, যেখানে প্রায় ১৬০ জন মতো গেস্ট ইনভাইট করবেন, তবে তারা ছোট এবং বড় হলটি দিবে। যদি আপনারা তাদের কাছ থেকে খাবার নেন তবে এক্সট্রা কোন হল ভাড়া দিতে হবেনা। আর যদি একটু বিলাসিতার জন্য একটু বড় জায়গার লোভে বড় এবং মাঝারী হল দুটি চান তবে এজন্য অতিরিক্ত ৫০০০-১০০০০ টাকা দেয়া লাগতে পারে।
স্টেজ সাজানো এর জন্য তারা ক্যাটালগ আছে। ১৫০০ থেকে ৩২০০০ পর্যন্ত। এ ছাড়াও চাইলে বাইরে থেকেও করাতে পারেন স্টেজ সাজানোর কাজ।
এবার আসুন খাবার এর হিসেবে। শুধু বাংলা খাবার এর হিসেব আমি এখন দিতে পারব। এছাড়াও অন্যান্য মেনুর ও ব্যবস্থা আছে।
পোলাউ (unlimited per head)
রোস্ট (limited per head - 1pc)
টিকিয়া (limited per head - 1pc)
খাসির রেজালা (unlimited per head)
সালাদ (unlimited per head)
জর্দা (unlimited per head)
বোরহানী (unlimited per head)
মিনারেল পানি (unlimited per head)
= ৩৮০ টাকা per head.
যদি খাসির রেজালা এর বদলে গরুর রেজালা নেন তাহলে ২০ টাকা কম মানে ৩৬০ পরবে।
ওহ, সবজির (unlimited per head) জন্য ২০ টাকা এক্সট্রা লাগবে অর্থাৎ ৪০০ (খাসির রেজালা দিয়ে) এবং ৩৮০ (খাসির রেজালা দিয়ে)।
জামাই কে গোটা খাশি দিতে পারবেন ৫৫০০ টাকায়। আর গোটা মুরগী ৫০০ করে। মনে রাখবেন সব মুল্য আলোচনা সাপেক্ষে কমতে বা বাড়তে পারে
ওহো, যদি ১৬০ এর জাগায় ১৮০/২০০ আসেও, কুছ পরোয়া নাহি, ব্যাক আপ হিসাবে চাইনিজ খাবার এভেলেবেল।
যদি খাবার এর সংখ্যা বাড়াইতে বা কমাইতে চান, অন্তত ৪ দিন আগে জানাইতে হবে। কম মানুষ এলে খাবার আপনারা নিয়ে যাবেন ।
আর গেট যদি সাজাইতে চান তবে তারও সু বেবস্থা আছে। ১৭০০ টাকা থেকে শুরু করে যত গুড় তত মিষ্টি ভিত্তিতে।
হিসেব – (১৬০জন)
খাওয়ার - ১৬০*৪০০ = ৬৪০০০
জামাই এর খাবার === ৫৫০০
স্টেজ (সাধারন) ==== ৮০০০
গেট (সাধারন) ===== ২০০০
মোট = ৭৯৫০০
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
শিক্ষার্থি বলেছেন: সকলের গঠন মূলক সমালোচনা আশা করছি।