![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
কোথাও দূরে, আকাশটা মিশে গ্যাছে প্রান্তরে
ঢেউ এর মতো,
অর্ধ দেহ,
ভেজা,
আর
তোমার
জ্ঞানী চোখ,
উন্মাদনা,
খোঁজে ছায়া-
দেখি-
এ
ছায়া,
ও
ছায়া,
কার ছায়া,
অজস্র বুনোকাঁটা,
আর কতোকাল আমি বেখেয়ালে ছুটে যেতে চাই
আকাশ অবধি,
ও মায়া;
কার,
তোমার,
আমার,
নিরাকার,
যে চাঁদ ঝরে গেছে,
যে চাঁদ গলে গেছে,
যে চাঁদ ক্ষয়ে গেছে,
আমি তার দেহখানি তুলে
নিয়ে যাবো,
সমুদ্রের ওপারে,
আকাশটা আমার মতো হবে একা,
তখনো চোখ দিয়ে, অবজ্ঞাভরে,
তুমি
ওদের ছায়া খুঁজো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ইনকগনিটো বলেছেন: প্রথম ধন্যবাদ।
ভালো থাকবেন।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: যে চাঁদ ঝরে গেছে,
যে চাঁদ গলে গেছে,
যে চাঁদ ক্ষয়ে গেছ......
..........................
আকাশটা আমার মতোই একা...।
সুন্দর !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আপনি।
ভালো থাকবেন। শুভকামনা।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬
স্বপ্নবাজ শোয়েব বলেছেন: চাঁদ হারিয়ে ফেলেছি অমাবস্যা আর কাটেনা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১
ইনকগনিটো বলেছেন: কাটবে একদিন নিশ্চয়ই।
অন্ধকার হয়ে আলোর অপেক্ষা করি।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কবি।
ভালো থাকুন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
একজন আরমান বলেছেন:
সমুদ্রের ওপারে,
আকাশটা আমার মতো হবে একা,
তখনো চোখ দিয়ে, অবজ্ঞাভরে,
তুমি
ওদের ছায়া খুঁজো।
চমৎকার।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮
মাক্স বলেছেন: ৭ম ভালোলাগা!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।
ভালো থাকবেন।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: চমৎকার...........
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , মেহেদী হাসান।
ভালো থেকো।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১০| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
আমিনুর রহমান বলেছেন: চমৎকার +++
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
shfikul বলেছেন: সুন্দর।প্লাস।