![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
রাত্রি ফুরাবার আগে আমরা প্রার্থনা করতে পারতাম; যেহেতু ঈশ্বরের চোখে কোন ঘুম নেই।
সম্ভবত আরেকটু পরে সময়ের আঁতুড়ঘর থেকে ভূমিষ্ঠ হবে ভোর; তাই আমরা বেয়ে বেয়ে চললাম মাটির দিকে।
আমাদের পথে- আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো অজস্র ভবিষ্যৎ; কিন্তু আমাদের তুলে নিতে হলো যে কোন একটি;
এ যেন সুদীর্ঘ যাত্রায় কোন নির্ধারিত ফুল; অথচ আমরা খুঁজছিলাম পাথর বাগান-
যেখানে বিরতিহীনভাবে জন্মাতে থাকে অসংখ্য সবুজ এমারাল্ড; কিন্তু আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।
আমরা তখন অপেক্ষা করতে লাগলাম; আমাদের কানে আসছিলো কিছু সম্মোহনী শব্দ- যেমন বার্চের পাতায় বাতাস সবচেয়ে বেশি রহস্যময় হয়ে ওঠে।
প্রকৃতপক্ষে সকল গাছ ঈশ্বরের সন্তান। অথচ ওরা কখনো ওদের জন্য বেছে নেয় না কিছুই।
আসলে মৃত্যু ছিলো পৃথিবীর সবচেয়ে গোপন দরজা
যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা যায় বহুবার,
কিন্তু পার হওয়া যায় মাত্র একবার।
ওরা পৃথিবীর প্রাণ; আমরা ছিলাম জল ও কাদামাটির ।
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
ইনকগনিটো বলেছেন: কান্ডারি অথর্ব,
অনেক ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার বস!! দারুন হইছে!
০২ রা মে, ২০১৪ রাত ১০:০৫
ইনকগনিটো বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ,
অনেক ধন্যবাদ, ভাই।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
এহসান সাবির বলেছেন: আসলে মৃত্যু ছিলো পৃথিবীর সবচেয়ে গোপন দরজা
যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা যায় বহুবার,
কিন্তু পার হওয়া যায় মাত্র একবার।
+++++
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২২
ইনকগনিটো বলেছেন: এহসান সাবির
ধন্যবাদ আপনাকে।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
বাংলার পাই বলেছেন: প্রকৃতপক্ষে সকল গাছ ঈশ্বরের সন্তান। অথচ ওরা কখনো ওদের জন্য বেছে নেয় না কিছুই।
আসলে মৃত্যু ছিলো পৃথিবীর সবচেয়ে গোপন দরজা
যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা যায় বহুবার,
কিন্তু পার হওয়া যায় মাত্র একবার।---------------অসাধারণ। খুব খুব ভালো লাগলো।
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২৯
ইনকগনিটো বলেছেন: বাংলার পাই
ধন্যবাদ আপনাকে।
৫| ০১ লা মে, ২০১৪ রাত ১:২০
বটবৃক্ষ~ বলেছেন:
অনন্য!!!
প্রকৃতপক্ষে সকল গাছ ঈশ্বরের সন্তান। অথচ ওরা কখনো ওদের জন্য বেছে নেয় না কিছুই।
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৩৭
ইনকগনিটো বলেছেন: বটবৃক্ষ~
ধন্যবাদ
৬| ০১ লা মে, ২০১৪ রাত ১:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: বৃক্ষপ্রাণে রহস্যের অনুরণন বেশ চমৎকার!
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৪৭
ইনকগনিটো বলেছেন: প্রোফেসর শঙ্কু
ভালো লাগলো আপনার উপলব্ধি।
৭| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:৪৫
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৮
ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ ভাই
ধন্যবাদ।
৮| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: দারুণ।
০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:০১
ইনকগনিটো বলেছেন: হা মা ভাই,
ধইন্যবাদ ভাইডা।
৯| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
মশিকুর বলেছেন:
চমৎকার!
"আসলে মৃত্যু ছিলো পৃথিবীর সবচেয়ে গোপন দরজা
যার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করা যায় বহুবার,
কিন্তু পার হওয়া যায় মাত্র একবার।"
০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:০২
ইনকগনিটো বলেছেন: মশিকুর
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারন লিখেছেন +++