![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
পৃথিবীর কিছু মানুষ অন্ধকারের আশীর্বাদপুষ্ট। মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারের চারণভূমি। পাপ ও পুন্যের চাষবাস করে ওরা বুঝি। আমি কারনে অকারনে অন্ধকারের কাছে যাই। ওরা অনেক গভীর। রহস্য ধারন করে বাঁচে বুকের ভেতর। অন্ধকারে শৃঙ্খল, অন্ধকারেই মুক্তি। অন্ধকারের কালো একটা চাদর আছে। চাদরটা সুন্দর। আমাকে কি আলগোছে জড়িয়ে রাখে, মা এর মতো। অন্ধকার কমে গেলে আমার ভালো লাগে না, বাবা। কমে যাওয়া জায়গাটা দখল করে নেয় অদ্ভুত বিষণ্ণতা।
তোমারও বুঝি স্কন্ধকাটা
এই ব্রিজটির সত্যিই কোন পরিচয় নাই, নামধামহীন
তবে অনেক অন্ধকার আছে
জমাটবাধা,
অন্ধকার দেখে ওকে চেনা যায়,
তবু কেউ খুঁজে পায়না-
আমি কবে থেকে এখানে দাড়িয়ে আছি,
জানো-
বাবা,
ক্যামন মাছের মতো তড়পাতে তড়পাতে
মারা গেছে বাদুরটা; ক্ষুদ্রাতিক্ষুদ্র
শিরশিরে একটা অনুভুতি,
উড়ে গেছে শীর্ণ-শুকনো আত্মাটার সাথে;
আর,
ওর চোখ দুটো আজও থেমে আছে,
এখানে
ক্যামন জ্বলে, কয়েকটা জোনাকি পোকার সাথে
আমার আশেপাশে, অন্ধকারে-
বেঁচে থাকে ওরা,
আমাকে গ্রাস করে ম্লান আলোরা,
কিভাবে-আমি বুঝিনা;
তারপর ক্লান্ত হয়ে,
আমি বুভুক্ষের মতো শুষে নিয়েছি ওদের,
এখানে
কেউ আসবে না কখনো,
আমি জানি-
তোমাকে বলি চুপিচুপি
বাবা,
তোমাকে ভেবে
আমার ভেতর থেকে উঠে আসে
কত কথা- অসংখ্য শব্দ,
তারপর কিভাবে য্যানো
ওরা এলোমেলো হয়ে যায়,
জানো,
নিকষ কালো মহাকাশে
নক্ষত্ররা আজও করে ঘোরাফেরা
অসহ্য,
ওদের কোনভাবে মুছে দিতে পারো?
আমি কতো কাল ধরে দাড়িয়ে আছি
এখানে, অন্ধকার কমে গেলেও
এক দলা অন্ধকার হয়ে থাকি আমি,
তোমার নিঃসঙ্গতা, আমার গায়ে চাদরের মতো জড়িয়ে
বাবা,
তুমি
ক্যামন আছো?
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
কেমন আছেন?
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।
শুভকামনা।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
অদৃশ্য বলেছেন:
খুব ভালো লেগেছে আমার.....
শুভকামনা রইলো...
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
ইনকগনিটো বলেছেন: ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ, ভাই।
ভালো থাকবেন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
লাবনী আক্তার বলেছেন: আমি কতো কাল ধরে দাড়িয়ে আছি
এখানে, অন্ধকার কমে গেলেও
এক দলা অন্ধকার হয়ে থাকি আমি,
তোমার নিঃসঙ্গতা, আমার গায়ে চাদরের মতো জড়িয়ে।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ডিজিটাল
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
ইনকগনিটো বলেছেন: বেসামাল।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
আদিম পুরুষ বলেছেন: সব বাবাই কবিতা উপন্যাসের মত নয়। ঘৃণা লাগে এই ''বাবা'' বস্তুটার উপর।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
ইনকগনিটো বলেছেন: বাবাকে কি আসলেই কবিতা উপন্যাস দিয়ে পুরোপুরি তুলে ধরা যায়? মনে হয়না।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
ভিয়েনাস বলেছেন: কিষু কিষু সময় আসে যখন অন্ধকারের সৌন্দর্য প্রকাশ পায় গভীরভাবে।
ভালো লাগলো অনেক।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্যটি।
শুভকামনা আপনার জন্য, ভিয়েনাস।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
ভিয়েনাস বলেছেন: কিছু কিছু সময় হবে...
