![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
অষ্টপ্রহর জাগি
মৃত্যুর তাড়নায়, জানালার ভারী পর্দার ওঠানামা
প্রচ্ছন্নভাবে মোহাবিষ্ট করে,
বারান্দাটায় এক অশরীরী,
আমি জেগে আছি
তোমার ভেতর-
বহুকাল,
তোমার নিশ্বাস, দীর্ঘ উপহাসের দ্যোতক-
আমার অন্ধকারে,
তুমি
প্রতিনিয়ত,
ধক করে জ্বলে ওঠো
এক টুকরো উজ্জ্বল আগুন হয়ে,
গোলাপি আগুন; কামনা,
বুঝি পবিত্র
এখন নিঃশব্দকাল,
ছুরি হাতে নিজের
প্রতিবিম্ব,
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আয়নার ভেত্র,
যদিও
আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে-
দেখি,
সুবিন্যস্ত,
শুধু কয়েকটা ফ্যাকাশে হাড়,
শাদা পাখির পালক,
রুপার পালঙ্ক,
আর দেখি-
তোমাকে,
জড়িয়ে আছো আলগোছে,
জানি ওটা
বিভ্রম,
থেমে
থেমে,
হই ক্লান্ত,
জানালার ভারী পর্দার ওঠা নামা,
আর
মৃত্যু চিন্তা
প্রতিনিয়ত।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
ইনকগনিটো বলেছেন: পুত্তুম ধইন্যাপাতা!
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অদ্ভুত নিকের অধিকারী।
আপনার নিকের গুঢ় অর্থ বলেন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সুন্দর !
বরাবরের মতই কঠিন লাগলো , বার বার পড়তে হয় ... আমার বোধের দারিদ্রতা নিঃসন্দেহে... তাও ভালো লাগলো
শুভেচ্ছা নেবেন
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ইনকগনিটো বলেছেন: আসলে কবিতায় অল্প কিছু শব্দের মধ্যে অনেক সময় অনেক গভীর কিছু বিষয় উঠে আসে, বোঝাটা একটু কঠিনই হয়ে যায় বৈ কি।
ভালো থাকবেন মৃত রাজকন্যা। আমার গল্পের অবশ্য বেশিরভাগ রাজকন্যারাই মৃত। আপনি কোন জন?
শুভকামনা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: আসলে কোন গুঢ় অর্থ নাই।
ৎঁৎঁৎঁ - ৎ এ চঁন্দ্রে বিন্দু, ভাঙ্গা ঘরে চাঁদের আলো! এত আলো কই রাখি?!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ইনকগনিটো বলেছেন: আমাকে একটু দিয়া দেন
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
ইনকগনিটো বলেছেন: ধইন্যা, প্রিয় ভ্রাতা!
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: আর দেখি-
তোমাকে,
জড়িয়ে আছো আলগোছে,
জানি ওটা
বিভ্রম,
থেমে
থেমে,
হই ক্লান্ত,
বিষাদ কাব্য ভাল্লাগছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।
চিঠি লিখতে পারছি না, কাব্য হয়ে যাচ্ছে।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
স্বপনবাজ বলেছেন: খুব সুন্দর !
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সপ্নবাজ।
ভালো থাকুন।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
রাইসুল নয়ন বলেছেন: দারুণ ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
মাক্স বলেছেন: সুন্দর!++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , মাক্স সাহেব।
স্মৃতিচারণ এর নতুন পর্ব এর অপেক্ষায় রইলাম কিন্তু।
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: সবার মত আমারো ভাল্লাগসে।
আপনাকে কমেন্ট করলে জিজ্ঞাসা করেন, কেমন আছি আমি।
আবার কমেন্ট করলে কেউ যদি কিছু মনে করে তাই আর উত্তর দেওয়া হয় না। কিন্তু মনে খুতখুঁতে একটা ভাব থাকে।
আজ তাই আগেই বলছি, ভালো আছি আমি ইনকগনিটো। আপনি কেমন আছেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
ইনকগনিটো বলেছেন: কমেন্ট করলে কে কি মনে করবে? মজা পেলাম তো।
আমিও আছি একরকম।
ভালো থাকবেন, সলজ্জ গ্রাম্যবালিকা!
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
সায়েম মুন বলেছেন: মৃত্যুর কথা ভাবতেই পারিনা। আমার কেন জানি মনে হয় ধূপ করে পড়ে টুপ করে মারা যাবো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
ইনকগনিটো বলেছেন: ধুপ করে টুপ করে মারা যাবো, আমিও জানি। কিন্তু মাঝে মাজেহি খুব জানতে ইচ্ছা হয়, ওই সময়ের অনুভূতিটা।
ভালো থাকবেন কবি! অনেক ধন্যবাদ।
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
সায়েম মুন বলেছেন: কবিতার কথা বলাই হলো না! বেশ ভাল লিখেছেন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
ইনকগনিটো বলেছেন: আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
ভিয়েনাস বলেছেন: এখন নিঃশব্দকাল,
ছুরি হাতে নিজের
প্রতিবিম্ব,
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আয়নার ভেত্র,
যদিও
আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ... চোখের সাথে বোধয় মনও নষ্ট হয়ে গেছে অষ্টপ্রহর শুধু তাই মনে হয়।
এমন ডিজাইনের কবিতা আমি একটা লিখতে চাই।
৮ম ভালো লাগা দিলাম আর গ্রাম্যবালিকার মতো আমিও ভালো আছি
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
ইনকগনিটো বলেছেন: লিখে ফেলেন একটা। তাড়াতাড়ি।
আর আমি জানি, যে আপনি ভালো আছেন।
অনেক ধন্যবাদ, ভিয়েনাস! কবিতার অপেক্ষায় থাকলাম।
১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
নস্টালজিক বলেছেন: গুড ওয়ান!
