![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
ছোটবেলায় জ্যামিতিতে আমার ভয়
ছিল; মাস্টার মশাই ক্লাসখাতা নিয়ে ডাক দিলেই
কতোদিন যে কাঁপতে কাঁপতে তালগোল পাকিয়ে ফেলেছি
সব।
তারপর, বেতের বাড়ি খেয়ে
মূর্ছা যাওয়া ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা।
এইসব শুনে নবনী দি হাসতো খুব। বললো একদিন-
আমার কাছে পড়তে আসিস।
প্রতিদিনের মত একদিন দুপুরে পড়তে গেছি; বাড়িতে কেউ নেই।
নবনী দি আমাকে শেখালো জ্যামিতি
আমি চিনলাম সব রেখাপাত-সোজা এবং বক্র;
পরিধি,ত্রিভুজ,বৃত্ত-
এরপর থেকে
আমি কখনও জ্যামিতিতে ভুল করি না।
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মেহেদী হাসান ভাইয়া।
২| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
হাসান মাহবুব বলেছেন: তুমি খ্রাপ। তোমার সাথে মিশুম না।
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ইনকগনিটো বলেছেন:
কাছে আসো।
৩| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
শুঁটকি মাছ বলেছেন: :-& :-&
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ইনকগনিটো বলেছেন:
৪| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: গোঁপওয়ালা মাস্টার মশাই এর চেয়ে নবনী দি কত ভাল !
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
ইনকগনিটো বলেছেন: আসলেই।
৫| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭
মিনুল বলেছেন: এরপর আর কি জ্যামিতিতে ভুল করা যায়!!!
১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩
ইনকগনিটো বলেছেন: একদম না!
৬| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪০
টিপু বলেছেন: জ্যামিতি নাকি ত্রিকোনোমিতি?
১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩
ইনকগনিটো বলেছেন: জ্যামিতিকে তো জ্যামিতি বলেই জানি।
৭| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:০০
ডি মুন বলেছেন: ইশ, এইভাবে যদি কোনো নবনী দি জ্যামিতি শিখাইতো !!!!!!
১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫
ইনকগনিটো বলেছেন: আফসোস কইরেন না। বউয়ের কাছ থেকে শিখে নিয়েন।
৮| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:০০
তওসীফ সাদাত বলেছেন:
ঘটনা সন্দেহজনক !!
১১ ই জুন, ২০১৪ রাত ১০:৫২
ইনকগনিটো বলেছেন: কবিতাকে কবিতার মতো করে দেখাই ভালো।
৯| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:০৩
আকিব আরিয়ান বলেছেন: আমার কাছে তো কবিতাটা ইরোটিক মনে হইলো
১১ ই জুন, ২০১৪ রাত ১০:৫৩
ইনকগনিটো বলেছেন: আচ্ছা। তাই? হতে পারে।
১০| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: কবিতা মজার।
অর্থ সন্দেহজনক!!
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০০
ইনকগনিটো বলেছেন: সোজা করে দেখেন।
১১| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫২
শ্লোগান০০৭ বলেছেন: প্রেম নাকি পাঠ বুঝলাম না
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬
ইনকগনিটো বলেছেন: আমিও।
১২| ১২ ই জুন, ২০১৪ রাত ১:১১
সাদরিল বলেছেন: আপনার কবিতায় পূর্নেন্দু পত্রীর ফ্লেভার পাই
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৫
ইনকগনিটো বলেছেন: কাল একজন বললো জীবনানন্দ। আজ পেলাম পূর্ণেন্দু।
ধন্যবাদ সাদরিল।
১৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:২৬
ডট কম ০০৯ বলেছেন: কালোত্তীর্ণ কবিতা!!
যে কোন দিকে নিয়ে নেওয়া যায়,এখন পাঠকের ইচ্ছা সে কোন দিকে যায়।
কবিতা পড়ে ভাবনায় আছি!!
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
ইনকগনিটো বলেছেন: ডাবল মিনিং, তবে সূক্ষ্ম পাঠকরা ঠিকই তাদের মতো করে পড়ে নেবে।
ধন্যবাদ, ডট কম।
১৪| ১৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯
ডট কম ০০৯ বলেছেন: আমি ধন্যবাদ আরমান ভাই।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭
ইনকগনিটো বলেছেন: ওহ আচ্ছা
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৬
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ভাল হইছে ভাইয়া