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
ইনকগনিটো বলেছেন: বুঝেছি। অসুবিধা নেই।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
রীতিমত লিয়া বলেছেন: ভাল লাগল।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রীতিমত লিয়া।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মামুন রশিদ বলেছেন: কবিতার মুগ্ধতা ছাপিয়ে কষ্টের চাঁদরে ঢেকে যায় মন । অন্ধকারে খুজে ফিরি বাবার মুখ, নিঃসংগ তারারা ঘুরে বেড়ায় আকাশে ।
তোমার নিঃসঙ্গতা, আমার গায়ে চাদরের মতো জড়িয়ে
বাবা,
তুমি
ক্যামন আছো?
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ইনকগনিটো বলেছেন:
ভালো থাকুন সবসময়, ভাই।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাবা,
তুমি
ক্যামন আছো?
ভালো লাগলো ++++++++++++++++++++++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তিতির আপা।
ভালো থাকুন আপনি।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
নির্জনা০০৭ বলেছেন: অসাধারন ..
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভাল লাগলো
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। মনটা ভালো নেই।
ইমন জুবায়ের এখন নেই।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬
আমি সাজিদ বলেছেন: অনেক ভালো লাগলো, ভাইয়া।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সাজিদ।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ আবেগময় লেখা ভাই ++++++++
ভালো থাকবেন সবসময়
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ইনকগনিটো বলেছেন: ভাল্লাগতেছেনা ভাই।
খুব খারাপ লাগতেছে।
ভালো থাকবেন।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
মুনসী১৬১২ বলেছেন: ভালো
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মুনসী।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
নক্ষত্রচারী বলেছেন: অন্ধকারের অন্ধ কবি !
এঁকে যাও নির্নিমেষ স্মৃতিচ্ছবি ।
ভালো থাকবেন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
পাগলমন২০১১ বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা রইল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
সোহাগ সকাল বলেছেন: কুশু ভাই। বরাবরের মতো।
বুঝা গ্যাছে ব্যাপারটা?
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
ইনকগনিটো বলেছেন:
২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
নেক্সাস বলেছেন: অন্ধকার বন্দনা।
মুগ্ধপাঠ নিয়ে গেলাম
১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , নেক্সাস।
ভালো থাকুন সবসময়।
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
েরজা , বলেছেন:
আজকাল আর ব্লগে আসা হয় না ।
আমার বাবা ১ মাস ৫ দিন হাসপাতালে থাকার পর এখন মোটামুটি সুস্হ ।
আগামী-কাল বাসায় নিয়ে আসব ।
অনেক দিন পর মনটা ভাল ।
আপনাকে যে দাওয়াত দিয়েছিলাম সেটা কী ভুলে গেলেন ?
এখন ধামরাইয়ে প্রচুর সরিষা ফুলের ছড়াছড়ি -- চলে আসেন না এই ফ্রাইডে !
ভালকথা -
"আট বছর আগের একদিন " - প্রায় অর্ধেকটা মুখস্হ করে ফেলেছি ।
আপনি কী জাবি-র খালেদ হোসেন-কে চেনেন ? ( লেখক , কবি ও শিক্ষক- জা বি , বাংলা বিভাগ ) জী দাসের কবিতার কোর্সটা উনিই নেন ।
চলে আসেন ..........
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
ইনকগনিটো বলেছেন: এই শুক্রবারে ঢাকার বাইরে আছি যে
অসুবিধা নাই, বলেছি যখন আসবো, অবশ্যই আসবো। কোন একদিন।
আট বছর আগের একদিন কবিতাটা আমারও খুব প্রিয়।
না, জাবি এর খালেদ হোসেন কে চেনা নেই।
ভালো থাকবেন ভাই। শুভকামনা।
২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
েরজা , বলেছেন:
সরিষা ফুল থাকতে থাকতে আসেন ...আমি হোস্ট হিসাবে কিন্তু খারাপ না .
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
ইনকগনিটো বলেছেন: আইচ্ছা।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
অড়বরই বলেছেন: ববার সাথে কথোপথন, খুব ভাল লাগল। টাইটেলটা পড়েই মনে পরে গেল কাফকার, বাবাকে লেখা চিঠি। যাক, ভাল। এক দম শেষে বাবা কেমন আছো................................. অনেক গুলো +++++++ দিলাম। ভাল থাকবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
ডানাহীন বলেছেন: অন্ধকার আসলেই সুন্দরের কিংবা অসুন্দরের অসীম অনুভুতির আধার .. মুগ্ধপাঠ ..