![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
মনের ভেতর একটা সমুদ্র আছে,
তোমাকে তার মাঝে তলিয়ে যেতে দেখি,
রাগ করবে- যদি আসি পিছুপিছু?
চুলগুলো খোলা রেখে, তুমি তলিয়ে যাচ্ছো
রহস্যময়ী,
আমি দূর থেকেও তোমার চুলের ঘ্রান পাই,
মিষ্টি;
তোমার খোলা চুল একবার ছুঁতে চাই,
আর
তুমি কি না তলিয়ে যাচ্ছো।
আমি সমুদ্র নীলের মাঝে
দেখি সাদা, স্বচ্ছ জামার এক অপ্সরী-
তুমি তলিয়ে যাচ্ছো;
খুঁজি তোমার মুখ,
একবার কি তাকাবে পেছনে? দেখতে ইচ্ছা করছে খুব।
তাকিয়েছো, নাকি তলিয়ে গেছো
মনে নেই,
শুধু মনে আছে
আমিও এসেছিলাম, তোমার পিছুপিছু
আর,
হঠাৎ করেই সমুদ্র হয়ে গেলো
অন্ধকার একটা রাত,
নিকষ কালো;
কল্পনাতে দেখেছি-
আমি আর তুমি নির্জনে,
একটা সমুদ্র পাড়ে দাড়িয়ে আছি,
শোনা যাচ্ছে ঢেউ এর শব্দ,
সমুদ্র গর্জন;
আমরা দুজনে তবু খুব কাছাকাছি,
দুজন দুজনাকে জড়িয়ে ধরে আছি।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, ৎঁৎঁৎঁ।
ভালো থাকুন আপনিও। শুভকামনা।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
shfikul বলেছেন: +++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর
ভালো লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
দানবিক রাক্ষস বলেছেন: চতুর্থ ভালো লাগা।
কিছু একটা আছে আপনার কবিতার মধ্যে।
অসম্ভব সুন্দর।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, ভ্রাতা!
ভালো থাকবেন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: মোহনীয় দৃশ্যকল্প------
কি মায়া! ভালোবাসার কবিতা হৃদয় দিয়ে অনুভব করলাম।
কল্পনাতে দেখেছি-
আমি আর তুমি নির্জনে,
একটা সমুদ্র পাড়ে দাড়িয়ে আছি,
শোনা যাচ্ছে ঢেউ এর শব্দ,
সমুদ্র গর্জন;
আমরা দুজনে তবু খুব কাছাকাছি,
দুজন দুজনাকে জড়িয়ে ধরে আছি।
খুব ভালো লেগেছে, ভালোলাগা।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
ইনকগনিটো বলেছেন: বহুদিন পরে এলেন। কেমন আছেন?
ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: দারুন!!!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী হাসান।
শুভকামনা তোমার জন্য।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
নেক্সাস বলেছেন: অসম্ভব ভাললাগাময় সুন্দর।
কবি শুভ কামনা
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, নেক্সাস সাহেব।
আপনার জন্যও শুভকামনা।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
hasin82 বলেছেন: সুন্দর!
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হাসিন।
ভালো থাকবেন।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
মাক্স বলেছেন: ৮ম ভালোলাগা!
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
ভালো লাগার জন্য শুকরিয়া।
ভালো থাকবেন, ভাই।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো শুনতে ইচ্ছে করছে। সমুদ্র, ঢেউ, রাত, স্পর্শ, হাওয়া...
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
ইনকগনিটো বলেছেন: আমারও
সমুদ্র মিসাইতেছি।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
আরজু পনি বলেছেন:
মন সমুদ্রে ভালো লাগা রইল।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপা।
শুভকামনা আপনার জন্য।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
অড়বরই বলেছেন: ধন্যবাদ। আমার বলগেও আসবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
ইনকগনিটো বলেছেন: আপনাকেও ধন্যবাদ। জী, অবশ্যই যাবো।
ভালো থাকবেন।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সাহিদা আশরাফি বলেছেন: আমার মনের ভেতর একটা সমুদ্র আছে,
তোমাকে তার মাঝে তলিয়ে যেতে দেখি,
রাগ কি করবে
যদি আসি তোমার পিছুপিছু?
অসাধারণ!
কবিতার মাঝে অদ্ভুত এক ভালবাসা ফুটে উঠেছে।খুব ভাল লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ।
স্বাগতম আমার ব্লগে।
ভালো থাকবেন, আশরাফি।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
তানিয়া হাসান খান বলেছেন: সুন্দর লিখছেন ইনকগনিটো !! কবিতায় ভালো লাগা
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ইনকগনিটো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! তানিয়া হাসান খান।
শুভকামনা রইলো।
১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ভিয়েনাস বলেছেন: নির্মল সুন্দরের মাঝে তলিয়ে গেলাম....
খুব ভালো লাগলো
১১তম ভালো লাগা
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভিয়েনাস।
ভালো লাগলো শুনে আমারও ভালো লাগলো।
ভালো থাকবেন
১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
স্বপ্নবাজ শোয়েব বলেছেন: কবিতা রোমান্টিক হয়ে যাচ্ছে! প্রে প না?
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ইনকগনিটো বলেছেন: প্রথম বাক্যটির অর্থ বুঝেছি। দ্বিতীয় বাক্যটা বুঝিনি।
প্রে প না মানে কি? :-& :-&
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
মামুন রশিদ বলেছেন: আমরা দুজনে তবু খুব কাছাকাছি,
দুজন দুজনাকে জড়িয়ে ধরে আছি।
বাহ্, আর কি চাই
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
ইনকগনিটো বলেছেন: সবই তো কল্পনা, ভাই।
পাঠের জন্য ধইন্যা!
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
সায়েম মুন বলেছেন: সুন্দর। মোলায়েম।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।
ভালো থাকা হোক নিরন্তর।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
সোহাগ সকাল বলেছেন: শীতের মইধ্যে সমুদ্রের নাম শুনলেই ঠান্ডা লাগা বাইড়া যায়!
কবিতা মচেৎকার লাগছে!
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
ইনকগনিটো বলেছেন: ধইন্যা, সোহাগি।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
সোহাগ সকাল বলেছেন: এই ইমোটা দিতে ভুইলা গেছি>
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
ইনকগনিটো বলেছেন:
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
অদৃশ্য বলেছেন:
স্মৃতি অথবা স্বপ্ন...... ভালো লেগেছে লিখাটি....
শুভকামনা....
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , ভাই।
ভালো থাকুন প্রতিদিন।
২২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন:
হঠাৎ করেই সমুদ্র হয়ে গেলো
অন্ধকার একটা রাত,
সুন্দর ইনকগনিটো !! কবিতায় ভালো লাগা রইলো।
ভালো থাকুন নিরন্তর।