![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
পৃথিবীতে এসেছি দু চোখ ভরে দেখবার জন্য, কিন্তু
যেই চোখ নিয়ে আমি এসেছি সাথে-
সেই চোখে আমি অন্ধকার দেখি নি।
পৃথিবীর পথ হাঁটতে হাঁটতে ঝরে গেছে পা। পথ তবু
চেনা হলো না!
দেবদারু বনে খুঁজতে গেছি রাত্রি
বুনোফুলের গন্ধে মিশে গেছে সন্ধ্যার ছায়া।
আলো জ্বেলে অন্ধকার দেখতে পারি নি বলে
আমি ছিলাম অন্ধ; কান পেতে আমি খুঁজতে গেছি শব্দ! সেই
শব্দে ফাটল ধরিয়েও বের হয়ে এসেছে দীর্ঘশ্বাস।
আলাদা করতে পারি নি কান্না ও সুরের। সমুদ্র ও ঢেউয়ের।
আমরা আমাদের অনেক ব্যাকুলতার কথা বলি,
ব্যাকুল হতে হয়তো আমাদেরও ভালো লাগে,
কিন্তু আমরা জানি না- পাখিদের চোখ দিয়ে
পাখিরা স্বপ্ন দেখতে পারে না বলে কখনো কখনো
পাখিরাও আত্মহত্যা করে।
পথ হাঁটতে হাঁটতে আমি অসংখ্য বুক ভাঙা কংকাল, আর
অভিমানী পাখিদের সাদা ডানা পড়ে থাকতে দেখি।
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: কিন্তু আমরা জানি না- পাখিদের চোখ দিয়ে
পাখিরা স্বপ্ন দেখতে পারে না বলে কখনো কখনো
পাখিরাও আত্মহত্যা করে।
[/sb
বেশ চমৎকার
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ , স্বপ্নবাজ অভি। স্বপ্নবাজদের চোখে ভালো লাগারই কথা।
৩| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ইনকগনিটো বলেছেন: আচ্ছা। ধন্যবাদ।
৪| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন লাগলো
২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে, একজন ঘূনপোকা।
৫| ২৭ শে জুন, ২০১৪ রাত ৮:৫২
সাদরিল বলেছেন: পৃথিবীর পথ হাঁটতে হাঁটতেও আমি অসংখ্য বুকভাঙা কংকাল, আর
অভিমানী পাখিদের সাদা ডানা পড়ে থাকতে দেখি
কবিতার বাকি লাইনগুলোর চেয়ে এই শেষ লাইন দুটোই অনেক কথা বলে দিচ্ছে
২৭ শে জুন, ২০১৪ রাত ৯:২৪
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ, সাদরিল। ভালো থাকুন।
৬| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর একটি লেখা
২৭ শে জুন, ২০১৪ রাত ৯:২৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মাঈনউদ্দিন মইনুল।
৭| ২৭ শে জুন, ২০১৪ রাত ৯:২৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমরা তবু আমাদের অনেক ব্যাকুলতার কথা বলি,
ব্যাকুল হতে হয়তো আমাদেরও ভালো লাগে,
কিন্তু আমরা জানি না- পাখিদের চোখ দিয়ে
পাখিরা স্বপ্ন দেখতে পারে না বলে কখনো কখনো
পাখিরাও আত্মহত্যা করে লাইনগুলো ব্যতিক্রমধর্মী সত্যি!
ভালোলাগা জানিয়ে গেলাম ...
সেই সঙ্গে শুভকামনাও ...
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
ইনকগনিটো বলেছেন: মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)
ধন্যবাদ আপনাকে।
৮| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পৃথিবীর পথ হাঁটতে হাঁটতেও আমি অসংখ্য বুকভাঙা কংকাল, আর
অভিমানী পাখিদের সাদা ডানা পড়ে থাকতে দেখি। ++++
অসাধারন।
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ইনকগনিটো বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায়
ধন্যবাদ।
৯| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:০১
েদওয়ান সুমন বলেছেন: ভালো লেখা.........
২৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১০| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০
ইনকগনিটো বলেছেন: রোজা মোবারক।
১১| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:২৯
আকিব আরিয়ান বলেছেন: এইটা ইনকগনিটো ক্লাসিক হইছে, প্লাস
০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩
ইনকগনিটো বলেছেন: ধইন্যা।
১২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭
ইনকগনিটো বলেছেন: কোন সংকলন, ভাই?
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৪
আহসানের ব্লগ বলেছেন: ভাল লিখেছেন +