কম শব্দে দীর্ঘ একাকীত্মে অষ্টপ্রহর মৃত্যু!
শুভেচ্ছা, কগনিটো!
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নস্টালজিক ব্রো
ভালো থাকুন। দেখে ভালো লাগলো।
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: দ্যোতক- মানে কি?
আপনার কবিতা অসাধারন।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
ইনকগনিটো বলেছেন: দ্যোতক মানে সূচনা, উদ্ভুত হওয়া।
ধন্যবাদ , মেহেদী হাসান। জেনে ভালো লাগলো।
শুভকামনা তোমার জন্য।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আমিনুর রহমান।
শুভকামনা। ভালো থাকুন, প্রতিদিন।
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা ভাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রাতুল শাহ।
ভালো থেকো ভাইয়া।
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অদ্ভুত সুন্দর হয়েছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, তিতির আপা।
ভালো থাকবেন। শুভকামনা।
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
স্বপ্নবাজ শোয়েব বলেছেন: অষ্টপ্রহর জাগিয়া থাকি মৃত্যুর তাড়নায় মাঝে মাঝে ঘুম আসিলেও মৃত্যু আর আসেনা। প্রতিনিয়ত মৃত্যুচিন্তনে গোটাকয়েক চুল পাকিলেও মৃত্যু আর আসেনা। প্রকৃতি এক নিষ্ঠুর খেলা খেলিতেছে এই অভাগার সাথে। লেখা পড়িয়া গভীর চিন্তনে ডুব দিয়াছিলাম বিধায় মন্তব্য করিতে দেরি হইল। লেখক অত্যন্ত নৈপূন্যের সহিত এই অভাগার বর্তমান দূঃসময় তার কবিতায় ফুটাইয়াছেন(নারী নই শুধু সেই কারনেই তাহার প্রেমে পড়িলাম না)। নিতান্ত বাধ্য হইয়াই পোষ্টে আমার মহামুল্য প্লাসখানা অর্পন করিলাম(ফেসবুকে লাইক আর সামুতে প্লাস দিতে আমি বড়ই কৃপনতা করি)। অবশেষে লেখকের সুসাস্থ্য কামনা করিয়া বিদায় লইতেছি।
অটঃ হামা ভাই কল্পিত নরকের রাজপুত্র হইতে ইচ্ছা হয়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
ইনকগনিটো বলেছেন: আপনার মন্তব্যখানা দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস এ ভরা ভরা লাগিতেছে। তবে মন্তব্যের কোন এক জায়গায় আসিয়া নিজেই দীর্ঘশ্বাস ফালাইলাম। তবে আপনার মহামুল্যবান প্লাস খানা পাইয়া যথেষ্ট পুলকিত বোধ করিতেছি, সে কথা সত্যি। সেই জন্য একখানা বড়সড় ধন্যবাদ গ্রহন করিবেন।
ভালো থাকিবেন, আর মৃত্যু চিন্তা বাদ দিবেন। কোন এক নারীর প্রেমে পড়িয়া যান। মৃত্যু চিন্তা উবিয়া যাইবে।
২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
অক্টোপাস পল বলেছেন: মৃত্যু চিন্তা থেকে মুক্তি নাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
ভিয়েনাস বলেছেন: লিখতে গেলে এমন স্লিমফিগারের হয়না
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
ইনকগনিটো বলেছেন: কবিতাকে কয়েকদিন না খাইয়ে রেখে দেন। স্লিম ফিগার হয়ে যাবে।
২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
স্বপ্নবাজ শোয়েব বলেছেন: যে বিষ খাইয়া আজ আমি মৃতপ্রায় ঔষধ হিসেবে সেই বিষই খাইতে বলিলেন! বলিতে বধ্য হইতেছি আপনি অদ্ভুত ডাক্তারই বটে। নাকি আপনিও প্রকৃতির মত নিষ্ঠুর উপহাস করিলেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
ইনকগনিটো বলেছেন: বিষে বিষক্ষয় হয়।
২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
নক্ষত্রচারী বলেছেন: ছন্দময় !
সুন্দর !!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভাই।
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
অদৃশ্য বলেছেন:
ইনকগনিটো
অত্যধিক সুন্দর হয়েছে লিখাটি....
দারুন প্রকাশ...
শুভকামনা........
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, প্রিয় কবি।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
সোহাগ সকাল বলেছেন: পুত্তুম পিলাচ!
বরাবরের মতই চখাম কুশুভাই!