![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
ভেবেছিলাম একদিন প্রেম পাবো।
পার্থিব।
আমার তীব্র আকাঙ্খায়
কেঁপে ওঠার কথা ছিল তোমার শরীর।
কিন্তু আমার দিকে, সমুদ্রের ঢেউ হয়ে কেন যে তুমি
অগ্রসর হলে না কোনদিন-
সেটা এক বিরাট রহস্য।
কেউ কেউ খুঁজলো বুনো ফুল। অপার্থিব।
অথচ আমি কোন মন নিয়ে আসি নি এখানে।
কণ্টকহীন গোলাপ পড়ে রইলো মাটিতে-
অঙ্গের অভাবে।
পৃথিবীর পথে পথে ফুটে রইলো অন্ধকার।
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
হাসান মাহবুব বলেছেন: এসব ছাইপাশ লিখে কী মজা পাও?
১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১০
ইনকগনিটো বলেছেন: কুব মগা। বুগবা না তুমি।
৩| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: চমৎকার !!
১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
৪| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
বোধহীন স্বপ্ন বলেছেন:
ভালাই তো
১৫ ই জুন, ২০১৪ রাত ৮:১১
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:২১
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: ভালো লাগলো।।
১৫ ই জুন, ২০১৪ রাত ৮:২৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:০৫
বটবৃক্ষ~ বলেছেন:
লেখক বলেছেন: কুব মগা। বুগবা না তুমি।
সুন্দর লেগেছে ভাইয়া!!
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, বটবৃক্ষ
৭| ১৫ ই জুন, ২০১৪ রাত ১১:১০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পৃথিবীর পথে পথে ফুটে রইলো অন্ধকার।কবিতার ছত্রে কবির হাহাকার টের পলাম।শুভেচ্ছা।
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৪
ইনকগনিটো বলেছেন: রেজওয়ানা আলী তনিমা, ধন্যবাদ আপনাকে।
৮| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪০
শুঁটকি মাছ বলেছেন: পৃথিবীর পথে পথে ফুটে রইলো অন্ধকার।
ভাল্লাগছে!!!!!!
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, শুঁটকি!
৯| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৬
একজন ঘূণপোকা বলেছেন: ভেবেছিলাম একদিন প্রেম পাবো।
পার্থিব
।
।
।
।
পৃথিবীর পথে পথে ফুটে রইলো অন্ধকার।
--- বেশি সুন্দর এই লাইনগুলো
১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৮
আরজু পনি বলেছেন:
হাহা
অনেক কিছু বলতে ইচ্ছে করছে
শেষে মনে হলো হয়তো কিছুই বুঝিনি
১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫৯
ইনকগনিটো বলেছেন: "আমরা অনেক কথা বলি, কিন্তু কথা- সে তো পথের সমাধান
নয়। আমাদের প্রত্যেকের মাঝেই অব্যাহত শরতের
উপস্থিতি। আমাদের পাতা ঝরে, তারপর পানি ওপর
দিয়ে উড়ে যায়।"
-জালালউদ্দিন রুমি।
১১| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৩
সুইট এঞ্জেল বলেছেন: উল্টাপাল্টা কবিতা। আমি কিছুই বুঝলাম না।
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪
ইনকগনিটো বলেছেন: স্বাভাবিক। সোজা মাথায় অনেক কিছু সোজা করে ধরে না।
১২| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার সব কবিতাই কি বিষণ্ণ?
ভাল লেগেছে।
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৬
ইনকগনিটো বলেছেন: সব কবিতা বিষণ্ণ কি না, তা তো কবি বলতে পারে না। পারে পাঠক।
ধন্যবাদ।
১৩| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৩
নক্ষত্রচারী বলেছেন: আহারে!
ভাবসিলাম প্রেমজ কিছু হবে .।.।.।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৭
ইনকগনিটো বলেছেন:
১৪| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কেউ কেউ খুঁজলো বুনো ফুল। অপার্থিব।
অথচ আমি কোন মন নিয়ে আসি নি এখানে।
কণ্টকহীন গোলাপ পড়ে রইলো মাটিতে-
অঙ্গের অভাবে।
অসাধারণ।
২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ, কবি!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর হয়েছে