![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
(১)
রাত্রি ফিসফিস করে কিছু গাইছিলো সমুদ্র তীরে; সম্ভবত গোঙাচ্ছিলো।
এটা খুব স্বাভাবিক যে- মাথার ওপর তখন ছিলো অজস্র তারা, চাঁদটার মৃত্যু হয়েছে আবারো।
তাকে মাটি দেওয়া হয়েছে শেষকৃত্যহীন।
আর ঘণ্টা দুয়েক পর ভূমিষ্ঠ হবে ভোর; কিন্তু আমরা জানি না, কোথায় আকাশের জঙ্ঘা ।
সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছিলো না তেমন। উপকূলে কিছু ঘুমন্ত সাইরেন।
ঢেউ এর মতো ছুটে এসে আমাদের গ্রাস করছিলো তখন অন্ধকার;
জোনাকিরা আমাদের ঝাউবনের পথ দেখায় নি একদম ।
----------------------------------------
(২)
অতঃপর সমুদ্র থেকে উঠে এসে আমরা হাঁটতে শুরু করলাম।
কিন্তু কোথায় বনের দরজা? ওটা নাকি কারুকার্যে ভরা- পথে বাধ সাধলো অসংখ্য খাড়া শ্বাসমূল।
আমাদের পথ ছিড়লো রক্তে, অথচ রক্তও ছিলো জল; আমাদের পায়ে ক্ষত হলো
শামুকের মতো সুগভীর-
যেন আমরা জাহাজের চিহ্ন নিয়ে যাচ্ছি।
তখন আমাদের কানে বাজছে ভয়ংকর শনশন; আমরা এগোলাম দরজার খোঁজে
কিন্তু একটুও আগালো না আমাদের পথ; বরং এগিয়ে এলো ভোর,
অথচ কথা ছিলো যে- আমাদের ঝাউবন হাঁটার পথে থাকবে প্রচুর বালু
আর জোনাকি;
কখনো রাত্রিরা ফুরোবে না।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯
ইনকগনিটো বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, বিদ্রোহী ভৃগু।
রোজা শেষ হয়ে এলো।
২| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আপনার কবিতার মুগ্ধতায় শুভেচ্ছা দিতেই ভূলে গেছি।
ঈদ মোবারক।
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩
ইনকগনিটো বলেছেন: ঈদ মোবারক আপনাকেও।
ঈদের আনন্দ আপনাকে ঘিরে রাখুক এই কটা দিন। ভালো থাকবেন।
৩| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: প্রথম ভালোলাগা ভ্রাতা +++
ঈদের আগাম শুভেচ্ছা রইলো
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, ভ্রাতা।
ঈদের শুভকামনা, ও শুভেচ্ছা।
৪| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: চমৎকার লাগল শব্দের বুনন। সুন্দর। ++
২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা।
৫| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা কোমল, সুখপাঠ্য, বরাবরের মতই।
আমাদের কাব্যশিল্প কি উত্তরাধুনিকতা পেরিয়ে এসেছে? নাকি উত্তর-উত্তরাধুনিক যুগে উঁকি মারছে কেবল? বিভিন্ন কবির বিভিন্ন শৈলীতে বিভ্রান্ত হয়ে যাই মাঝেমাঝে, ঘোলাটে লাগে।
শুভেচ্ছা রইল প্রিয় কবি।
২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
ইনকগনিটো বলেছেন: যতই সে এগুতে চায় তার অবস্থান আমাদের কাছে ক্রমশই অস্পষ্ট হয়ে ওঠে। হওয়ার কথা ছিল তার ঠিক উল্টো।
এখানেই গল্পের সাথে কবিতার পার্থক্য।
ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু। ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা।
৬| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! এবং দূর্দান্ত! অনেক ভালো লাগল প্রিয় ইনকগনিটো
২৮ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসা নামের চমৎকার মানুষটিকে!
ঈদ মুবারক, ভাই। আনন্দ ঘিরে রাখুক আপনাকে সবসময়। শুভেচ্ছা।
৭| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৩
এক্স রে বলেছেন: বাহ বেশ দারুন।
সকালের ফ্রেশ হাওয়ায় একটা ফ্রেশ লেখা পড়লাম
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা।
৮| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩
নীল কথন বলেছেন: আমাদের পথ ছিড়লো রক্তে, অথচ রক্তও ছিলো জল; আমাদের পায়ে ক্ষত হলো
শামুকের মতো সুগভীর-
যেন আমরা জাহাজের চিহ্ন নিয়ে যাচ্ছি।
-সুন্দর।
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, নীল কথন।
শুভেচ্ছা।
৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লাগল ভাইয়া।
সত্যি কথা বলতে মনে হচ্ছিল না দেশী কোন লেখকের লেখা।
অন্য রকম শব্দের ব্যবহার।
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, রিয়াদ।
ভালো থাকা হোক। শুভকামনা।
১০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩১
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, হামা ব্রু।
১১| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭
মহামহোপাধ্যায় বলেছেন: অসাধারণ অনুভূতির সমাবেশ। মুগ্ধ পাঠ।
ইদের শুভেচ্ছা রইল ভাইয়া
৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। তোমাকেও ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!!!!!!!!!!!!
অসাধারন শব্দখেলা আর ভাবনা!
উপমা আর উৎপ্রেক্ষার দারুন কারুকার্য!!!! ভাল লাগল ...