![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
হাজার বছর ধরে আমি টলছি
এক পাহাড়ের উপর, কিন্তু ক্যানো যে
পড়ে যাচ্ছি না।
এক জীবন থেকে অন্য জীবনের দূরত্ব
ছিলো শুধুমাত্র এক পাহাড়ের উচ্চতা। খুব
বেশি পথ নয় হিসেবে, তবু আমি টলছি এক বিন্দুতে;
আমি যে ক্যানো ঝরে যাচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি
পৃথিবীর কিনারে, এক অদ্ভুত শূন্যতা
আমাকে খুব করে ডাকে
ওর নিজের ভেতর। প্রতিবার আমি আমার ব্যক্তিগত ছায়া
মিশে যেতে দেখি মহাজাগতিক অন্ধকারের
সাথে। বিনিদ্র অন্ধকার; আমার পুরনো বাড়ির কথা মনে পড়ে।
প্রতিবার আমার মনে হয়- I should go, from where I came.
এক জগত থেকে অন্য জগতের দূরত্ব তখন মাত্র
কয়েক পা।
আমি তবু টলছি এখানে,
আমি যে ক্যানো ঝাঁপ দিচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি সমুদ্রের ওপর
ক্রমশ কাঁপছি শীতে
সমুদ্রের আক্রোশ, আর বিক্ষুদ্ধ ঢেউ আছড়ে
পড়ছে পাথরে,
একটা বকপাখি ভাবলেশহীন ভাবে উড়ে যাচ্ছে এক সমুদ্র।
তবু আমি টলছি আমার ভারী পায়ে;
আমি যে ক্যানো এক সমুদ্র উড়ে যাচ্ছি না।
হাজার বছর ধরে আমি টলছি
তোমার দিকে,
আমি টলছি এক বিন্দুতে; আমি টলছি
তোমার জন্য; সেই কবে থেকে
এক জীবন থেকে অন্য জীবনের জন্য;
একবার তোমার ভেতর মরে যাবার জন্য;
তবু যে আমি ক্যানো তোমার জন্য ছুটে যাচ্ছি না।
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭
ইনকগনিটো বলেছেন: মামুন রশিদ
ধন্যবাদ ভাই! শুনে ভালো লাগলো।
২| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৮
ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! সকাল সকাল এত চমৎকার একটা কবিতা পড়া হল! ধন্যবাদ হে কবি!
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ইনকগনিটো বলেছেন: ৎঁৎঁৎঁ
ধন্যবাদ কবি সাহেব। শুভকামনা আপনার জন্য।
৩| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
০৬ ই মে, ২০১৪ রাত ৮:০৪
ইনকগনিটো বলেছেন: কান্ডারি অথর্ব
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:২০
আমি স্বর্নলতা বলেছেন: হাজার বছর ধরে আমি টলছি
তোমার দিকে,
আমি টলছি এক বিন্দুতে; আমি টলছি
তোমার জন্য; সেই কবে থেকে
এক জীবন থেকে অন্য জীবনের জন্য;
একবার তোমার ভেতর মরে যাবার জন্য;
তবু যে আমি ক্যানো তোমার জন্য ছুটে যাচ্ছি না।
চমৎকার লিখেছেন।
০৬ ই মে, ২০১৪ রাত ৮:১০
ইনকগনিটো বলেছেন: আমি স্বর্নলতা
ধন্যবাদ আপনাকে ।
৫| ০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।সহজ সাবলিল ।
০৬ ই মে, ২০১৪ রাত ৮:১৪
ইনকগনিটো বলেছেন: সেলিম আনোয়ার
ধন্যবাদ ভাই
৬| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৪
আদনান শাহ্িরয়ার বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন
০৬ ই মে, ২০১৪ রাত ৮:১৬
ইনকগনিটো বলেছেন: আদনান শাহ্িরয়ার
ধন্যবাদ।
৭| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: অপেক্ষা আর অপ্রাপ্তি দীর্ঘায়িত হোক। ভালো লাগসে।
০৬ ই মে, ২০১৪ রাত ৮:১৭
ইনকগনিটো বলেছেন: হামা ভাই,
অপেক্ষা সুন্দর। অপ্রাপ্তিও।
৮| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:০১
বাংলার পাই বলেছেন: হাজার বছর ধরে আমি টলছি
তোমার দিকে,
আমি টলছি এক বিন্দুতে; আমি টলছি
তোমার জন্য; সেই কবে থেকে
এক জীবন থেকে অন্য জীবনের জন্য;
একবার তোমার ভেতর মরে যাবার জন্য;
তবু যে আমি ক্যানো তোমার জন্য ছুটে যাচ্ছি না।[/sb-------------অনেক অনেক ভালো লাগা রইলো।
২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, বাংলার পাই।
৯| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর। অন্তর্নিহিত একটা ছন্দময় ভাব আছে।
২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শঙ্কু সাহেব।
১০| ১৯ শে মে, ২০১৪ রাত ২:১০
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৪৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । শেষটা অসাধারণ!