![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
ফেরা
------
ঠিক আগের মতোই
বাড়ির চাতালে খেলা করছিলো রোদ।
আমি ফিরে এলাম তখন, ঠিক আগের মতো-
এক দুপুরে
আর তোমার কাছে জমা কতো কাকঘুম!
এক মুঠো ফুলের ঘ্রাণ নিয়ে আমি ফিরলাম
বাড়ি,
আর তুমিও তখন
একছুটে ঘরের চৌকাঠ পেরানো কোনো কিশোরী।
অবনত
--------
আর বেশী রাত্রি হয়ো না আজ।
এতো রাতে জ্যোৎস্নারা যখন নামে
পৃথিবীর সব দরজা খুলে যেতে
থাকে।
অমিমাংসিত
-----------------
যাচ্ছিলে অন্য কোথাও-
মনের ভুলে টুক করে পৃথিবীতে
নেমে এলে।
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সুমন কর।
২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯
আকিব আরিয়ান বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, আকিব।
৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
আকিব আরিয়ান বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯
মৃদুল শ্রাবন বলেছেন: ঠিক আগের মতো-
এক দুপুরে
আর তোমার কাছে জমা কতো কাকঘুম!
ভালো লাগলো।
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, মৃদুল শ্রাবণ।
ভালো থাকবেন।
৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১
লেখোয়াড় বলেছেন:
ছোট ছোট কবিতা, বড় বড় সুখ।
++++++++++++++++
১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
ইনকগনিটো বলেছেন: ছোট ছোট কবিতা। গোপন গোপন অসুখ।
৬| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: শেষেরটা মনে হয় আগেই পড়সিলাম। কি সহজ, সাধারণ একটা লাইন,কিন্তু কী সুন্দর! ঐটা আমার লেখার কথা ছিলো। তুমি আগে লিখে ফেলে অপরাধ করেছো। মামলা করবো।
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১
ইনকগনিটো বলেছেন: আমার অনেক লাইনও আগের অনেক কবি লেইখ্যা ফালাইসে। আমি খুবই ব্র্যাক্ত। মামলা করার উপায় জানা থাকলে কইয়ো। আমিও করমু।
৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: দ্বিতীয়টা অসাধারণ , সুপার মুন পর্যায়ের !
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ!
৮| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: দুই তিন লাইনে এতকিছু বলে ফেলা !
সুন্দর !
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, স্বপ্নবাজ অভি।
নতুন কিছু লিখছেন না?
৯| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৪
ডি মুন বলেছেন: শেষেরটা সবচেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন। ভালো লিখুন। শুভেচ্ছা।
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭
ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো।
আপনিও ভালো থাকুন, শুভকামনা।
১০| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
একজন ঘূণপোকা বলেছেন: ভালো লাগল
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১১| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬
মায়াবী ছায়া বলেছেন: মিনি কবিতা,, ভাল লেগেছে।।
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
ইনকগনিটো বলেছেন: আচ্ছা, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর হয়েছে।
চমৎকার !!