![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
ক্যানো সন্ধ্যা এলে ভুলে যাও
পালক ফেলে হাঁটতে; আশা করি নি-
এই ঝকঝকে রাস্তায় যেতে যেতে তোমার পায়ে এখন খয়েরী নাচের জুতো__
যেতে যেতে আরও তো উজ্জ্বল হবে শহরের
সমস্ত রাত-
অথচ আমাদের সময়, দেখো- আলতো
ক'রে ছুঁয়ে যাচ্ছে শস্যকণা, ক্ষেত-খামার
আর কৃষিকাজ; যেতে যেতে আমাদের গল্প ছিল এখানেই। মনে পড়ে, গ্রীষ্মের দুপুরে
শুকনো রুটি আর পেঁয়াজ। আমাদের ঘাম।তারপর-
ঘরের পর ঘর। আমাদের স্কার্ফ পড়া মহিলারা। বাড়ির চাতালে ফলবতী বৃক্ষ। ঘড়ঘড় শব্দ তোলা ট্র্যাক্টর। অথচ, আমাদের সময়, দেখো-
কী বেখেয়ালে পার হয়ে যাচ্ছে এখন শীতের দিন; ঝরা পাতা আর দুধ-শাদা পালক। রোদহীন দুপুরে টলটলে পুকুর।
পার হয়ে যাচ্ছে
একটি শহরের মাঝে লুকানো বকপুর।
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই।
২| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
ডট কম ০০৯ বলেছেন: একটি শহরের মাঝে লুকানো বকপুর
বকপুর বলতে এখানে কি বোঝাতে চাইলেন কবি!! একটু যদি বলতেন। কোণ স্থানের নাম না অন্যকিছু।
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩
ইনকগনিটো বলেছেন: একটি শহরের মধ্যে লুকোনো একটি গ্রাম। তার নাম বকপুর।
ধন্যবাদ আপনাকে, ডট কম।
৩| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪
ইনকগনিটো বলেছেন: স্নিগ্ধ শোভন
অনেক ধন্যবাদ।
৪| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১
শুঁটকি মাছ বলেছেন: ্কবিতা তেমন বুঝিনা তবুও মনে হলকবিতাটাতে কিছুটা জীবনানন্দের ছায়া আছে ।
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৬
ইনকগনিটো বলেছেন: শুঁটকি মাছ
জীবনানন্দ? মনে হয় না।
যাই হোক, কমপ্লিমেন্ট ভালো লাগলো। উনি অনেক বড় কবি। ভালো থাকবেন।
৫| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:১১
হাসান মাহবুব বলেছেন: একটি শহরের মাঝে লুকানো বকপুর। চমৎকার আনকোরা উপমা। কবিতাটা ভালো লাগসে বেশ।
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৫১
ইনকগনিটো বলেছেন: নাথিংস গনা চেঞ্জ মাই ওয়ার্ল্ড।
ধইন্যা হামা ভাই, গান শুনি।
৬| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর
১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭
ইনকগনিটো বলেছেন: আজ আমি কোথাও যাবো না
ধন্যবাদ আপনাকে।
৭| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:২৫
আরজু পনি বলেছেন:
মুগ্ধ!
---------
এটা কিছুটা জবাব
১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৯
ইনকগনিটো বলেছেন: হাহা।
আচ্ছা, জবাব বুঝে নিলাম।
ধন্যবাদ, আরজুপনি।
৮| ১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: পার হয়ে যাচ্ছে .........
সুন্দর !
১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৭
ইনকগনিটো বলেছেন: পার হয়ে যাচ্ছে .....
ধন্যবাদ।
৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:০৭
তওসীফ সাদাত বলেছেন:
সুন্দর.।.।.।
১১ ই জুন, ২০১৪ রাত ১০:৫৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১০| ১২ ই জুন, ২০১৪ রাত ১:০৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন অনুযোগ।