নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবন... খোলা চিঠি...

তেলাপোকা হয়ে না, যে কদিন বাঁচব, মানুষের মতো করে বাঁচতে চাই। ঠকছি... শিখছি...

শিক্ষার্থি

মানুষ মুসলমান বাংলাদেশি বাঙ্গালি আমি সন্ন্যাসী, সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ। আমি বজ্র, আমি ঈষাণ-বিষানে ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা-হুঙ্কার, আমি পিনাক-পাণির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড, আমি চক্র-মহাশঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড! আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য, আমি দাবানল-দাহ, দহন করিব বিশ্ব।

শিক্ষার্থি › বিস্তারিত পোস্টঃ

চিঠি : ২

১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩

চিঠি,



তুমি সে দিন বলেছিলে যে তুমি সেকেন্ড টাইপের, যারা প্রতীক্ষা করে যে তাকে ভালবাসা ঘিরে থাকুক। কিন্তু মুখে বলে যে তার ভালবাসার দরকার নেই। আর যদি ভালবাসা আশে পাশে না থাকে তখন অভিযোগ করে প্রচণ্ড মজা পায় ‘কেন ভালবাসা নেই’। কেমন যেন ধাঁধার মতো। আমি আজো বুঝিনি। কিন্তু যেটুকু বুঝেছি, তাতে আমি মেলাতে পারিনি। কারন I am one of those who can’t customize love, can’t fine tune ‘loving’. কখনো কম ভালবাসা, আবার অভিযোগ করলে বেশী ভালোবাসা, তারপর আবারো অভিযোগ ‘সব সময় চারপাশে কেন তোমার অস্তিত্ব, ভালোবাসা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, I need some space’...



-আমি মানুষ, কোন তো মেশিন না, যে বোতাম ঘুরিয়ে ভালবাসার স্রোত নিয়ন্ত্রন করব। আমার হৃদয়ের ভালবাসা সদা নিঃসরিত হতে থাকে, তোমার তরে, এটাই যে “আমার” বৈশিষ্ট। আজ মনে হচ্ছে এ পৃথিবীতে এমন কেউ নেই যে এ উজাড় করা ভালবাসা পাবার যোগ্য। ভেবেছিলাম সবাই বুঝি আমার মতো ভালবাসার ভিখারী। কিন্তু কথাটা ভুল। তুমি তো আমাকে ভুলই প্রমান করলে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.