![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতোবার আমি শান্তি খুঁজেছি, ততোবার শুধুমাত্র একটা চিন্তাই আমার মাথায় এসেছে। সেটা হচ্ছে একটি ড্রিল মেশিন নিয়ে নিজের মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
বাড়ি
------
আমাদের একটা বড় পুকুর ছিলো। বলার মতো, এইটুকুই। পুকুর পাড়ের লম্বা লম্বা সুপারি গাছগুলোকে মনে হতো বাড়ির মুরুব্বী। ছোটবেলায় আমরা ভরদুপুরে সেখানে উদাস মনে ঘুরে বেড়াতাম। পুকুরের জলে আমাদের ছায়া পড়লেই গ্রাম; না পড়লে কখনো বিকেলই হতো না।
আমরা বড় হতে লাগলাম কাছারি ঘরে। পুকুরের জলে তখন আর আমাদের ছায়া নেই। এক রাতে শুনলাম- খুব আগুন লেগেছে। গাছগুলি পুড়ে ছাই। আর পুকুরটা শুকিয়ে কাঠ।
আমার মনও তখন একটা ন্যাড়া মাঠ।
কাঠবিড়ালীর গান
-----------------
অরণ্যের মাঝে বিকেল এলো না ঘুমিয়ে গেছে বলে। অল্প অল্প করে সন্ধ্যাও ঝরলো না মৃদু বাতাসে। অরণ্যের মাঝে রাত্রিরা খাঁ খাঁ, শুধু তারাগুলি অন্ধশিশির হয়ে গাছের ফোঁকরে অপেক্ষা করলো- কবে কাঠবিড়ালিদের গান শুনবে।
কিন্তু কাঠবিড়ালিরা আর তো গাইলো না গান, অনেকদিন ।
কবি
----
আমি জানি না কবিতা লিখতে হলে কোনো পরীক্ষা দিতে হয় কি না। আমি এটাও জানি না- খাতায় আমি কি লিখবো, কতোটা ভুল শুদ্ধ। আমি শুধু কাটাকাটি চিনি; আমার ভেতরে অজস্র কাটাকাটি ছাড়া এক তিলও জায়গা অবশিষ্ট ছিলো না। আমার রক্তে রক্তে বয়ে যাওয়া কাতরতা নিয়ে আমি চুপচাপ থাকি; ওরা যখন কবিতার কথা বলে, আমার খুব অস্থির লাগে। কিন্তু আমি ওদের তৈরি এক শেকলের শব্দ পাই; আমি যখনই কবিতা লিখতে চাই, সবকিছু ক্যামন য্যানো আমি ভয়ে ভুলে যাই। একটা বড়সড় শেকল আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে সবসময়। আমি জানি না, ঠিক কতোটা পথ পাড়ি দিলে একজন মানুষ কবি হয়। আমি এটাও জানি না একটা কবিতা লিখতে কতো কতো সহস্র শব্দ জানতে হয়।
তবে, খুব নিভৃতে সেই শেকল ছেড়ে আমি মাঝে মাঝেই উড়ে বেড়াই।
সীমানা
-------
পাখিদের রাজ্যে আমার কিন্তু কোনো পরিচয় নেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ, ভ্রাতা।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
আলম দীপ্র বলেছেন:
পাখিদের রাজ্যে আমার কিন্তু কোনো পরিচয় নেই
++++ । সুন্দর আড়ালে থাকা ভাই ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: দিন দিন দেহি লেখার উন্নতি হৈতাছে।কি খাও? নেশাকে না বলুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
ইনকগনিটো বলেছেন: নেশাকে না করতে কইয়া কাতলা মাছের মতো নিজের মুখটা খুইল্যা রাখছো। ইমো দেইখা বুজ্জি আসলে কী চাও।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫
ইমরান নিলয় বলেছেন: আহা। যেন কুসুমগরম কোন এক গ্রামের ছায়াভরা পুকুরের কার্নিশ বেয়ে হেঁটে আসলাম।
^ কি খাচ্ছেন?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
ইনকগনিটো বলেছেন: বাতাস। খাবা?
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭
যমুনার চোরাবালি বলেছেন: লিখাগুলো বেশ ভালো। ফিল করছি কিছু।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
সুমন কর বলেছেন: মুক্তগদ্য ভাল হয়েছে। সুন্দর।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পাখিদের রাজ্যে আমার কিন্তু কোনো পরিচয় নেই ++++
কেন জানি মনের ভেতর ঢুকে ঘুরপাক খাচ্ছে।
ভাল থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০
ইনকগনিটো বলেছেন: আপনিও।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা । পড়ে ভাল লাগলো । নিচের অংশটুকুর সাথে একমত ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
ইনকগনিটো বলেছেন: শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইস কি সুন্দর একটি লেখা -- অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
ইনকগনিটো বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
আবু শাকিল বলেছেন: বাহ দারুন লেখনি শক্তি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: লেখার ভাবনাগুলো এবং বিষয় নির্বাচনের ধরনটা চমৎকার । আপনার লেখার মধ্যে বেশ একটা নিজস্বতা আছে ।
ভালো লাগা রইলো ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
ইনকগনিটো বলেছেন: আপনার মূল্যবান মূল্যায়নের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
আহমাদ ইবনে আরিফ বলেছেন: সুন্দর
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
জলমেঘ বলেছেন: আপনার লেখা পড়তে বহুদিন পর ব্লগে এলুম। ভালা লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ইনকগনিটো বলেছেন: সেই জলমেঘ। সেই পুরনো জলমেঘ।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২০
সমানুপাতিক বলেছেন: মুগ্ধপাঠ ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ, সমানুপাতিক।
আপনার কথা মনে পড়ে। কেমন আছেন?
১৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৩
দানবিক রাক্ষস বলেছেন: +++
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৮
ইনকগনিটো বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: অসম্ভব সুন্দর লিখেছেন ভ্রাতা । কবে যে এমন লিখতে পারবো !
+++++++
ভালো থাকবেন